AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Virat Kohli Retires: তোমার সেই উপহার আজও আছে… অবসরের দিন বিরাটকে ভালোবাসায় ভরিয়ে দিলেন সচিন

Sachin Tendulkar on Virat Kohli: ভারতীয়রা তো বটেই, বিশ্বের ক্রিকেট ভক্তরাও যেন বিশ্বাস করতে শুরু করেছিলেন, সচিনের বিকল্প হতে পারেন একমাত্র বিরাটই। কিন্তু তা হল না। সচিন টেস্টে করেছিলেন সেঞ্চুরির হাফসেঞ্চুরি। বিরাট থেমে গেলেন ৩০টা সেঞ্চুরিতে। সেই বিরাটকে নিয়েই অজানা গল্প শোনালেন সচিন।

Virat Kohli Retires: তোমার সেই উপহার আজও আছে... অবসরের দিন বিরাটকে ভালোবাসায় ভরিয়ে দিলেন সচিন
Image Credit: Sunil Saxena/HT via Getty Images
| Edited By: | Updated on: May 12, 2025 | 4:33 PM
Share

কলকাতা: কে ভাঙতে পারেন সচিন তেন্ডুলকরের রেখে যাওয়া আশ্চর্য সেঞ্চুরির রেকর্ড? যতবার এই প্রসঙ্গ এসেছে, উঠে এসেছে বিরাট কোহলির নাম। তাঁর রানের খিদে, জেতার তাগিদ, খেলার প্রতি ভালোবাসা, প্রতি মুহূর্তে বিপক্ষকে উড়িয়ে দেওয়া— সব কিছুর মধ্যেই যেন সচিনের উত্তরসূরী হয়ে ওঠার ছাপ রেখেছেন বরাবর। ভারতীয়রা তো বটেই, বিশ্বের ক্রিকেট ভক্তরাও যেন বিশ্বাস করতে শুরু করেছিলেন, সচিনের বিকল্প হতে পারেন একমাত্র বিরাটই। কিন্তু তা হল না। সচিন টেস্টে করেছিলেন সেঞ্চুরির হাফসেঞ্চুরি। বিরাট থেমে গেলেন ৩০টা সেঞ্চুরিতে। সেই বিরাটকে নিয়েই অজানা গল্প শোনালেন সচিন।

বিরাটের টেস্ট থেকে অবসর ঘোষণার পর থমকে গিয়েছে ক্রিকেট বিশ্ব। প্রাক্তন থেকে বিশেষজ্ঞ— সকলেই এক বাক্যে মেনে নিচ্ছেন, ক্রিকেটে নেমে এসেছে সাময়িক শূন্যতা। বিরাট টেস্ট খেলবেন না মানে সাদা পোশাকের খেলাতে সেই রোমাঞ্চই থাকবে না। জুনে ইংল্যান্ড সফর। ভারত কি চেনা আগ্রাসন তুলে ধরতে পারবে? সচিন লিখলেন, ‘তোমার টেস্ট থেকে অবসরের দিনে ১২ বছর আগের ঘটনা মনে পড়ে যাচ্ছে আমার। আমার শেষ টেস্ট ছিল ওটা। তুমি আমাকে বাবার স্মৃতি বিজড়িত একটা জিনিস উপহার হিসেবে দিয়েছিল। ভীষণ ব্যক্তিগত একটা জিনিস, যা আমি গ্রহণ করেছিলাম। তুমি যেভাবে দিয়েছিলেন আমাকে উপহারটা, আজও সঙ্গে রেখে দিয়েছি। এই মুহূর্তে আমি তোমাকে তেমন কিছু দিতে পারছি না। কিন্তু জানবে, আমার হৃদয়ের ভালোবাসা থাকবে তোমার জন্য।’

সচিন বরাবরই বিরাটের ভক্ত। যত মাইলস্টোন গড়েছেন, ততই সচিনের প্রশংসা পেয়েছেন বিরাট। তাঁর শেষবেলাতেই উত্থান হয়েছিল বিরাটের। ২০১১ সালে একসঙ্গে জিতেছিলেন ওয়ান ডে বিশ্বকাপ। অবসরের দিনেও ছোট ভাইকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন সচিন। ‘বিরাট তোমার ক্রিকেট আভিজাত্য আগামী দিনে অগণিত তরুণ প্রজন্মকে খেলাটার প্রতি অনুপ্রাণিত করবে। কী অসাধারণ ক্রিকেট কেরিয়ার তোমার! রান ছাড়াও ভারতীয় ক্রিকেটকে তুমি আরও অনেক কিছু দিয়েছ। সেটা পরবর্তী প্রজন্ম ও ভক্তদের মধ্যে সঞ্চারিত করে দিয়েছ। অভিনন্দন, স্পেশাল টেস্ট কেরিয়ারের জন্য।’