Virat Kohli: বোর্ডের ‘বিরাট’ জরিমানার আসল সত্য ফাঁস, এক পয়সাও দিতে হবে না কোহলিকে!
IPL 2023 : যদি ভাবছেন, গম্ভীর-নবীনের সঙ্গে ঝামেলায় জড়িয়ে এতো বড় অঙ্কের জরিমানা হয়ে উচিত শাস্তি পেয়েছেন বিরাট। তাহলে খুব ভুল করবেন।

কলকাতা: ‘জেন্টেলম্যান’ গেমের ভদ্রলোকেরা আর ভদ্র থাকেননি। আইপিএল (IPL 2023) ম্যাচকে পাড়ার ক্রিকেটের পর্যায় নামিয়ে এনেছিলেন বিরাট কোহলি, গৌতম গম্ভীর, নবীন উল হকরা। গালাগালি থেকে জুতো দেখানো, হাত মেলাতে গিয়ে ঠেলাঠেলি, একে অপরের দিকে তেড়ে যাওয়া আর মুখের ‘বাণী’ তো রয়েছেই। লখনউ সুপার জায়ান্টস বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স ম্যাচের ২৪ ঘণ্টা হয়ে গিয়েছে। তাও যেন ম্যাচের রেশ কমছে না। ঘটনার পরপরই বিরাট-গম্ভীর-নবীন তিনজনকেই ‘শাস্তি’ দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। ক্ষতি সবচেয়ে বেশি কোহলির (Virat Kohli)। আরসিবি তারকার ম্যাচ ফি-র ১০০ শতাংশ কাটা গিয়েছে। তাঁর জরিমানার পরিমাণ ১.০৭ কোটি টাকা! অনেকেই ভাবছেন, গম্ভীর-নবীনের সঙ্গে ঝামেলায় জড়িয়ে এতো বড় অঙ্কের জরিমানা হয়ে উচিত শাস্তি পেয়েছেন বিরাট। কিন্তু আসল বিষয়টা অন্য। বোর্ড যতই জরিমানার কথা ঘোষণা করুক, বিরাটকে এই বড়সড় অর্থের কানাকড়িও দিতে হবে না। কীভাবে? জেনে নিন TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।
আইপিএলের কোড অফ কন্ডাক্ট লঙ্ঘন করার জন্য বিরাট কোহলি ও গৌতম গম্ভীরের ম্যাচ ফি-র ১০০ শতাংশ জরিমানা করা হয়েছে। পাশাপাশি আফগান ক্রিকেটার নবীন উল হকের ম্যাচ ফি-র ৫০ শতাংশ জরিমানা হয়েছে। আইপিলের তরফে এক বিবৃতিতে জানানো হয়, ‘আইপিএলের কোড অব কন্ডাক্টের ধারা ২.২১ এর অধীনে লেভেল ২ অপরাধ স্বীকার করে নিয়েছেন গৌতম গম্ভীর ও বিরাট কোহলি।’ ম্যাচ শেষে হাত মেলানোর সময় বিরাটের সঙ্গে বিতর্কে জড়িয়ে যান নবীন উল হক। দু’জনের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময়ও হয়। আইপিএলের আচরণবিধি লঙ্ঘন করার জন্য নবীনেরও জরিমানা হয়েছে। তিন জনের মধ্যে বিরাটের জরিমানার অর্থ সবচেয়ে বেশি।
বিরাট কোহলি এখন আর রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের অধিনায়ক নন। ফাফ ডুপ্লেসির চোটের কারণে কয়েকটা ম্যাচে নেতৃত্ব দিয়েছেন মাত্র। ২০২৩ আইপিএলে শুধুমাত্র ব্যাটার হিসেবে খেলছেন বিরাট কোহলি। তবুও আইপিএলের অন্যতম দামি ক্রিকেটার তিনি। বিরাটকে ১৫ কোটি টাকা দিয়ে রিটেন করেছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। সোমবারের ম্যাচে বিরাটের ১.০৭ কোটি টাকার জরিমানা হয়েছে। অর্থাৎ জরিমানার টাকা বাবদ ১ কোটি ৭ লাখ টাকা বাদ দিয়ে বাকি টাকা পাওয়ার কথা বিরাটের। হিসেব অন্তত সেটাই বলছে। যদি ভাবছেন গম্ভীর-নবীনের সঙ্গে ঝামেলায় জড়িয়ে বিরাটের বড় ক্ষতি হয়ে গিয়েছে, তাহলে ভুল করছেন। কারণ এই জরিমানা বাবদ বিরাটের অ্যাকাউন্ট থেকে একটি পয়সাও কাটা যাবে না। বোর্ডকে জরিমানার পুরো টাকাটাই দেবে বিরাটের ফ্র্যাঞ্চাইজি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। অর্থাৎ, ক্রিকেটাররা ভুল করলে ফ্র্যাঞ্চাইজিগুলির পকেটে টান পড়বে।





