Virat-Rohit: অস্ট্রেলিয়ায় রান না পেলে বিরাট-রোহিতের অবসর নেওয়া উচিত, বিতর্কে ঘি ঢাললেন কোন প্রাক্তন?

অভিষেক সেনগুপ্ত | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Nov 04, 2024 | 1:29 PM

গত ৫টা টেস্টে বিরাট-রোহিত কার্যত পারফর্মই করতে পারেননি। রোহিত করেছেন মাত্র ১৩৩ রান। ১৩.৩ গড়। আর বিরাট করেছেন ১৯২ রান। গড় ২১.৩৩। মাত্র একটা করে হাফসেঞ্চুরি করতে পেরেছেন টিমের দুই নির্ভরযোগ্য ক্রিকেটার।

Virat-Rohit: অস্ট্রেলিয়ায় রান না পেলে বিরাট-রোহিতের অবসর নেওয়া উচিত, বিতর্কে ঘি ঢাললেন কোন প্রাক্তন?
Virat-Rohit: অস্ট্রেলিয়ায় রান না পেলে বিরাট-রোহিতের অবসর নেওয়া উচিত, বিতর্কে ঘি ঢাললেন কোন প্রাক্তন?
Image Credit source: X

Follow Us

কলকাতা: ব্যর্থতার নতুন খতিয়ান নিয়ে হইচই চলছে ক্রিকেট মহলে। ধারাবাহিক সাফল্যের বদলে যখন টানা ব্যর্থতা আসে, তখন অনেক কিছুই বদলে যায়। সৌরভ গঙ্গোপাধ্যায় জমানাতে হয়েছে। মহেন্দ্র সিং ধোনি জমানাতেও হয়েছে। এবার একই ছবি দেখা যেতে পারে রোহিত শর্মা যুগেও। নিউজিল্য়ান্ডের কাছে ঘরের মাঠে টেস্ট সিরিজে হেরেছে ভারত। এটুকু বললে পুরোটা হয়তো বোঝানোই যাবে না। তিন টেস্টের সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে ভারত। লজ্জার নয়া রেকর্ড কায়েম করেছেন রোহিত। তার পর থেকে একই কথা বলা হচ্ছে, এ বার কি চার সিনিয়রের বিদায় নেওয়ার পালা? এই চারের বন্ধনীতে রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাডেজা আছেন ঠিকই, কিন্তু যত কথা বিরাট কোহলি, রোহিত শর্মাকে নিয়ে। ভারতের এক প্রাক্তন ক্রিকেটার স্পষ্ট বলে দিচ্ছেন, অস্ট্রেলিয়া সফরে যদি পারফর্ম করতে না পারেন, তা হলে অবসর নিয়ে নেওয়া উচিত রো-কো জুটির।

গত ৫টা টেস্টে বিরাট-রোহিত কার্যত পারফর্মই করতে পারেননি। রোহিত করেছেন মাত্র ১৩৩ রান। ১৩.৩ গড়। আর বিরাট করেছেন ১৯২ রান। গড় ২১.৩৩। মাত্র একটা করে হাফসেঞ্চুরি করতে পেরেছেন টিমের দুই নির্ভরযোগ্য ক্রিকেটার। ভারতীয় টিম রো-কো জুটির উপরেই নির্ভরশীল। দুই সিনিয়র যদি রান করতে না পারেন, তা হলে টিমের উপর চাপ পড়ছে। সেই চাপের মুখে পড়ে পারফর্ম করতে পারছেন না টিমের তরুণ ক্রিকেটাররা। অস্ট্রেলিয়া সফরে যদি পারফর্ম করতে না পারেন বিরাট এবং রোহিত, তা হলে নিজেদেরই উচিত অবসর নিয়ে নেওয়া। কে বলছেন এমন কথা? তাঁর নাম কারসন ঘাউড়ি।

এই খবরটিও পড়ুন

টাইমস অফ ইন্ডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে রো-কো জুটির অবসর প্রসঙ্গে ভারতের প্রাক্তন ক্রিকেটার স্পষ্ট করে বলেছেন, ‘২০০ শতাংশ হ্যাঁ। ওদের বড় স্কোর করতেই হবে। যদি পারফর্ম করতে না পারে, তা হলে টেস্ট ক্রিকেটকে ওদের বিদায় জানাতে হবে। অস্ট্রেলিয়ায় রান পেলে ওদের অবসর নিতে হবে। বিরাট, রোহিত টিমের জন্য অনেক করেছে। কিন্তু টিমের জয়ের জন্য দরকার রান। শুধু তাই নয়, ভবিষ্যতের দিকে তাকিয়ে একটা টিম তৈরি করার সময়ও এসে গিয়েছে। যারা পারফর্ম করছে না, তাদের কতদিন টেনে বেড়ানো হবে?’

Next Article