AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Virat Kohli Retires: টেস্টে নম্বর ‘ফোর’, বিরাট কোহলির ব্যাটিং পজিশনে দৌড়ে যে পাঁচ…

Virat Kohli's Probable Replacements: সামনেই ইংল্যান্ড সফর। ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলবে ভারত। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন সংস্করণ শুরু হচ্ছে এই সিরিজ দিয়েই। তার আগে দুই মহাতারকার অবসর চিন্তায় ফেলেছে ভারতীয় বোর্ডের নির্বাচকদের। ব্যাটিং অর্ডারে চার নম্বরে কারা হতে পারেন বিরাট কোহলির পরিবর্ত?

Virat Kohli Retires: টেস্টে নম্বর 'ফোর', বিরাট কোহলির ব্যাটিং পজিশনে দৌড়ে যে পাঁচ...
Image Credit source: Brendon Thorne/Getty Images
Follow Us:
| Updated on: May 12, 2025 | 3:06 PM

কলকাতা: টেস্ট ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছেন বিরাট কোহলি। কয়েকদিন আগেই ক্যাপ্টেন রোহিত শর্মাও টেস্ট কেরিয়ারের ইতি জানিয়েছেন। টি-টোয়েন্টি ফরম্যাটে দেশের জার্সিতে বিশ্বকাপের পরই বিদায় জানিয়েছিল রো-কো জুটি। এবার টেস্টেও রো-কো জুটি আর দেখা যাবে না। এ দিন নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে একটি পোস্ট করে নিজের অবসরের কথা জানান বিরাট। রোহিত শর্মার অবসরের পর থেকেই বিরাটকে নিয়ে গুঞ্জন চলছিল। আর কোনও জল্পনা নয়, ঘোষণা করেই দিলেন বিরাট কোহলি।

সামনেই ইংল্যান্ড সফর। ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলবে ভারত। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন সংস্করণ শুরু হচ্ছে এই সিরিজ দিয়েই। তার আগে দুই মহাতারকার অবসর চিন্তায় ফেলেছে ভারতীয় বোর্ডের নির্বাচকদের। ব্যাটিং অর্ডারে চার নম্বরে কারা হতে পারেন বিরাট কোহলির পরিবর্ত? কয়েক জনের নাম নিয়ে চলছে জোর আলোচনা। এক নজরে দেখে নেওয়া যাক।

সরফরাজ খান: লাল বলের ক্রিকেটে অসাধারণ পারফর্ম করেছেন সরফরাজ খান। রঞ্জি ট্রফিতে ধারাবাহিক পারফরম্যান্সের সৌজন্যে ২০২৪ সালে টেস্ট দলে সুযোগ পান। যদিও একাদশে নিয়মিত হয়ে উঠতে পারেননি। মিডল অর্ডারকে শক্তিশালী করার জন্য দৌড়ে রয়েছেন সরফরাজও।

লোকেশ রাহুল: দলের চাহিদা অনুযায়ী তাঁর ব্যাটিং পজিশন পরিবর্তন হয়ে থাকে। কখনও ওপেন করেন, আবার কখনও মিডল অর্ডারে। এমনকি লোয়ার অর্ডারেও নামতে হয়েছে। কোহলির অবসরে ৪ নম্বরে বিরাট শূন্যতা তৈরি হয়েছে। রাহুলকে সেই চার নম্বরে পার্মানেন্ট দেখা যেতে পারে।

রজত পাতিদার: তাঁকে নিয়ে সম্ভবনা প্রশ্ন দুই-ই রয়েছে। আপাতত তাঁকে সম্ভাবনার ক্ষেত্রে ধরাই যায়। ভারতীয় টেস্ট দলে সুযোগও পেয়েছিলেন। তবে সীমিত। তাঁর বয়সও অনেকটা। ফলে রজতকে নিয়ে দীর্ঘমেয়াদী পরিকল্পনার সুযোগ কম। যদিও ইংল্যান্ড সিরিজে তাঁর মতো অভিজ্ঞ প্লেয়ার কাজে লাগতে পারেন।

শ্রেয়স আইয়ার: লোকেশ রাহুল ছাড়া বিরাটের পজিশনে সেরা বিকল্প বলা যেতে পারে শ্রেয়স আইয়ারকেই। টেস্টে জায়গাও করে নিয়েছিলেন। যদিও ঘরের মাঠে ২০২৪ ইংল্যান্ড সিরিজের মাঝপথে চোটের জন্য ছিটকে যাওয়া এবং ঘরোয়া ক্রিকেটে একটি ম্যাচ মিস করা, বোর্ডের সঙ্গে সাময়িক মনোমালিন্যও হয়েছিল। তা অবশ্য মিটেছে। বোর্ডের বার্ষিক চুক্তিতেও ফিরেছেন। ইংল্যান্ড সফরে ৪ নম্বরে বিরাট কোহলির পরিবর্ত হিসেবে শ্রেয়সকেও ভাবা হতে পারে।

সাই সুদর্শন: দীর্ঘদিন ধরেই ভাবনায় রয়েছেন। ভারত এ দলেও সুযোগ পেয়েছেন সাই। যদিও তারকাদের ভিড়ে সুযোগ দেওয়া কঠিন ছিল। বিরাট-রোহিতের অবসর শূন্যতা তৈরি করেছে। চলতি আইপিএলেও সুদর্শনের ধারাবাহিক ভালো ব্যাটিং। কাউন্টি ক্রিকেটেও খেলার অভিজ্ঞতা রয়েছে। ফলে ইংল্যান্ড সিরিজে তাঁর সম্ভাবনা প্রবল। তরুণ ক্রিকেটার হওয়ায় তাঁকে দীর্ঘমেয়াদী ভাবনায় রাখা যেতে পারে। তিনি ইংল্যান্ড সিরিজের দলে জায়গা পাওয়ার দৌড়ে ছিলেন। সুযোগ পেলেও ওপেনিংয়ে জায়গা পাবেন কি না নিশ্চিত নয়। বেশিরভাগ সময় ওপেনার হিসেবে খেলেছেন। নির্বাচকরা ভারতীয় দলের ব্যাটিংকে শক্তিশালী করার জন্য তাঁকে ৪ নম্বরে ব্যবহারের কথা ভাবতেই পারেন।