AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

T20 World Cup 2022: মেলবোর্নে যে দ্বৈরথে বাড়তি নজর থাকবে…

India vs Pakistan: বিরাট কোহলি ব্যাটিংয়ে এলে বাবর আজমও হয়তো ফিঞ্চের পরিকল্পনায় যেতে পারেন। বিরাট কোহলি সেই পরিকল্পনার পাল্টা কোন চাল দেন, সেদিকেই নজর থাকবে। ভুললে চলবে না, বিরাট কিন্তু ফর্মে রয়েছেন।

T20 World Cup 2022: মেলবোর্নে যে দ্বৈরথে বাড়তি নজর থাকবে...
Image Credit: twitter
| Edited By: | Updated on: Oct 23, 2022 | 2:10 AM
Share

কলকাতা : ভারত-পাকিস্তান (India vs Pakistan) ম্যাচ মানে কিছু ব্যক্তিগত দ্বৈরথও থাকে। টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 World Cup 2022) মেলবোর্ন মহারণেও তা দেখা যেতে পারে। লেগ স্পিনার বনাম বিরাট কোহলি (Virat Kohli)। বিশ্ব ক্রিকেটে একটা বড় ধারনা রয়েছে, লেগ স্পিনের বিরুদ্ধে বিরাট কোহলি নড়বড়ে। ইংল্য়ান্ডের আদিল রশিদ হোক কিংবা আইপিএলে আফগানিস্তানের লেগ স্পিনার রশিদ খান। বহুবার সমস্য়ায় পড়েছেন বিরাট। এশিয়া কাপের আগে প্রায় তিন বছর ফর্ম হাতড়ে বেরাচ্ছিলেন বিরাট কোহলি। সে সময় এই ধারনা আরও গভীর হয়েছিল। প্রতিপক্ষ দলে লেগ স্পিনার থাকলে তাদের যেন পরিকল্পনা তৈরিই থাকে। বিরাট ব্যাটিংয়ে নামলেই আক্রমণে আনা হয় লেগ স্পিনারকে। মেলবোর্নেও কি তেমনটাই দেখা যাবে? এমন ভাবনার হদিশ দিচ্ছে TV9Bangla

সদ্য ঘরের মাঠে অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজ জিতেছে ভারত। অস্ট্রেলিয়া সিরিজে একটা বিষয় লক্ষ্য করা গিয়েছে। বিরাট কোহলি ক্রিজে আসতেই লেগ স্পিনার অ্যাডাম জাম্পাকে আক্রমণে আনেন অজি অধিনায়ক অ্যারন ফিঞ্চ। একটা ম্যাচে সেই পরিকল্পনা কাজেও দিয়েছিল। জাম্পার বিরুদ্ধে আক্রমণাত্মক ব্যাটিং করতে পারেননি বিরাট কোহলি। কিন্তু এরপরের ওভারে পেসারের বলে আপাত নিরীহ শটে আউট হন বিরাট। অন্য আরেকটি ম্যাচে অবশ্য পাল্টা চাল চেলেছিলেন বিরাট। সঙ্গী ছিলেন সূর্যকুমার যাদব। জাম্পাকে আক্রমণ করেন বিরাট, উল্টোদিকে সূর্যকুমার যাদবের তাণ্ডব।

পাকিস্তান স্কোয়াডে রয়েছেন লেগ স্পিনার শাদাব খান। তাঁকে শুধু বোলার বললে ভুল হবে। ব্যাটিং-বোলিংয়েও অনবদ্য়। তাঁর একাদশে থাকাও নিশ্চিত। মেলবোর্নে বড় বাউন্ডারি। অস্ট্রেলিয়ার বেশির ভাগ মাঠেই ড্রপ ইন পিচ। যাতে বাউন্সও বেশি। রিস্ট স্পিনাররা বাড়তি সুবিধা পেতে পারেন। তাঁদের বোলিংয়ে বড় শট খেলা সহজ নয়। বিরাট কোহলি ব্যাটিংয়ে এলে বাবর আজমও হয়তো ফিঞ্চের পরিকল্পনায় যেতে পারেন। বিরাট কোহলি সেই পরিকল্পনার পাল্টা কোন চাল দেন, সেদিকেই নজর থাকবে। ভুললে চলবে না, বিরাট কিন্তু ফর্মে রয়েছেন।