Virat Kohli vs Babar Azam: বিরাট নাকি বাবর, রাওয়ালপিন্ডি এক্সপ্রেসের চোখে সেরা কে?

সম্প্রতি ভারতের প্রাক্তন তারকা ক্রিকেটার হরভজন সিংয়ের সঙ্গে পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের দেখা হয়েছিল। সেখানেই ভাজ্জি রাওয়ালপিন্ডি এক্সপ্রেসকে প্রশ্ন করেন তাঁর চোখে বিরাট কোহলি সেরা, নাকি বাবর আজম সেরা? উত্তরে কী বললেন পাক তারকা?

Virat Kohli vs Babar Azam: বিরাট নাকি বাবর, রাওয়ালপিন্ডি এক্সপ্রেসের চোখে সেরা কে?
Virat Kohli vs Babar Azam: বিরাট নাকি বাবর, রাওয়ালপিন্ডি এক্সপ্রেসের চোখে সেরা কে? Image Credit source: Twitter
Follow Us:
| Edited By: | Updated on: Jul 02, 2023 | 1:00 PM

নয়াদিল্লি: বিরাট কোহলি (Virat Kohli) নাকি বাবর আজম (Babar Azam), বর্তমানে কে সেরা ক্রিকেটার? ক্রিকেট মহলে এই নিয়ে সর্বক্ষণ কাঁটাছেঁড়া চলতেই থাকে। ভারত-পাকিস্তান ম্যাচের প্রসঙ্গ উঠলেই বিরাট সেরা নাকি বাবর তা নিয়ে মেতে ওঠেন ক্রিকেট প্রেমীরা। দু’জনের ক্রিকেট পরিসংখ্যান তুলে ধরে তাঁদের ফ্যানেরা সোশ্যাল মিডিয়ায় একের পর এক পোস্ট করতে থাকেন। দুই দেশের প্রাক্তন থেকে বর্তমান ক্রিকেটাররাও মাঝে মাঝে বিরাট ও বাবরদের নিয়ে আলোচনা করেন। সম্প্রতি ভারতের প্রাক্তন তারকা ক্রিকেটার হরভজন সিংয়ের সঙ্গে পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের দেখা হয়েছিল। সেখানেই ভাজ্জি রাওয়ালপিন্ডি এক্সপ্রেসকে প্রশ্ন করেন তাঁর চোখে বিরাট কোহলি সেরা, নাকি বাবর আজম সেরা? উত্তরে কী বললেন পাক তারকা? বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।

মাঠের মধ্যে একে অপরের প্রতিপক্ষ হলেও, ভারত ও পাকিস্তান দুই দেশের ক্রিকেটাররা ২২ গজের বাইরে খুব ভালো বন্ধু। এ কথা অনেক ক্রিকেটারই বলে থাকেন। সম্প্রতি কাতারে ছুটি কাটাচ্ছেন প্রাক্তন ভারতীয় তারকা ক্রিকেটার হরভজন সিং। সেখানেই পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার শোয়েব আখতারের সঙ্গে তাঁর দেখা হয়েছে। নতুন ইউটিউব চ্যানেল খুলেছেন হরভজন সিং। তাই শোয়েবের সঙ্গে কাতারে দেখা হতেই, ভাজ্জি তাঁর সঙ্গে একটি ইউটিউব ভিডিয়ো বানিয়েছেন। যেখানে রয়েছে বিভিন্ন প্রশ্ন ও তার উত্তর।

ভাজ্জি নিজের ইউটিউব চ্যানেলে যে ভিডিয়ো শেয়ার করেছেন, তাতে শোয়েবকে তিনি বিরাট ও বাবরের মধ্যে সেরা ক্রিকেটার কে তা বেছে নিতে বলেন। কোনওরকম বিতর্কের দিকে যাননি শোয়েব। কৌশল করে তিনি বলেন, ‘বিরাট কোহলি সর্বকালের সেরা ব্যাটার। এবং বাবর আজম সর্বকালের সেরা ব্যাটার হতে চলেছে। টি-টোয়েন্টিতে ও ভালো পারফর্ম করার চেষ্টা করছে। লোকে বিনা কারণে ওর পিছনে লাগে।’

রাওয়ালপিন্ডি এক্সপ্রেসের পাশাপাশি হরভজন সিং বলেন, ‘বিরাট কোহলি নিজেকে একজন দুর্দান্ত ক্রিকেটার হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। বাবরের এখনও অনেক কিছু করা বাকি আছে। ও একদিন সেখানে পৌঁছে যেতে পারে। কারণ ও অসাধারণ ক্রিকেটার। টেস্ট ক্রিকেটে ও খুব ভালো, কিন্তু হয়তো টি-টোয়েন্টিতে ওকে খুব একটা মানায় না।’

এ বার দেখার ২০২৩ সালের বিশ্বকাপে বিরাট নাকি বাবর কে ভালো পারফর্ম করেন। যদিও ২০১৯ সালের বিশ্বকাপের পর থেকে ২ জনের ওডিআই ক্রিকেটে পরিসংখ্যান দেখলে নজরে পড়বে এগিয়ে রয়েছেন বাবর আজম।