Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Virat Kohli: ‘বিরাটহীন’ ভাবনায় বিশ্বকাপের পথে হাঁটবে ভারত? জল্পনা তুঙ্গে

Virat Kohli in T20 World Cup 2024: বিরাটের টি-২০ কেরিয়ার কি শেষ? বিভিন্ন মহলে এখন একটাই গুঞ্জন। জল্পনার সূত্রপাত রোহিত শর্মা, রাহুল দ্রাবিড়দের সঙ্গে বোর্ডকর্তা ও নির্বাচকদের বৈঠকে। সূত্রের খবর, এই বৈঠকেই নাকি বিরাটের টি-২০ কেরিয়ার নিয়ে আলোচনা করা হয়েছে। বিরাটের পরিবর্তে তিন নম্বরে ঈশান কিষাণের কথা ভাবছে বোর্ড। ভবিষ্যতের দিকে তাকিয়ে এমন সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। শোনা যাচ্ছে, আগামী কিছু দিনের মধ্যে কোহলির সঙ্গে মুখোমুখি বসবে বোর্ড। সদ্য শেষ হওয়া ভারত-অস্ট্রেলিয়া টি-২০ সিরিজে খেলেননি বিরাট। সূর্যকুমার যাদবের নেতৃত্বে এই সিরিজ জিতে ভারতীয় শিবিরে খানিক স্বস্তি ফিরেছে।

Virat Kohli: 'বিরাটহীন' ভাবনায় বিশ্বকাপের পথে হাঁটবে ভারত? জল্পনা তুঙ্গে
বিরাট কোহলিImage Credit source: ছবি: X
Follow Us:
| Edited By: | Updated on: Dec 07, 2023 | 6:34 PM

নয়াদিল্লি: ক্রিকেটমহলে কান পাতলেই শোনা যাচ্ছে নতুন গুঞ্জন। আগামী টি-২০ বিশ্বকাপে নাকি খেলবেন না বিরাট কোহলি। এই খবর অবাক করছে অনেককেই। শেষ ওডিআই বিশ্বকাপে স্বপ্নের ফর্মে ছিলেন কিং কোহলি। এই বিশ্বকাপেই মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকরকে ছাপিয়ে গিয়েছেন। ৫০তম সেঞ্চুরি করে ফেলেছেন ওয়ান ডে ক্রিকেটে। সেই সঙ্গে উপহার দিয়েছেন দুরন্ত সব ইনিংস। সেই বিরাটকে ছাড়াই পরবর্তী মহাযুদ্ধের দল সাজাচ্ছে ভারত? শোনা যাচ্ছে বিরাটের পরিবর্তে তিন নম্বরে ঈশান কিষাণের নাম রয়েছে বোর্ডের মাথায়। কিন্তু এই মুহূর্তে ভারতীয় দলে কি সত্যি বিরাটের পরিপূরক কেউ আছেন? প্রশ্ন কিন্তু থাকছে। তা হলে কেন এই পথে হাঁটার সিদ্ধান্ত নিচ্ছে বোর্ড? ১৬ বছর আগে নেওয়া এক সিদ্ধান্তকে গুরুত্ব দিতে চাইছে বোর্ড? কী সেই সিদ্ধান্ত? বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।

বিরাটের টি-২০ কেরিয়ার কি শেষ? বিভিন্ন মহলে এখন একটাই গুঞ্জন। জল্পনার সূত্রপাত রোহিত শর্মা, রাহুল দ্রাবিড়দের সঙ্গে বোর্ডকর্তা ও নির্বাচকদের বৈঠকে। সূত্রের খবর, এই বৈঠকেই নাকি বিরাটের টি-২০ কেরিয়ার নিয়ে আলোচনা করা হয়েছে। বিরাটের পরিবর্তে তিন নম্বরে ঈশান কিষাণের কথা ভাবছে বোর্ড। ভবিষ্যতের দিকে তাকিয়ে এমন সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। শোনা যাচ্ছে, আগামী কিছু দিনের মধ্যে কোহলির সঙ্গে মুখোমুখি বসবে বোর্ড। সদ্য শেষ হওয়া ভারত-অস্ট্রেলিয়া টি-২০ সিরিজে খেলেননি বিরাট। সূর্যকুমার যাদবের নেতৃত্বে এই সিরিজ জিতে ভারতীয় শিবিরে খানিক স্বস্তি ফিরেছে। এ বার ভারতের লক্ষ্য ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকাকে হারানো। সেখানে তিন ফরম্যাটে সিরিজ রয়েছে। দক্ষিণ আফ্রিকায় শুধুমাত্র টেস্ট দলে রাখা হয়েছে কোহলিকে। টেস্ট এবং ওডিআইতে খেলবেন না তিনি। ধরে নেওয়া হয়েছিল, বিশ্বকাপের পর তাঁকে বিশ্রাম দিয়েছে বোর্ড। কিন্তু বিশ্বকাপের মতো মঞ্চে দলের সেরাকে ছাড়া লড়াই করার সিদ্ধান্ত কী ভাবে নিচ্ছে বোর্ড? তবে কি সত্যিই টি-২০ থেকে মুখ ফেরাচ্ছেন বিরাট?

ক্রিকেটমহলে ঘোরাফেরা করছে আরও একটি বিষয়। ২০০৭ সালে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছিল ভারত। সে বার তরুণতুর্কীদের কাঁধে ভর দিয়েই বিশ্বকাপ আসে দেশে। ফের ২০১১ বিশ্বকাপেও দেশের জার্সিতে ফুল ফুটিয়েছিলেন সুরেশ রায়না, যুবরাজ সিংয়ের মতো তরুণরা। তবে কি এ বার আন্তর্জাতিক ট্রফির খরা কাটাতে ইয়ংস্টারদের দিকেই ঝুঁকছে বোর্ড? এই সম্ভাবনাও কিন্তু একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তাই বলে বাদ পড়বেন বিরাট? আসলে ভারতীয় ক্রিকেটে বিরাট কোহলি একটা নাম। যাঁকে ঘিরে রয়েছে যাবতীয় আলো। বিরাটকে কেন্দ্র করেই খেলেন বাকিরা। ওডিআই বিশ্বকাপেও সেই ছবিটাই ধরা পড়েছে। ক্রিজে টিকে থেকে সতীর্থদের ভরসা জুগিয়েছেন বিরাট। কখনও আবার তাঁকে অঘোষিত অধিনায়কের ভূমিকাতেও দেখা গিয়েছে। বিরাটের সিদ্ধান্তে না বলতে দেখা যায়নি ভারতীয় অধিনায়ক রোহিত শর্মাকে। সেই বিরাট ছাড়া বিশ্বমঞ্চে ভারতের লড়াই টা কি সহজ হবে? আশঙ্কা কিন্তু থাকছেই।