দুবাই: রবিবারের ভারত-পাক (India vs Pakistan) মহারণ ঘিরে পারদ চড়তে শুরু করে দিয়েছে। আগুনে মেজাজে একে অপরের দিকে স্লোগানও ছুড়তে শুরু করে দিয়েছে। দুই দলের ক্রিকেটাররাও প্রহর গুণছেন মাঠে নামার অপেক্ষায়। মুখিয়ে ভারত-পাক দুই দলের সমর্থকরাও। কিছুটা উত্তেজিত, কিছুটা টেনশন। তবে ভারত অধিনায়ক বিরাট কোহলি (Virat Kohli) হাইভোল্টেজ ম্যাচের আগে একেবারেই চাপে নেই।
রবিবারের ম্যাচ শুরু হওয়ার আগে ক্যাপ্টেন কোহলির টুইটে রসিকতা ভরা। আইপিএলে (IPL) আরসিবির (RCB) জার্সি স্পনসর সংস্থার একটি টি-শার্ট পরে ছবি পোস্ট বিরাটের। ক্যাপশনে কোহলি লিখেছেন, ‘রবিবার বড় ম্যাচ। সবাই চিন্তায় রয়েছে। তাইতো?’ এর উত্তর হিসেবে নিজের টি-শার্টে লেখা স্পনসরের নাম দেখা বিরাট। আর তাতেই উত্তর পেয়ে যান ক্রিকেটপ্রেমীরা।
People: Big match on Sunday. You’re nervous, right?
Me: pic.twitter.com/HXDWeKrYFR
— Virat Kohli (@imVkohli) October 21, 2021
মেগা ম্যাচ নিয়ে মোটেই চিন্তায় নেই কোহলি। বরং পাকিস্তানকে উড়িয়েই টি-টোয়েন্টি বিশ্বকাপে যাত্রা শুরুর কথা ভাবছে টিম ইন্ডিয়া (Team India)। ৫০ ওভারের বিশ্বকাপ হোক কিংবা ২০ ওভারের, পাকিস্তানের বিরুদ্ধে ভারতের ট্র্যাক রেকর্ড ঈর্ষণীয়। বিশ্বকাপে এখনও ভারতকে হারাতেই পারেনি পাকিস্তান। এমনকি বিরাট কোহলিও বরাবর রান পেয়েছেন পাকিস্তানের বিরুদ্ধে। ২০১৫ বিশ্বকাপে (৫০ ওভার) পাকিস্তানের বিরুদ্ধে সেঞ্চুরি ছিল বিরাটের ব্যাটে। ২০১৯ বিশ্বকাপেও (৫০ ওভার) বড় রান পেয়েছিলেন বিরাট। আর ২০১৬ টি-২০ বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ জেতানো ইনিংস উপহার দিয়েছিলেন কোহলি। প্রথম ওয়ার্ম আপ ম্যাচে রান পাননি। দ্বিতীয় ওয়ার্ম আপ ম্যাচে ব্যাটিং করেননি। কিন্তু মহারণে সব কিছুকে ছাপিয়ে ফের নিজেকে মেলে ধরতে প্রস্তুত ক্যাপ্টেন কোহলি।
আরও পড়ুন: IPL 2022: আইপিএলে দল কিনতে আগ্রহ দেখাল ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের মালিক