Sourav Ganguly on Virat Kohli: শোয়েবের যুক্তি উড়িয়ে দিয়ে সৌরভ বলছেন, বিরাট নিজের ইচ্ছেয় খেলুন

বিশ্বকাপের পর বিরাট কোহলি উচিত ওয়ান ডে ফর্ম্যাট থেকে সরে দাঁড়ানো! এমন এক আশ্চর্য যুক্তি খাড়া করেছেন শোয়েব আখতার। তার পাল্টা দিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়।

Sourav Ganguly on Virat Kohli: শোয়েবের যুক্তি উড়িয়ে দিয়ে সৌরভ বলছেন, বিরাট নিজের ইচ্ছেয় খেলুন
শোয়েবের যুক্তি উড়িয়ে দিয়ে সৌরভ বলছেন, বিরাট নিজের ইচ্ছেয় খেলুনImage Credit source: Twitter
Follow Us:
| Edited By: | Updated on: Aug 19, 2023 | 7:54 PM

নয়াদিল্লি: মাসখানেক পর ঘরের মাঠে ওয়ান ডে বিশ্বকাপ (ODI World Cup 2023)। ১২ বছর পর ভারত আবার বিশ্বকাপ জিতবে কিনা, তা নিয়ে আলোচনার শেষ নেই। বিরাট কোহলির (Virat Kohli) মতো তারকা মুখিয়ে রয়েছেন সেরাটা দেওয়ার জন্য। বিশ্বকাপের পর বিরাটের কি ওয়ান ডে থেকে সরে দাঁড়ানো উচিত? হঠাৎ এই প্রশ্ন তুলে দিয়েছেন শোয়েব আখতার। তাঁর মন্তব্য ঘিরে চলছে জল্পনা। পাকিস্তানের প্রাক্তন পেসার বলেছেন, বিশ্বকাপের পর বিরাটের উচিত টেস্টে ফোকাস করা। সচিন তেন্ডুলকরের ১০০ টেস্টের রেকর্ড ভাঙাটা ওর লক্ষ্য হওয়া উচিত। শোয়েব যাই বলুন না কেন, ভারতের কিংবদন্তি ক্যাপ্টেন কিন্তু এই যুক্তি মানছেন না। তিনি সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। প্রাক্তন পাক ক্রিকেটারের যুক্তি উড়িয়ে কী বলছেন সৌরভ? TV9Bangla Sports তুলে ধরল এই প্রতিবেদনে।

কী বলেছেন শোয়েব? তাঁর মন্তব্য হল, ‘আমার মনে হয় না বিশ্বকাপের পর বিরাটের আর ওয়ান ডে ফর্ম্যাটে খেলা উচিত। টি-টোয়েন্টির দিকে তাকালেও কিন্তু দেখা যাবে, এই ফর্ম্যাট ওর কাছ থেকে অনেক কিছু নিয়ে নেয়। আর সেই কারণেই বিরাটের উচিত টেস্ট ক্রিকেটে ফোকাস করা। যাতে ও সচিনের ১০০টা আন্তর্জাতিক সেঞ্চুরির লক্ষ্য পূরণ করতে পারে। বিরাটের মধ্যে কিন্তু সচিনের রেকর্ড ভাঙার মশলা আছে। আর সেই কারণেই বিশ্বকাপের পর ও টেস্ট ক্রিকেটেই ফোকাস করুক।’

সৌরভ কিন্তু এই যুক্তি উড়িয়ে দিয়ে বলছেন, ‘কেন? যে ফর্ম্যাটে খেলতে চাইবে ও, সেই ফর্ম্যাটেই খেলুক বিরাট কোহলি। তার কারণই হল, ও সব ধরনের ক্রিকেটেই পারফর্ম করছে।’

যতই বিতর্ক জন্ম দেওয়ার চেষ্টা করুন শোয়েব, সৌরভ মোটেও পাত্তা দিচ্ছেন না। বরং তিনি রোহিত শর্মা, বিরাট কোহলিদের মতো এখন বিশ্বকাপ নিয়েই ভাবছেন। ভারতের মাটিতে রোহিত-বিরাটদের বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়ার যথেষ্ট মশলা আছে, এমনও মনে করছেন সৌরভ। ভারতের প্রাক্তন ক্যাপ্টেন বলছেন, ‘বিশ্বকাপে ভারত কেমন খেলে, তার উপর নির্ভর করছে সব কিছু। এর আগেও আমি বলেছি, এখনও সেটা বলব, ভারতই আমার ফেভারিট টিম। রোহিত শর্মা, হার্দিক পান্ডিয়া, রাহুল দ্রাবিড় মাঠে খেলাটাকে কোন দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে, তার উপর নির্ভর করছে সব। চার নম্বরে যশস্বী জয়সওয়ালের মতো তরুণ এবং প্রতিভাবান ক্রিকেটারের কিন্তু অনেক মশলা আছে। ও কিন্তু ভয়ডরহীন ক্রিকেট খেলতে পারে। ভারত কিন্তু চমৎকার টিম।’