AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Virat Kohli: আরসিবি বনাম পঞ্জাব ‘বিরাট’ ফাইনাল! তারিখও যেন তাই বলছে…

IPL 2025 Final, Royal Challengers Bengaluru: রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর পরিচয় বিরাট কোহলির টিম হিসেবেও। তিনি কাগজে কলমে আর ক্যাপ্টেন নন, লিডার-অবশ্যই। সব অঙ্কই যেন চাইছে, এ বার ট্রফি উঠুক বিরাট কোহলির হাতেই।

Virat Kohli: আরসিবি বনাম পঞ্জাব 'বিরাট' ফাইনাল! তারিখও যেন তাই বলছে...
Image Credit: PTI
| Updated on: Jun 03, 2025 | 2:09 PM
Share

কত সেকেন্ড, কত মিনিট, কত দিন? এ বড় জটিল অঙ্ক। সহজ অঙ্ক, দীর্ঘ ১৭ বছর। একটাই অপেক্ষা, প্রাপ্তির ঝুলিতে একটা আইপিএল ট্রফি। আইপিএলের প্রথম সংস্করণ থেকে খেলছেন বিরাট কোহলি। তাও আবার একটাই টিমের হয়ে। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর পরিচয় বিরাট কোহলির টিম হিসেবেও। তিনি কাগজে কলমে আর ক্যাপ্টেন নন, লিডার-অবশ্যই। সব অঙ্কই যেন চাইছে, এ বার ট্রফি উঠুক বিরাট কোহলির হাতেই।

আইপিএলের ১৮তম সংস্করণ, জার্সি নম্বর ১৮। বিরাট কোহলির জন্য কাকতলীয়। সমর্থকদের কাছে, এ শুধু হঠাৎ মিলে যাওয়া দুটো সংখ্যা নয়। আরও একটা সংখ্যা কিন্তু সমর্থকদের নজরে এসেছে। প্রাথমিক সূচি অনুযায়ী আইপিএল ফাইনাল হওয়ার কথা ছিল ২৫ মে। পরিবর্তিত সূচিতে আজ আইপিএল ফাইনাল। তারিখ? ৩ জুন। সমর্থকরা যে হিসেব বের করেছেন, সেটা একটু মিলিয়ে দেখা যাক। ৩ জুন, এ থেকে বোঝা কঠিন। একটি হিসেব করা যাক। ৩ জুন অর্থাৎ পুরোটা যদি সংখ্যায় দেখা যায়? 03-06-2025। এগুলি যোগ করলে কত হচ্ছে? ঠিক বুঝেছেন। এখানেও যোগফল ১৮-ই হচ্ছে। এটাও কাকতলীয়। কিন্তু সমর্থকদের জন্য এগুলোই আশা। এসব না হয় বিশ্বাস। বরং, একটু বাস্তবে ফেরা যাক।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ইতিহাসে সবচেয়ে বেশি রান বিরাট কোহলির। সবচেয়ে বেশি সেঞ্চুরি, সেটাও বিরাট কোহলির। সবচেয়ে বেশি হাফসেঞ্চুরি। এখানেও কোহলি। কিন্তু ট্রফি, শূন্য। কেরিয়ারে ওয়ান ডে বিশ্বকাপ, টি-টোয়েন্টি বিশ্বকাপ, দু-বার চ্যাম্পিয়ন্স ট্রফি। এ তো গেল স্রেফ আইসিসি ট্রফির হিসেব। দ্বিপাক্ষিক সিরিজ ভুলে যান। এত প্রাপ্তির মধ্যেও বার বার খোঁচা দেয়, আইপিএলে ট্রফি না থাকাটা।

কিন্তু ট্রফি জেতার জন্য অঙ্ক যথেষ্ট নয়। প্রয়োজন ম্যাচে ভালো পারফরম্যান্স। শুধু বিরাট কোহলি নয়, পুরো টিমের। সেই ২০১০ সালের দক্ষিণ আফ্রিকায় হওয়া ফুটবল বিশ্বকাপের কথা মনে পড়ে? শাকিরার সেই জনপ্রিয় গান। দিস টাইম ফর আফ্রিকা…। আরসিবি শিবিরেও যেন অলিখিত স্লোগান, দিস টাইম ফর বিরাট কোহলি। ক্যাপ্টেন রজত পাতিদার, কিপার-ব্যাটার জীতেশ শর্মার মতো সকলেই চাইছেন, বিরাট কোহলির জন্য ট্রফি জিততে। বিরাটের প্রতি সম্মান, সমর্থকদের ভালোবাসার প্রতি দায়বদ্ধতা। আরসিবি শিবিরকে তাতানোর জন্য এই দুটি কারণই যথেষ্ঠ।

দেশের জার্সিতে টি-টোয়েন্টি ফরম্যাটকে আগেই বিদায় জানিয়েছিলেন। আইপিএলের মাঝে টেস্ট ক্রিকেট থেকেও অবসর নিয়েছেন বিরাট কোহলি। তাঁকে শ্রদ্ধা জানাতে আরসিবির হোম ম্যাচে সমর্থকরা বিরাটের নাম লেখা টেস্ট জার্সিতে গ্যালারি ভরিয়েছিলেন। কিন্তু ওই যে সেই প্রচলিত কথা, ঠোঁট আর কাপের দূরত্ব। যতক্ষণ না সেই দূরত্ব মিটছে, স্বস্তি নেই।