Virat Kohli : করমণ্ডল ট্রেন দুর্ঘটনায় ৩০ কোটির অনুদান কোহলির? কতটা সত্য এই খবর
Coromandel Express Accident : বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের জন্য বর্তমানে লন্ডনে রয়েছেন বিরাট কোহলি। সেখান থেকে ওড়িশার ট্রেন দুর্ঘটনার খবর জানতে পেরে টুইট করে সমবেদনা জানিয়েছিলেন বিরাট।

নয়াদিল্লি: গন্তব্যে পৌঁছনোর আগেই এক লহমায় সব শেষ। ২ জুন শুক্রবার হাওড়া-চেন্নাই করমণ্ডল এক্সপ্রেসের (Coromandel Train Accident) ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটেছে। বাহানাগা স্টেশনের চারিদিকে এখনও রয়েছে রক্তের দাগ। করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনায় বীভৎস সকল ছবি গোটা দেশকে নাড়া দিয়েছে। এদিক ওদিক শয়ে শয়ে লাশের স্তুপ সকলকে স্তম্ভিত করে দিয়েছে। এই ভয়ঙ্কর ট্রেন দুর্ঘটনায় ২৭৫ জনের দেহ উদ্ধার হয়েছে। ওড়িশার দুর্ঘটনার পর টুইট করে ভারতের বর্তমান থেকে প্রাক্তন ক্রিকেটাররা সমবেদনা জানিয়েছিলেন। অন্য পথে হেঁটেছিলেন ভারতীয় কিংবদন্তি বীরেন্দ্র সেওয়াগ। ওই দুর্ঘটনায় অভিভাবকহীন ছেলেমেয়েদের সুন্দর ভবিষ্যৎ গড়ে দেওয়ার জন্য তিনি দায়িত্ব নিয়েছেন। এ খবর তিনি নিজেই টুইট করে জানিয়েছিলেন। সম্প্রতি জানা গিয়েছে, করমণ্ডল দুর্ঘটনার জন্য ত্রাণ তহবিলে ৩০ কোটি টাকা অনুদান দিয়েছেন বিরাট কোহলি (Virat Kohli)। এই খবর কি আদৌ সত্য? বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের জন্য বর্তমানে লন্ডনে রয়েছেন বিরাট কোহলি। সেখান থেকে ওড়িশার ট্রেন দুর্ঘটনার খবর জানতে পেরে টুইট করে সমবেদনা জানিয়েছিলেন বিরাট। তবে তিনি যে করমণ্ডল দুর্ঘটনার জন্য ত্রাণ তহবিলে ৩০ কোটি টাকা অনুদান দিয়েছেন তা জানাননি। সদ্য ইন্সটাগ্রামে এই সংক্রান্ত ছবি ভাইরাল হয়েছে।
বিরাট কোহলি কি সত্যিই করমণ্ডল দুর্ঘটনার জন্য ৩০ কোটি টাকা দান করেছেন?
সোশ্যাল মিডিয়ায় একাধিক ভুয়ো খবর ছড়ায়। তেমনই একটি এই করমণ্ডল দুর্ঘটনার জন্য বিরাটের ৩০ কোটি টাকা অনুদান দেওয়ার খবর। বিরাট এই সংক্রান্ত কোনও টুইট করেননি। বা এই সংক্রান্ত তাঁর কোনও অফিসিয়াল বিবৃতিও প্রকাশ্যে আসেনি।

বিরাট কোহলি করমণ্ডল দুর্ঘটনার জন্য ৩০ কোটি টাকা দান করেছেন দাবি করে ইন্সটাগ্রাম পোস্ট। (ছবি- the.cricket_network এর একটি পোস্টের স্ক্রিনশট)
শুধু বিরাট নন, ধোনিকে নিয়েও নেটদুনিয়ায় গুঞ্জন ছড়িয়েছে
দিল্লির যন্তর মন্তরে কুস্তিগিরদের আন্দোলন চলছিল। সেখান থেকে বর্তমানে একে একে কুস্তিগিররা সরে দাঁড়াচ্ছেন। এর মধ্যে সোশ্যাল মিডিয়ায় খবর রটেছে যে মহেন্দ্র সিং ধোনি মহিলা কুস্তিগিরদের সঙ্গে এই নিয়ে কথা বলছেন। আদতে মাহি এই নিয়ে কোনও মন্তব্য করেননি। এই খবরটিও ভুয়ো বলে প্রমাণিত হয়েছে।
