
কলকাতা: সদ্য টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছেন ভারতের স্টার ব্যাটার বিরাট কোহলি। টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেই এই ফরম্যাটে দেশের জার্সিকে বিদায় জানিয়েছিলেন। এখনও অবধি যা খবর, ওয়ান ডে ক্রিকেটে ভারতের হয়ে খেলা চালিয়ে যাবেন। সঙ্গে আইপিএল রয়েছে। তিন ফরম্যাটেই বিশ্বের অন্যতম সেরা ব্যাটার কিং কোহলি। তবে আন্তর্জাতিক ক্রিকেট থেকে তাঁর আয় কত হয় এই নিয়ে অনেকেরই মনে কৌতূহল থাকে। কারণ, তিনি যে মানের ব্যাটার আয়ও নিশ্চই অনেকটাই বেশি হবে। দেশের জার্সিতে এখন শুধুমাত্র এক ফরম্যাটেই খেলবেন বিরাট। ফলে কত টাকা উপার্জন করতে পারবেন কিং কোহলি?
ভারতের পরবর্তী ওয়ান ডে সিরিজ অগস্টে। বাংলাদেশে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ রয়েছে ভারতের। আশা করা হচ্ছে এই সিরিজ থেকেই ওডিআই-তে ফের একসঙ্গে দেখা যাবে বিরাট-রোহিতদের। ২০২৭ সালে ওডিআই ক্রিকেট বিশ্বকাপ। তত দিন অবধি বিরাট খেলবেন বলেই আশা করা হচ্ছে। ভারতীয় ক্রিকেটে সব থেকে ধনী প্লেয়ারদের মধ্যে একজন বিরাট। ভারতীয় দলের বাকি খেলোয়াড় দের তুলনায় অনেকটাই বেশি আয় করেন তিনি। সেটা ব্র্যান্ড এনডোর্সমেন্ট, বোর্ডের চুক্তি এসব থেকে। শুধুমাত্র ওডিআইতে দেশের জার্সিতে খেলে আয় কত পারেন, তার একটা হিসেব করা যাক।
আগামী ওয়ান ডে বিশ্বকাপের আগে টিম ইন্ডিয়ার ৯টি ওডিআই সিরিজ রয়েছে। যার মধ্যে মোট ২৭টি ম্যাচ থাকছে। যদি সূচিতে কোনও পরিবর্তন না আসে তা হলে ৯টি ওয়ান ডে সিরিজে ভারতীয় দলের অভিযান শুরু হবে অগস্টে বাংলাদেশের বিরুদ্ধে। ওয়ানডে বিশ্বকাপের আগে ভারতের শেষ ওডিআই সিরিজ ২০২৬ সালের ডিসেম্বরে। বিরাট কোহলি কতগুলি ম্যাচ খেলবেন তার উপর নির্ভর করবে উপার্জনের অর্থমূল্য।
বর্তমানে ভারতীয় দলের ক্রিকেটাররা প্রতিটি ওয়ান ডে ম্যাচ পিছু ৬ লক্ষ টাকা ম্যাচ ফি পান। এখন যদি বিরাট কোহলি ৯টি সিরিজে এবং সব ম্যাচে খেলেন, তার মানে ৬ লক্ষ টাকার ম্যাচ ফি হিসেবে তিনি সর্বাধিক ১.৬২ কোটি টাকা আয় করতে পারবেন। এর পাশাপাশি বিরাট কোহলি যদি ভালো পারফর্ম করেন, এবম ম্যাচ কিংবা সিরিজ সেরার পুরস্কার জেতেন, সেই পুরস্কার মূল্য ধরলে উপার্জনও বাড়বে।