Test Cricket : টেস্ট ফরম্যাট থেকে ‘ছুটি’ ভারতীয় দলের বিগ ফোর-এর?
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে হারের পর ভারতীয় দল এ বার টেস্ট সিরিজ খেলবে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে। এই সিরিজ থেকেই ভারতীয় দলে একঝাঁক পরিবর্তন দেখা যেতে পারে।
কলকাতা: ভারতীয় দল ২০২১-২৩ আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল (WTC Final 2023) ম্যাচ হেরে ট্রফি হাতছাড়া করেছে। ফাইনালের পরপরই বিসিসিআই ওয়েস্ট ইন্ডিজ সফরের পূর্ণ সময়সূচি প্রকাশ করেছে। এই সফরের সঙ্গেই WTC এর নতুন মরসুমও শুরু হবে। ১২ জুলাই থেকে ১৩ আগস্ট পর্যন্ত দুটি টেস্ট, ৩টি ওডিআই এবং ৫টি টি-২০ আন্তর্জাতিক সিরিজ খেলবে। বিভিন্ন রিপোর্ট অনুযায়ী, টি-২০ সিরিজে রোহিত শর্মা এবং বিরাট কোহলির মতো বড় নামগুলি দেখা যাবে না। এর পাশাপাশি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে লজ্জার হারের পর টেস্ট দলে বড়সড় পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। বিস্তারিত রইল TV9 Bangla Sports-র এই প্রতিবেদনে।
ভারতীয় ক্রিকেটের (টেস্ট) বিগ ফোর অর্থাৎ ক্যাপ্টেন রোহিত শর্মা, বিরাট কোহলি, চেতেশ্বর পূজারা এবং অজিঙ্কা রাহানের উপরও খাঁড়া নেমে আসতে পারে। ওয়েস্ট ইন্ডিজ সফরে অন্তত ১০ জন বড় নাম দলের বাইরে থাকার সম্ভাবনা রয়েছে। যদি এই জল্পনা সত্যি হয় তাহলে ওয়েস্ট ইন্ডিজ সফরে যাওয়া টেস্ট টিম WTC ফাইনালে অংশগ্রহণকারী দলের থেকে ৪০ শতাংশ পরিবর্তন হবে। ভারতে প্রতিভার কখনও অভাব ছিল না। প্রতিভার ঝুলি নিয়ে ভারতীয় দলে জায়গা পেতে লাইন দিয়ে অপেক্ষা করছেন তরুণ ক্রিকেটাররা। তাঁদের নম্বর কখন আসবে, তারই অপেক্ষায়। নতুন ক্রিকেটারদের মধ্যে এন্ট্রি হতে পারে সরফরাজ খান, যশস্বী জয়সওয়াল, মুকেশ কুমার, অভিমন্যু ঈশ্বরণ, জীতেশ শর্মা, প্রিয়াঙ্ক পাঞ্চাল, বাবা ইন্দ্রজিৎ।
বিগ ফোর-এর বয়স ৩০-এর উপরে
ভারতের উইকেটরক্ষক দীনেশ কার্তিককে এ বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, “আমরা জানি যে দলের অনেকের বয়স ৩০ বছর বা তার উপরে। তাই রাহুল দ্রাবিড়ের কাছে কিছু প্রশ্ন থাকছে। তিনি কাকে নিয়ে এগিয়ে যেতে চান, কাকেই বা রাখতে চান। বুমরা, রাহুল, শ্রেয়স আইয়ার এবং পন্থ ছাড়াও আইয়ার এই দলে ফিট। ঋষভ, বুমরা এবং কেএল রাহুল ইনজুরির কারণে WTC ফাইনালে খেলতে পারেননি।”
যশস্বী জয়সওয়াল, সরফরাজ এবং মুকেশ দুর্দান্ত ফর্মে
কার্তিক বেশ কিছু ক্রিকেটারের নাম নিয়েছেন যাঁদের টেস্ট লাইন আপে রাখা যেতে পারে। প্রথমজন হলেন যশস্বী জয়সওয়াল। অসাধারণ ফর্মে রয়েছেন। ২ নম্বর হলেন সরফরাজ খান। ঘরোয়া মরসুমটা যাঁর দারুণ কেটেছে। এবং তারপর রয়েছেন মুকেশ কুমার।