Virat Kohli: কীর্তনে মজেছে মন, অনুষ্কাকে নিয়ে কৃষ্ণ দাসের শরণে বিরাট

Watch Video : অতীতেও বিরাট কোহলি ও অনুষ্কা শর্মাকে দেখা গিয়েছে লন্ডনে কৃষ্ণ দাসের কীর্তন উপভোগ করতে।

Virat Kohli: কীর্তনে মজেছে মন, অনুষ্কাকে নিয়ে কৃষ্ণ দাসের শরণে বিরাট
কীর্তনে মজেছে মন, অনুষ্কাকে নিয়ে কৃষ্ণ দাসের শরণে বিরাট
Follow Us:
| Edited By: | Updated on: Jun 17, 2023 | 2:46 PM

লন্ডন : বিশ্বাসটাই আসল। মানুষের কর্মের সঙ্গে তাঁর ধর্ম জুড়ে গেলেই জন্মায় অটুট বিশ্বাস। আর সেই বিশ্বাসকে আঁকড়ে মানুষের মধ্য়ে ধীরে ধীরে আত্মবিশ্বাস তৈরি হয়। বিরাট কোহলি (Virat Kohli) কর্মে বিশ্বাসী। তিনি ধর্মেও বিশ্বাসী। ৮-১০ বছর আগেও হয়তো কোহলিকে এত আধ্যাত্মিকতার সঙ্গে যুক্ত থাকতে দেখেননি ক্রিকেট প্রেমীরা। আর সেই কোহলি এখন সুযোগ পেলেই পৌঁছে যাচ্ছেন কখনও মন্দিরে তো কখনও আবার কীর্তন ভজন শুনতে। বিরাট যখন কেরিয়ারের খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছিলেন ঈশ্বরের স্মরণাপন্ন হয়েছিলেন। আর আধ্যাত্মিকতার খোঁজে বিরাটের সঙ্গে সবসময়ই সঙ্গী হয়েছেন তাঁর জীবনসঙ্গী অনুষ্কা শর্মা। ১১ জুন ওভালে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে (WTC Final) অস্ট্রেলিয়ার কাছে হেরেছিল ভারত। তারপর টিম ইন্ডিয়ার একাধিক ক্রিকেটার নিজেদের মতো করে ছুটি কাটাচ্ছেন। লন্ডন থেকে এখনও দেশে ফেরেননি বিরাট কোহলি। স্ত্রী অনুষ্কা শর্মার (Anushka Sharma) সঙ্গে কোহলি লন্ডনে পৌঁছে গিয়েছিলেন কৃষ্ণ দাসের কীর্তন শুনতে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিয়ো ভাইরাল। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।

লন্ডনে মন্ত্রমুগ্ধ হয়ে কীর্তন শুনতে দেখা গিয়েছে বিরাট কোহলি ও অনুষ্কা শর্মাকে। বিরুষ্কা জুটির কৃষ্ণ দাসের কীর্তন দেখতে যাওয়ার খবর ছড়িয়ে পড়ার পর তাঁদের ফ্যানেদের মধ্যে উত্তেজনা ছড়ায়। ভাইরাল হওয়া ভিডিয়োতে দেখা যায়, সকলের সঙ্গে বসে আমেরিকান ভোকালিস্ট কৃষ্ণ দাসের কীর্তন শুনছিলেন বিরাট ও অনুষ্কা।

এই প্রথম বার নয়। অতীতেও লন্ডনে বিরাট ও অনুষ্কাকে কৃষ্ণ দাসের কীর্তন শুনতে দেখা গিয়েছিল। ২০২২ সালের জুলাইতে বিরুষ্কা কৃষ্ণ দাসের কীর্তন শুনেছিলেন।

সূত্রের খবর, আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সফরে বিশ্রামে থাকতে পারেন বিরাট কোহলি। যদিও এই নিয়ে এখনও চূড়ান্ত কোনও তথ্য জানা যায়নি।