Asia Cup 2023: জুটিতে লুটি! এশিয়া কাপের আগে নেটে বিধ্বংসী মেজাজে কোহলি-জাডেজা
Virat Kohli-Ravindra Jadeja: এশিয়া কাপের প্রস্তুতি শিবিরে নেটে বিধ্বংসী মেজাজে ব্যাট করতে দেখা গিয়েছে বিরাট কোহলিকে। শুধু তাই নয় ম্যাচ সিচুয়েশনের মতো জুটিতে ভারতীয় তারকা অলরাউন্ডার রবীন্দ্র জাডেজার সঙ্গে দীর্ঘক্ষণ ব্যাটিংও করেন কোহলি।
বেঙ্গালুরু: সামনেই এশিয়া কাপ (Asia Cup 2023)। তারপরই ঘরের মাঠে বিশ্বকাপের মতো টুর্নামেন্ট। তাই সেরা প্রস্তুতি প্রয়োজন। বেঙ্গালুরুর আলুরে আপাতত চলছে ভারতের শিবির। ২৯ অগস্ট অবধি হবে এই শিবির। এল বারের এশিয়া কাপে ভারতের প্রথম ম্যাচ পাকিস্তানের বিরুদ্ধে। টিম ইন্ডিয়ার (Team India) শিবিরের বিভিন্ন ঝলক সোশ্যাল মিডিয়া সাইট X এ দেখা যাচ্ছে। সম্প্রতি ভাইরাল হয়েছে বিরাট কোহলির (Virat Kohli) ব্যাটিং অনুশীলনের এক ভিডিয়ো। তাতে অবশ্য কোহলি একা ছিলেন না। তাঁর সঙ্গে ম্যাচ সিচুয়েশনের মতো জুটিতে ব্যাট করতে দেখা যায় রবীন্দ্র জাডেজাকেও। প্রস্তুতি শিবিরের ২টো দিন পেরিয়ে গিয়েছে। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।
জোরকদমে চলছে মেন ইন ব্লুর এশিয়া কাপের প্রস্তুতি শিবির। এশিয়া কাপ এবং ওডিআই বিশ্বকাপের আগে টানা ৫দিন একসঙ্গে অনুশীলন করার সুযোগ পেয়েছেন ভারতীয় ক্রিকেটাররা। প্রস্তুতি শিবিরে পাক স্পিনারদের মুখোমুখি হওয়ার জন্য তৈরি হতে দেখা গিয়েছে বিরাট কোহলি। নেটে বিধ্বংসী মেজাজে ব্যাট করতে দেখা গিয়েছে বিরাটকে। শুধু তাই নয় ম্যাচ সিচুয়েশনের মতো জুটিতে ভারতীয় তারকা অলরাউন্ডার রবীন্দ্র জাডেজার সঙ্গে দীর্ঘক্ষণ ব্যাটিংও করেন কোহলি। বিরাট ও জাডেজা বাঁ হাতি পেসারদের বিরুদ্ধেও বেশ কিছুক্ষণ ব্যাটিং করেন। স্পিনারদের বিরুদ্ধে বিধ্বংসী মেজাজে ব্যাট করতে দেখা যায় বিরাটকে। পাক তারকা স্পিনার শাদাব খান, মহম্মদ নওয়াজদের বিরুদ্ধে মোকাবিলা করার জন্য নেটে জোরকদমে অনুশীলন করেছেন কোহলি।
Virat Kohli and Ravindra Jadeja batting together in the practice session. pic.twitter.com/MfAta34EEQ
— Mufaddal Vohra (@mufaddal_vohra) August 27, 2023
শুধু কোহলি-জাডেজাই নয়, জুটিতে রোহিতের সঙ্গে রাহুলও ব্যাটিং করেন। বাঁ হাতি পেসারদের বিরুদ্ধে ভালো ছন্দে দেখা যায় রোহিতকে। প্রস্তুতি শিবিরে প্রথম দিন শুধু ব্যাটিং করলেও দ্বিতীয় দিন উইকেট কিপিংও করতে দেখা যায় কেএল রাহুলকে। যা বলা যায় ভারতীয় টিম ম্যানেজমেন্টের পাশাপাশি দলের সমর্থকদের জন্য সুখবর। এখনও এই প্রস্তুতি শিবিরের ৩টে দিন বাকি রয়েছে। তাতে ভারতকে ঠিক করে নিতে হবে টিম কম্বিনেশন ও ক্রিকেটারদের পজিশন। উল্লেখ্য, ৩০ অগস্ট শ্রীলঙ্কার উদ্দেশ্যে রওনা দেবে ভারতীয় ক্রিকেট টিম। ক্যান্ডিতে ২ সেপ্টেম্বর রয়েছে ভারত-পাকিস্তান ম্যাচ।