Virat Kohli: সেওয়াগের রেকর্ড ভাঙলেন, কালিসকে টপকালেন বিরাট কোহলি
India vs West Indies: পোর্ট অব স্পেনে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের প্রথম দিন রেকর্ডের হ্যাটট্রিক করেছেন বিরাট কোহলি (Virat Kohli)।
ত্রিনিদাদ: ক্যারিবিয়ান সফরে (India Tour of West Indies) প্রতিটি ম্যাচেই রেকর্ড গড়ে চলেছেন কিং কোহলি। পোর্ট অব স্পেনে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভারতের (India vs West Indies) ঐতিহাসিক টেস্ট চলছে। এই দুই দলের শততম টেস্ট আবার বিরাট কোহলির (Virat Kohli) মাইলফলক ম্যাচ। আন্তর্জাতিক কেরিয়ারের ৫০০তম ম্যাচ খেলছেন বিরাট। এই কীর্তির জন্য বিশ্বজুড়ে বন্দিত হচ্ছেন কোহলি। ক্যারিবিয়ানদের বিরুদ্ধে ত্রিনিদাদ টেস্টের প্রথম দিন রেকর্ডের হ্যাটট্রিক করেছেন বিরাট। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।
কুইন্স পার্ক ওভালে যে তিনটি রেকর্ড গড়েছেন বিরাট কোহলি, সেগুলি হল —
১) প্রথমত, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট খেলতে মাঠে নেমেই এক মাইলস্টোন গড়েন কোহলি। কারণ, এই ম্যাচটি বিরাটের আন্তর্জাতিক কেরিয়ারের ৫০০তম ম্যাচ।
২) দ্বিতীয়ত, ভারতীয় কিংবদন্তি বীরেন্দ্র সেওয়াগকে টপকে গিয়েছেন বিরাট। টেস্ট ক্রিকেটে সবচেয়ে বেশি রান করা ক্রিকেটারদের তালিকায় পাঁচ নম্বরে এখন বিরাট। ভারত ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় টেস্টের আগে বীরুর টেস্টে ৮৫৮৬ রানের রেকর্ড ভাঙার জন্য বিরাটের প্রয়োজন ছিল ৩২ রান। ত্রিনিদাদ টেস্টের প্রথম দিন কোহলি ৮৭ রানের অপরাজিত ইনিংস উপহার দিয়েছেন।
৩) তৃতীয়ত, আন্তর্জাতিক ক্রিকেটে সর্বাধিক রান করা ক্রিকেটারের তালিকায় বিরাট এখন ৫ নম্বরে। এই তালিকায় প্রোটিয়া কিংবদন্তি জ্যাক কালিসকে টপকে গিয়েছেন বিরাট। বিরাটের বর্তমান আন্তর্জাতিক রান ২৫ হাজার ৫৪৮। জ্যাক কালিস তিন ফর্ম্যাট মিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে করেছিলেন ২৫ হাজার ৫৩৪ রান।
টেস্ট ক্রিকেটে সবচেয়ে বেশি রান করা ৫ ভারতীয় ক্রিকেটার —
- সচিন তেন্ডুলকর – ২০০ টেস্টে ১৫৯২১ রান।
- রাহুল দ্রাবিড় – ১৬৪ টেস্টে ১৩২৮৮ রান।
- সুনীল গাভাসকর – ১২৫ টেস্টে ১০১২২ রান।
- ভিভিএস লক্ষ্মণ – ১৩৪ টেস্টে ৮৭৮১ রান।
- বিরাট কোহলি – ১১১* টেস্টে ৮৬৪২ রান।
আন্তর্জাতিক ক্রিকেটে সব চেয়ে বেশি রান করা ৫ ক্রিকেটার —
- সচিন তেন্ডুলকর – ৩৪৩৫৭ রান।
- কুমার সঙ্গাকারা – ২৮০১৬ রান।
- রিকি পন্টিং – ২৭৪৮৩ রান।
- মাহেলা জয়বর্ধনে – ২৫৯৫৭ রান।
- বিরাট কোহলি – ২৫৫৪৮ রান।