India Tour of South Africa: দ্রাবিড়ের স্পেশাল ক্লাসে মনোযোগী শিষ্য বিরাট

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Dec 19, 2021 | 12:55 PM

প্রথম দিন ফুটভলি খেললেও, দ্বিতীয় দিনেই নেট সেশনে দীর্ঘ সময় কাটালেন কোহলি (Virat Kohli), পূজারা (Cheteshwar Pujara), রাহানেরা (Ajinkya Rahane)। বিশেষ করে বিরাট কোহলি কে নিয়ে দীর্ঘক্ষন ধরে থাকলেন কোচ দ্রাবিড়।

India Tour of South Africa: দ্রাবিড়ের স্পেশাল ক্লাসে মনোযোগী শিষ্য বিরাট
India Tour of South Africa: দ্রাবিড়ের স্পেশাল ক্লাসে মনোযোগী শিষ্য বিরাট

Follow Us

জোহানেসবার্গ: রাহুল দ্রাবিড়ের (Rahul Dravid) স্পেশাল ক্লাসের বিরাট কোহলি (Virat Kohli)। গত দু’বছর ধরে অফ ফর্মে রয়েছেন ভারতের টেস্ট অধিনায়ক। ইডেনে (Eden Gardens) পিঙ্ক টেস্টে (Pink Test) সেঞ্চুরির পর কোনও ফরম্যাটেই আর শতরান করতে পারেননি বিরাট। প্রোটিয়া সফরে রানে ফিরতে কোহলিকে বিশেষ ক্লাস করালেন কোচ দ্রাবিড়।

প্রথম দিন ফুটভলি খেললেও, দ্বিতীয় দিনেই নেট সেশনে দীর্ঘ সময় কাটালেন কোহলি (Virat Kohli), পূজারা (Cheteshwar Pujara), রাহানেরা (Ajinkya Rahane)। বিশেষ করে বিরাট কোহলি কে নিয়ে দীর্ঘক্ষন ধরে থাকলেন কোচ দ্রাবিড়। বিশ্বের অন্যতম সেরা ব্যাটারকে ফর্মে ফেরানোই চ্যালেঞ্জ মিস্টার ডিপেন্ডেবলের। বিরাটের ভুলত্রুটি শুধরে দিলেন দ্রাবিড়। শট বাছাইয়ে যে জায়গায় বারবার ভুল করছেন তিনি, তা স্পেশাল ক্লাসে কোহলিকে শেখালেন ভারতীয় দলের কোচ। আর দ্রাবিড় স্যারের উপদেশ মন দিয়ে শুনলেন বিরাট। শেষবার এই সেঞ্চুরিয়নেই ১৫৩ রানের দুরন্ত ইনিংস উপহার দিয়েছিলেন কোহলি।

সম্প্রতি বিরাট কোহলি ইস্যুতে সরগরম ভারতীয় ক্রিকেট। মাঠের বাইরে এক ‘অন্যরকম’ বিতর্কে জড়িয়ে পড়েছেন ভারতের টেস্ট অধিনায়ক। বোর্ড (BCCI) বনাম কোহলি (Virat Kohli) ইস্যু এখনও দেশের ক্রিকেটের আলোচ্য বিষয়। সেই বিতর্ক দূরে ঠেলে দঃ আফ্রিকা (South Africa) সফর থেকেই ঘুরে দাঁড়ানোর লড়াই বিরাটের।

আরও পড়ুন: India Tour of South Africa: দক্ষিণ আফ্রিকায় প্রথম টেস্ট সিরিজ জেতার ব্যাপারে আত্মবিশ্বাসী পূজারা

Next Article
India Tour of South Africa: দক্ষিণ আফ্রিকায় প্রথম টেস্ট সিরিজ জেতার ব্যাপারে আত্মবিশ্বাসী পূজারা
IPL 2022: জানুয়ারির তৃতীয় সপ্তাহের আগে মেগা নিলাম হচ্ছে না