Virat Kohli: ‘বিরাট’ অপেক্ষার অবসান, কাটল কোহলির টেস্ট সেঞ্চুরির খরা
IND vs AUS, BGT 2023: আমেদাবাদে চলতি বর্ডার-গাভাসকর ট্রফির চতুর্থ টেস্টের চতুর্থ দিন দুরন্ত সেঞ্চুরি হাঁকালেন বিরাট কোহলি। এটি ভিকের কেরিয়ারের ২৮তম শতরান।
আমেদাবাদ: কথায় বলে ‘সবর কা ফল মিঠা হোতা হ্যায়’, এই যে ‘সবর’ অর্থাৎ প্রতীক্ষা বিরাট কোহলির (Virat Kohli) জন্য যে এতটা দীর্ঘ হবে, তা তিনি নিজেও হয়তো কল্পনা করেননি। অবশেষে দীর্ঘ অপেক্ষার অবসান হল। কোহলির ব্যাটে কাটল টেস্ট সেঞ্চুরির খরা। ২০১৯ সালের নভেম্বরে বাংলাদেশের বিরুদ্ধে শেষ বার টেস্ট সেঞ্চুরি করেছিলেন বিরাট কোহলি। তারপর কেটে গিয়েছে ৩ বছর তিন মাস ১৯ দিন। বিরাট এরপর অনেক টেস্ট ম্যাচে খেলেছেন। কিন্তু তিন অঙ্কের রানে পৌঁছতে পারছিলেন না। অবশেষে কিং কোহলির ব্যাটে এল বহু প্রতীক্ষিত শতরান। আমেদাবাদের গ্যালারি উত্তাল হল বিরাট…. বিরাট… স্লোগানে। ক্রিকেট প্রেমীরা সাক্ষী রইলেন বিরাটের ঝকঝকে শতরানের। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বর্ডার-গাভাসকর ট্রফির (Border-Gavaskar Trophy) চতুর্থ টেস্টে এল বিরাটের কেরিয়ারের ২৮তম টেস্ট সেঞ্চুরি। বিস্তারিত জেনে নিন TV9Bangla-র এই প্রতিবেদনে।
দেশের মাটিতে কেরিয়ারের ৫০তম টেস্ট ম্যাচে খেলছেন বিরাট। আর সেই বিশেষ ম্যাচে কেরিয়ারের ৭৫তম সেঞ্চুরি করলেন বিরাট। আমেদাবাদ টেস্টের তৃতীয় দিন ৫৯ রানের অপরাজিত ইনিংস খেলে একটি রেকর্ড গড়েছিলেন ভিকে। দেশের মাটিতে টেস্ট ক্রিকেটে ৪ হাজার রান করার রেকর্ড গড়েছিলেন। এ বার চতুর্থ দিন কোহলির ব্যাটে এল ঝকঝকে শতরান।
The Man. The Celebration.
Take a bow, @imVkohli ??#INDvAUS #TeamIndia pic.twitter.com/QrL8qbj6s9
— BCCI (@BCCI) March 12, 2023
ইডেন গার্ডেন্সে বাংলাদেশের বিরুদ্ধে ২০১৯ সালের ২৩ নভেম্বর শেষ বার গোলাপি বল টেস্টে সেঞ্চুরি করেছিলেন বিরাট। তারপর তিনি ২৩টি টেস্ট ম্যাচে খেলেছেন। কিন্তু সাদা জার্সিতে কোহলির ব্যাটে আসেনি শতরান। অবশেষে এল সেই মাহেন্দ্রক্ষণ। আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে কাটল কোহলির সেঞ্চুরির খরা।
??? ??? ???? ????? ?⚡️#INDvAUS #TeamIndia pic.twitter.com/UXGl32n3WL
— BCCI (@BCCI) March 12, 2023
১২০৫ দিন পর টেস্টে সেঞ্চুরি করলেন রানমেশিন কোহলি। কিন্তু তাঁর শতরানের সেলিব্রেশনে ছিল না বিশেষ উল্লাস। শতরান করার পর কোহলির মুখে শান্ত, স্নিগ্ধ হাসি দেখা যায়। একটা দীর্ঘ প্রতীক্ষার অবসান হওয়ার পর যেন স্বস্তির শ্বাস ফেললেন কোহলি। এরপর বিরাট নিজের এনগেজমেন্ট রিংয়ে চুমু খান। উল্লেখ্য, ২৪১ বলে শতরান পূর্ণ করেন বিরাট। আমেদাবাদ টেস্টে এই নিয়ে চারদিন চারটি সেঞ্চুরি এল। চতুর্থ টেস্টের প্রথম দিন সেঞ্চুরি করেছিলেন উসমান খোয়াজা, দ্বিতীয় দিন শতরান আসে ক্যামেরন গ্রিনের ব্যাটে। এরপর তৃতীয় দিন সেঞ্চুরি করেন ভারতীয় ওপেনার শুভমন গিল। আর আজ, রবিবার চতুর্থ দিন শতরান করলেন ভিকে।