আমেদাবাদ: ২২ গজ দাপিয়ে বেড়ানো ক্রিকেটাররা বা আমজনতা, সকলের মনজুড়ে রয়েছে দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুন (Allu Arjun) অভিনীত সিনেমা ‘পুষ্পা’ (Pushpa)। রবীন্দ্র জাডেজা, রবিচন্দ্রন অশ্বিনরা তো পুষ্পা ট্রেন্ডে গা ভাসিয়েছিলেনই। এই দৌড়ে পিছিয়ে ছিলেন না ডেভিড ওয়ার্নার, ডোয়েন ব্র্যাভোরা। এ বার আল্লু অর্জুনের হুক স্টেপ করলেন ভারতের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি (Virat Kohli)। আমেদাবাদে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় একদিনের ম্যাচে পুরানদের ইনিংস চলাকালীন মাঠের মধ্যে হঠাৎ পুষ্পা সিনেমার শ্রীবল্লি গানে, আল্লু অর্জুনের হুক স্টেপের মতো শরীর দোলাতে দেখা যায় কোহলিকে।
#PushpaRaj
Srivalli ?@imVkohli ? ?
Thaggedhe Le #ViratKohli ? pic.twitter.com/t7JkYIS87V— Jeevan (@Jeevan38034726) February 9, 2022
সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল হয়েছে সেই ভিডিও। অধিনায়কের দায়িত্ব থেকে মুক্ত বিরাটকে খোলামনে মাঠে দেখা গেলেও, তাঁর ব্যাট থেকে বড় রানের দেখা মেলেনি। আমেদাবাদে চলা তিন ম্যাচের সিরিজে কোহলি চূড়ান্ত ব্যর্থ হয়েছেন। তিন ম্যাচ মিলিয়েও বিরাটের ব্যাট থেতে নেই ৫০ রানও। প্রথম ম্যাচে ৮ রান করেছিলেন। দ্বিতীয় ম্যাচে ১৮। তবে তৃতীয় ম্যাচে শূন্যে আউট হয়েছেন তিনি। কোহলি ছন্দে না থাকলেও, দ্বিতীয় ম্যাচ জেতার পরই সিরিজ পকেটে পুরে ফেলেছিল ভারত। আজ আমদাবাদে চলছে একদিনের সিরিজের শেষ ম্যাচ। আজ জিতলেই ক্যারিবিয়ানদের হোয়াইটওয়াশ করবে মেন ইন ব্লু।
তৃতীয় ম্যাচে টসে জিতে শুরুতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন রোহিত শর্মা। নির্ধারিত ৫০ ওভারে ২৬৫ রান তোলে টিম ইন্ডিয়া। রোহিত, বিরাট, শিখররা আজ ব্যর্থ হলেও ব্যাট হাতে ৮০ রানের ঝকঝকে ইনিংস খেলে গেলেন শ্রেয়স আইয়ার। তাঁকে সঙ্গ দিলেন ঋষভ পন্থ (৫৬), ওয়াশিংটন সুন্দররা (৩৩)। ব্যাট হাতে গুরুত্বপূর্ণ ৩৮ রান এসেছে দীপক চাহারের থেকেও। ক্যারিবিয়ানদের হয়ে ৪টি উইকেট নিয়েছেন জেসন হোল্ডার। বিনিময়ে দিয়েছেন ৩৪ রান। ২টি করে উইকেট পেয়েছেন আলজারি জোসেফ ও হেইডেন ওয়ালশ। ১টি করে উইকেট পেয়েছেন ওডেন স্মিথ ও ফ্যাবিয়ান অ্যালেন।
আরও পড়ুন: Yuzvendra Chahal: এ বার আল্লু অর্জুনের ‘পুষ্পা’-তে মজলেন যুজবেন্দ্র চাহাল
বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা
আমেদাবাদ: ২২ গজ দাপিয়ে বেড়ানো ক্রিকেটাররা বা আমজনতা, সকলের মনজুড়ে রয়েছে দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুন (Allu Arjun) অভিনীত সিনেমা ‘পুষ্পা’ (Pushpa)। রবীন্দ্র জাডেজা, রবিচন্দ্রন অশ্বিনরা তো পুষ্পা ট্রেন্ডে গা ভাসিয়েছিলেনই। এই দৌড়ে পিছিয়ে ছিলেন না ডেভিড ওয়ার্নার, ডোয়েন ব্র্যাভোরা। এ বার আল্লু অর্জুনের হুক স্টেপ করলেন ভারতের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি (Virat Kohli)। আমেদাবাদে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় একদিনের ম্যাচে পুরানদের ইনিংস চলাকালীন মাঠের মধ্যে হঠাৎ পুষ্পা সিনেমার শ্রীবল্লি গানে, আল্লু অর্জুনের হুক স্টেপের মতো শরীর দোলাতে দেখা যায় কোহলিকে।
#PushpaRaj
Srivalli ?@imVkohli ? ?
Thaggedhe Le #ViratKohli ? pic.twitter.com/t7JkYIS87V— Jeevan (@Jeevan38034726) February 9, 2022
সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল হয়েছে সেই ভিডিও। অধিনায়কের দায়িত্ব থেকে মুক্ত বিরাটকে খোলামনে মাঠে দেখা গেলেও, তাঁর ব্যাট থেকে বড় রানের দেখা মেলেনি। আমেদাবাদে চলা তিন ম্যাচের সিরিজে কোহলি চূড়ান্ত ব্যর্থ হয়েছেন। তিন ম্যাচ মিলিয়েও বিরাটের ব্যাট থেতে নেই ৫০ রানও। প্রথম ম্যাচে ৮ রান করেছিলেন। দ্বিতীয় ম্যাচে ১৮। তবে তৃতীয় ম্যাচে শূন্যে আউট হয়েছেন তিনি। কোহলি ছন্দে না থাকলেও, দ্বিতীয় ম্যাচ জেতার পরই সিরিজ পকেটে পুরে ফেলেছিল ভারত। আজ আমদাবাদে চলছে একদিনের সিরিজের শেষ ম্যাচ। আজ জিতলেই ক্যারিবিয়ানদের হোয়াইটওয়াশ করবে মেন ইন ব্লু।
তৃতীয় ম্যাচে টসে জিতে শুরুতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন রোহিত শর্মা। নির্ধারিত ৫০ ওভারে ২৬৫ রান তোলে টিম ইন্ডিয়া। রোহিত, বিরাট, শিখররা আজ ব্যর্থ হলেও ব্যাট হাতে ৮০ রানের ঝকঝকে ইনিংস খেলে গেলেন শ্রেয়স আইয়ার। তাঁকে সঙ্গ দিলেন ঋষভ পন্থ (৫৬), ওয়াশিংটন সুন্দররা (৩৩)। ব্যাট হাতে গুরুত্বপূর্ণ ৩৮ রান এসেছে দীপক চাহারের থেকেও। ক্যারিবিয়ানদের হয়ে ৪টি উইকেট নিয়েছেন জেসন হোল্ডার। বিনিময়ে দিয়েছেন ৩৪ রান। ২টি করে উইকেট পেয়েছেন আলজারি জোসেফ ও হেইডেন ওয়ালশ। ১টি করে উইকেট পেয়েছেন ওডেন স্মিথ ও ফ্যাবিয়ান অ্যালেন।
আরও পড়ুন: Yuzvendra Chahal: এ বার আল্লু অর্জুনের ‘পুষ্পা’-তে মজলেন যুজবেন্দ্র চাহাল
বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা