Virat Kohli and Sachin Tendulkar : সচিনের রেকর্ড ভাঙতে পারলে… অকপটে মনের কথা বললেন বিরাট

Virat and Sachin : আইপিএলের পর রয়েছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল। তারপর দেশের মাটিতে হবে ওডিআই বিশ্বকাপ। সেখানেই কোহলির সামনে সুযোগ থাকবে মাস্টার ব্লাস্টারের ৪৯টি ওডিআই সেঞ্চুরির রেকর্ড ভাঙার।

Virat Kohli and Sachin Tendulkar : সচিনের রেকর্ড ভাঙতে পারলে... অকপটে মনের কথা বললেন বিরাট
Virat Kohli and Sachin Tendulkar : সচিনের রেকর্ড ভাঙতে পারলে... অকপটে মনের কথা বললেন বিরাটImage Credit source: Twitter
Follow Us:
| Edited By: | Updated on: May 12, 2023 | 4:38 PM

বেঙ্গালুরু : আন্তর্জাতিক ক্রিকেটে ১০০টি সেঞ্চুরির রেকর্ডের মালিক একমাত্র সচিন তেন্ডুলকর (Sachin Tendulkar)। সেই রেকর্ড কি বিরাট কোহলি (Virat Kohli) ভেঙে দেবেন? ক্রিকেট বিশেষজ্ঞরা এই বিষয়ে বিরাটের উপর আস্থা রাখছেন। ১০০টা সেঞ্চুরির ম্যাজিক ফিগার স্পর্শ করা থেকে এখনও বেশ কিছুটা দূরে রয়েছেন কোহলি। যদিও ৩৪ বছরের বিরাট ইতিমধ্যেই ৭৫টি সেঞ্চুরির মালিক হয়ে গিয়েছেন। তাঁর সামনে এ বার সুযোগ রয়েছে ওডিআই ক্রিকেটে সচিনের ৪৯টি শতরানের রেকর্ড ভাঙার সুযোগ। আইপিএলের পর রয়েছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল। তারপর দেশের মাটিতে হবে ওডিআই বিশ্বকাপ। সেখানেই কোহলির সামনে সুযোগ থাকবে মাস্টার ব্লাস্টারের ৪৯টি ওডিআই সেঞ্চুরির রেকর্ড ভাঙার। ওডিআই ক্রিকেটে সচিনের ৪৯টি সেঞ্চুরির রেকর্ড স্পর্শ করার জন্য কোহলির আর চাই ৩টি শতরান। এখনও অবধি ২৭৪টি ওডিআই ম্যাচে বিরাট করেছেন ৪৬টি শতরান। এ বার খোদ কোহলি জানিয়েছেন সচিনের এই রেকর্ড ভাঙতে পারলে তাঁর কেমন অনুভূতি হবে? বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।

সচিনের ওডিআই সেঞ্চুরির রেকর্ড ভাঙা নিয়ে কোহলিকে প্রশ্ন করা হলে তিনি ততক্ষণাৎ উত্তরে বলেন, ‘আমার কাছে ওই মুহূর্তটা খুব আবেগপ্রবণ হবে।’

বিরাট আরও বলেন, ‘খেলাধুলা আপনাকে জীবনের কিছু মূল্যবোধ, শৃঙ্খলা ও পরিকল্পনার শিক্ষা দেয়। এটা আপনার দিক খুলে দেয়, আপনাকে উৎপাদনশীল করে তোলে। আপনি যে পেশাতেই থাকুন না কেন, খেলাধূলার মূল্য অপরিসীম। ছাত্র-ছাত্রীদের শুধু খেলাধুলো করতে বাধ্য করবেন না, ওদের শেখাবেনও। খেলার অর্থ কী, সেটা সম্পর্কে ওদের ছোটখাটো তথ্য শেখানোটা গুরুত্বপূর্ণ।’

প্রসঙ্গত ‘পুমা’-র তথ্যচিত্রর সিরিজে উঠে এসেছে ভারতের প্রথমসারির ক্রীড়া কিংবদন্তিদের কাহিনি। বিরাট কোহলি, যুবরাজ সিং, মেরি কম, সুনীল ছেত্রী, হরমনপ্রীত কৌর এবং প্যারা-অ্যাথলিট অবনী লেখারাকে নিয়ে ছয় পর্বের এই ডকু-সিরিজে তাঁদের জীবনে খেলাধুলা এবং ফিটনেসের ভূমিকা এবং প্রভাবকে প্রদর্শন করে।