Ravichandran Ashwin: ওয়েস্ট ইন্ডিজের কাছে সিরিজ হার, বিস্ফোরক রবি অশ্বিন
India vs West Indies 2023: তরুণ ক্রিকেটারদের পক্ষে বিদেশের মাটিতে সুযোগ পেয়েই চমকে দেওয়া পারফরম্যান্স সহজ নয় বলেই মনে করেন অশ্বিন।

টানা জয়ে অভ্যস্ত ভারতীয় ক্রিকেট দল। আইসিসি টুর্নামেন্টে ফল যাই হোক, দ্বিপাক্ষিক সিরিজে অনবদ্য টিম ইন্ডিয়া। স্বাভাবিক ভাবেই ক্রিকেট প্রেমীদের প্রত্যাশাও বেড়েছে। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ হারে সে কারণে সমালোচনাও হচ্ছে অনেক বেশি। যা নিয়ে একেবারেই খুশি নন ভারতের তারকা অলরাউন্ডার রবিচন্দ্রন অশ্বিন। সমালোচকদের এক হাত নিলেন এই তারকা অলরাউন্ডার। বিস্তারিত রইল TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে প্রথম দু-ম্যাচে হার। যদিও পরের ম্যাচ দুটি জিতে সমতা ফিরিয়েছিল ভারত। সিরিজ নির্ণায়ক ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন হার্দিক। একই মাঠে আগের দিন রান তাড়া করে জিতেছিল দল। তাহলে হার্দিক কেন ব্যাটিং নিলেন, সেটা অনেকের কাছেই ধোঁয়াশা ছিল। এর কারণ ম্যাচ শেষে জানিয়েছেন হার্দিক। ভারত এই সিরিজ হারলেও অনেক প্রাপ্তির মধ্যে অন্যতম তিলক ভার্মা।
ভারতের সিরিজ হার নিয়ে যাবতীয় সমালোচনা প্রসঙ্গে রবিচন্দ্রন অশ্বিন বলেন, ‘সিরিজ হারের পর অনেকেই সমালোচনায় মেতেছেন। অনেকেই হতাশ। যদিও এই হারকে ভিন্ন দৃষ্টিকোনে দেখা যায়। অনেকেই কিন্তু এই সিরিজে দুর্দান্ত পারফর্ম করেছে।’
তরুণ ক্রিকেটারদের পক্ষে বিদেশের মাটিতে সুযোগ পেয়েই চমকে দেওয়া পারফরম্যান্স সহজ নয় বলেই মনে করেন অশ্বিন। সেই প্রসঙ্গ টেনে বলেন, ‘সোশ্যাল মিডিয়ায় টিমের সমালোচনা করা খুব সহজ। কেন না, ভারত এমন একটা দলের কাছে হেরেছে যারা গত টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার ১২-এ যোগ্যতা অর্জন করতে পারেনি। এবং এই টিমটা ৫০ ওভারের বিশ্বকাপেও নেই। তবে প্রতিটা দেশেরই ঘরের মাঠের সুবিধা থাকে। স্থানীয় প্লেয়াররা অনেক ছোট ছোট বিষয় জানবে, যেগুলো সফরকারী দলের পক্ষে বোঝা সহজ নয়।’





