India vs England 2021: ওভালে আম্পায়ারের সঙ্গে উষ্ণ বাক্য বিনিময় কোহলির
ভারত-ইংল্যান্ড (India vs England) সিরিজের ওভাল টেস্টের (Oval Test) প্রথম দিন (Day 1) আম্পায়ারের (umpire) সঙ্গে ঝামেলায় জড়ালেন ভারত অধিনায়ক বিরাট কোহলি (Virat Kohli)।
ওভাল: ভারত-ইংল্যান্ড (India vs England) সিরিজের ওভাল টেস্টের (Oval Test) প্রথম দিন (Day 1) আম্পায়ারের (umpire) সঙ্গে ঝামেলায় জড়ালেন ভারত অধিনায়ক বিরাট কোহলি (Virat Kohli)। রুটদের (Joe Root) বিরুদ্ধে লাল বলের লড়াই চলাকালীন দুই দলের ক্রিকেটারদের মধ্যে বারবার কথার লড়াইয়ে জড়াতে দেখা গিয়েছে। ফিল্ড আম্পায়াররা তখন এগিয়ে এসে ক্রিকেটারদের বাধা দিয়েছেন। তবে এ বার আম্পায়ারের সঙ্গেই উষ্ণ বাক্য বিনিময় করতে দেখা গেল বিরাটকে। নেপথ্যে কোন কারণ?
ইংল্যান্ডের (England) প্রথম ইনিংস শুরু হওয়ার কিছুক্ষণ পর ওপেনার হাসিব হামিদ (Haseeb Hameed) ক্রিজ থেকে প্রায় ১ ফুট দূরে স্টান্স নিয়েছিলেন। যা দেখে ভারত অধিনায়ক আম্পায়ারকে ব্যাপারটি দেখতে বলেন। তবে আম্পায়ার হাসিবকে সতর্ক করেননি। কিন্তু লিডস টেস্টে (Leed’s Test) এর ঠিক উল্টোটা হয়েছিল ভারতের তরুণ উইকেটকিপার-ব্যাটসম্যান ঋষভ পন্থকে (Rishabh Pant) ক্রিজের বাইরে স্টান্স নেওয়ার জন্য সতর্ক করেন ফিল্ড আম্পায়ার। বদলাতে বলেন পন্থের স্টান্স। পন্থকে লিডসে স্টান্স বদলাতে বললেও হাসিবকে ওভাল টেস্টে কিছু বলেননি আম্পায়ার অ্যালেক্স ওয়ার্ফ এবং রিচার্ড ইলিংওয়ার্থ। কোহলি ঘটনাটি নিয়ে আম্পায়ারদের দৃষ্টি আকর্ষণ করলেও আম্পায়াররা পদক্ষেপ না নেওয়ায় বেজায় বিরক্ত দেখায় তাঁকে।
Could land in trouble for taking guard this close to the danger area ?
Kohli was not impressed, what is your take on this? ⤵️
Tune into #SonyLIV now ? https://t.co/E4Ntw2hJX5 ??#ENGvsINDonSonyLIV #ENGvIND #HaseebHameed #Moment pic.twitter.com/8MBMmqUWKw
— SonyLIV (@SonyLIV) September 2, 2021
যদিও ক্রিজে বেশিক্ষণ থাকতে পারেননি হাসিব। জসপ্রীত বুমরার বলে কোনও রান না করেই প্যাভিলিয়নে ফিরে যান ইংলিশ ওপেনার। ওভাল টেস্টের প্রথম দিনে ১৯১ রানে অল আউট হয়ে যায় টিম ইন্ডিয়া। চতুর্থ টেস্টের প্রথম দিনের শেষে ইংল্যান্ডের স্কোর ৩ উইকেটে ৫৩। ক্রিজে রয়েছেন দাভিদ মালান (২৬*) ও ক্রেইগ ওভার্টন (১*)।