Virat Kohli-Anushka Sharma: আলিবাগে আলিশান ফার্মহাউসের কাজ শুরু, কাদের খামারবাড়ি জানেন?
আলিবাগে ভারতের কিংবদন্তি রবি শাস্ত্রী এবং ভারতের অধিনায়ক রোহিত শর্মারও বাড় রয়েছে। এ ছাড়া সেলেব দম্পতি দীপিকা পাড়ুকোন ও রনবীর সিংয়ের আলিবাগে ফার্মহাউস রয়েছে।
নয়াদিল্লি: এশিয়া কাপের আগে আলিবাগে পৌঁছে গেলেন বিরাট কোহলি (Virat Kohli)। সঙ্গে ছিলেন তাঁর স্ত্রী, বলিউড সুপারস্টার অনুষ্কা শর্মা (Anushka Sharma)। বিরুষ্কা ২০২২ সালের সেপ্টেম্বরে আলিবাগে ৮ একর জমি কিনেছিলেন। এ বার এই সেলিব্রিটি দম্পতির আলিবাগের আলিশান বাড়ির কাজ শুরু হয়েছে। আরও ভালো করে বললে আলিবাগে এক আলিশান ফার্মহাউস বানাচ্ছেন বিরাট ও অনুষ্কা। তার জন্য স্ত্রীকে নিয়ে বিরাট পৌঁছে গিয়েছেন নতুন বাড়ির কাজ দেখতে। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।
Virat Kohli and Anushka Sharma in Alibaug to begin construction of their new house on 8 acres of land. pic.twitter.com/5CVNtz5vcv
— Mufaddal Vohra (@mufaddal_vohra) August 14, 2023
জানা গিয়েছে, মাস দু’য়েক আগে আলিবাগে বিরাট-অনুষ্কার ফার্মহাউসের কাজ শুরু হয়েছে। প্রায় ২০ হাজার স্কোয়ার ফুট এলাকা জুড়ে তৈরি হচ্ছে বিরুষ্কার স্বপ্নের ফার্মহাউস। এই ফার্মহাউস তৈরি করার দায়িত্ব নিয়েছেন আর্কিটেক্ট মজুমদার ব্র্যাভো। জানা গিয়েছে, আগামী ১৮-২৫ মাসের মধ্যে এই ফার্মহাউসের প্রাঙ্গনটি তৈরি হয়ে যাবে। খামারবাড়ির কাজ ঠিক ঠাক হচ্ছে কিনা তা দেখতেই আলিবাগে গিয়েছিলেন বিরাট ও অনুষ্কা। সেখানেস তাঁদের দেখে স্থানীয় বাসিন্দারা ভিড় করেন। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।
বিরাট-অনুষ্কা তাঁদের স্বপ্নের ফার্মহাউস বানাতে কোনও কসুর রাখছেন না। গত বছর প্রায় ১৯.২৪ কোটি টাকা খরচ করে আলিবাগে এই জমিটি কেনেন বিরুষ্কা। সূত্রের খবর অনুযায়ী, বিরাট-অনুষ্কা আলিবাগে খামারবাড়ি বানানোর জন্য স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে যাবতীয় ক্লিয়ারেন্স পেয়ে গিয়েছেন। জানা গিয়েছে, সরকারের কোষাগারে এই খামারবাড়ি তৈরি করার জন্য বিরাট-অনুষ্কা ১ কোটি ১৫ লক্ষ টাকা জমা দিয়েছেন। বিরাট কোহলির দাদা বিকাশ কোহলি এই লেনদেনটি পূর্ণ করেছিলেন। একইসঙ্গে তাঁদের ৩ কোটি ৩৫ লক্ষ টাকার স্ট্যাম্প ডিউটি জমা দিতে হয়েছে। আলিবাগে ভারতের কিংবদন্তি রবি শাস্ত্রী এবং ভারতের অধিনায়ক রোহিত শর্মারও বাড় রয়েছে। এ ছাড়া সেলেব দম্পতি দীপিকা পাড়ুকোন ও রনবীর সিংয়ের আলিবাগে ফার্মহাউস রয়েছে।