Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

ICC T20 Rankings: টি-২০ ব়্যাঙ্কিংয়ে আটেই রইলেন বিরাট, একধাপ নামলেন লোকেশ রাহুল

আইসিসি প্রকাশিত টি-২০ ব়্যাঙ্কিংয়ে ব্যাটারদের তালিকায় আট নম্বরেই রয়েছেন ভিকে। তবে ভারতের ওপেনার লোকেশ রাহুল (KL Rahul) একধাপ নেমে ছ'নম্বরে পৌঁছে গিয়েছেন।

ICC T20 Rankings: টি-২০ ব়্যাঙ্কিংয়ে আটেই রইলেন বিরাট, একধাপ নামলেন লোকেশ রাহুল
ICC T20 Rankings: টি-২০ ব়্যাঙ্কিংয়ে আটেই রইলেন বিরাট, একধাপ নামলেন লোকেশ রাহুল (ছবি-টুইটার)
Follow Us:
| Edited By: | Updated on: Nov 17, 2021 | 5:42 PM

দুবাই: টি-২০ বিশ্বকাপ (T20 World Cup) শেষ হয়ে গিয়েছে। আইসিসির (ICC) সদ্য প্রকাশিত ব়্যাঙ্কিংয়ে নজর দিলে দেখা যাবে ক্রিকেটারদের পয়েন্ট ও ক্রমতালিকায় তাঁদের স্থানে বেশ ভালোই প্রভাব ফেলেছে বিশ্বকাপের পারফরম্যান্স। এ বারের বিশ্বকাপের দুটো ম্যাচে হার ভারতের যেমন পারফরম্যান্সে যেমন মারাত্মক প্রভাব ফেলেছিল, তেমনই ভারতের ক্যাপ্টেন বিরাট কোহলিও (Virat Kohli) আইসিসি প্রকাশিত ব়্যাঙ্কিংয়ে খুব উন্নতি করতে পারেননি। শুধু ধরে রেখেছেন নিজের জায়গাটুকু। ব্যাটারদের তালিকায় আট নম্বরেই রয়েছেন ভিকে। তবে ভারতের ওপেনার লোকেশ রাহুল (KL Rahul) একধাপ নেমে ছ’নম্বরে পৌঁছে গিয়েছেন।

আইসিসি প্রকাশিত টি-২০ ব়্যাঙ্কিংয়ে ব্যাটারদের তালিকায় এক নম্বর স্থান ধরে রেখেছেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। তাঁর অর্জিত রেটিং পয়েন্ট ৮৩৯। তিন ধাপ উঠে ৪ নম্বরে পৌঁছে গিয়েছেন নিউজিল্যান্ডের ডেভন কনওয়ে (৭৪৭)। ক্রমতালিকায় একধাপ উঠে এসেছেন পাকিস্তানের উইকেটকিপার-ব্যাটার মহম্মদ রিজওয়ান। ৭৪২ পয়েন্ট নিয়ে লোকেশ রাহুলকে টপকে ৫ নম্বরে রয়েছেন রিজওয়ান। ৭২৭ পয়েন্ট নিয়ে ছয় নম্বরে রয়েছেন কেএল রাহুল। এবং ৬৯৮ পয়েন্ট নিয়ে আট নম্বর স্থান ধরে রেখেছেন বিরাট কোহলি।

আইসিসি প্রকাশিত টি-২০ বোলারদের ব়্যাঙ্কিংয়ে দুইধাপ উঠে এসেছেন সদ্য টি-২০ বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়া অস্ট্রেলিয়ার অ্যাডাম জাম্পা। তাঁর অর্জিত রেটিং পয়েন্ট ৭২৫। বোলারদের তালিকার শীর্ষে রয়েছেন শ্রীলঙ্কার ভানিন্দু হাসারঙ্গা। ভারতের কোনও বোলার প্রথম দশে নেই। দুই ধাপ উঠে এসেছেন আর এক অজি বোলার জস হ্যাজেলউড। ৭০৫ পয়েন্ট নিয়ে তিনি রয়েছেন ৬ নম্বরে।

অলরাউন্ডারদের তালিকায় বড়সড় পরিবর্তন ঘটিয়েছেন ইংল্যান্ডের লিয়াম লিভিংস্টোন। সাত ধাপ উঠে এসে তিনি পৌঁছে গিয়েছেন তিন নম্বরে। এছাড়া অলরাউন্ডারদের তালিকায় তিন ধাপ উঠে এসেছেন মইন আলি। ১৫৪ পয়েন্ট নিয়ে তিনি রয়েছেন ৯ নম্বরে। অলরাউন্ডারদের তালিকার প্রথম দশেতেও নেই কোনও ভারতীয় ক্রিকেটার।

আরও পড়ুন: India vs New Zealand : উইলিয়ামসনের পর টি-টোয়েন্টি সিরিজ থেকে সরলেন জেমিসন