কলকাতা: টেস্টে ২০১৯ সালে শেষ সেঞ্চুরি পেয়েছিলেন বিরাট কোহলি (Virat Kohli)। ওই বছরই ওয়ান ডে-তে শেষ সেঞ্চুরি দেখা গিয়েছিল তাঁর ব্যাটে। তারপর থেকে আর সেঞ্চুরি পাননি তিনি। তিন বছর পেরিয়ে গেলেও বড় রানের খরা যেন কাটছে না। বিরাটের হলটা কী? ভারতীয় ক্রিকেট মহলের সবচেয়ে বড় প্রশ্ন। টিম ইন্ডিয়ার (Team India) ব্যাটিং কোচ বিক্রম রাঠৌর কিন্তু বলছেন, বিরাটের ফর্ম নিয়ে বিন্দুমাত্র ভাবিত নয় টিম ম্যানেজমেন্ট। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ (India vs West Indies) খেলার জন্য কলকাতায় হাজির হয়েছে দুটো টিম। তিন ম্যাচের ওয়ান ডে সিরিজে মাত্র ২৬ রান করেছেন বিরাট। সর্বোচ্চ ১৮। গড় ৮.৬।
ব্যাটিং কোচ বিক্রম রাঠৌর বলেন, ‘আমার মনে হয় না, বিরাট খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। এটা ঠিক যে, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজটা ওর খারাপ গিয়েছে। কিন্তু ওর সঙ্গে এ নিয়ে কোনও কথা হয়নি। ও নেটে দারুণ ব্যাটিং করছে। একটা ম্য়াচ খেলার জন্য যে রকম প্রস্তুতি থাকা উচিত, তাই রাখছে ও। বিরাটের রানে ফেরার জন্য আমরাও অপেক্ষা করছি। আমি নিশ্চিত, আগামী কয়েকটা ইনিংসের মধ্যেই ও রানে ফিরবে।’
আগামী অক্টোবরে অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপ। তার জন্য এখন থেকেই প্রস্তুতি নিতে চাইছে ভারতীয় টিম। বিক্রম রাঠৌরের বিশ্বাস, সে দিকে তাকিয়ে টিমের ব্যাটাররা সেরাটাই দেবেন চলতি সিরিজে। ‘আমাদের যা ব্যাটিং গভীরতা, মনে হয় না এ নিয়ে কোনও চিন্তা থাকতে পারে। ভারতের সব ব্যাটারই যে কোনও কন্ডিশনে ব্যাটিং করার জন্য তৈরি। সেটাই এখন ফোকাস আমাদের। অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপের দিকে তাকিয়ে তৈরি হচ্ছি আমরা। চোট আঘাত নিয়ে কিছুটা চাপে রয়েছি আমরা। সবাই ফিট হয়ে গেলে কে খেলবে, কে বসবে, সেটা ঠিক করা কিন্তু কঠিন।’
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে আমেদাবাদে দ্বিতীয় ওয়ান ডে-তে ওপেনার হিসেবে দেখা গিয়েছিল ঋষভ পন্থকে। তিনি ব্যর্থ হওয়ায় তা নিয়ে কম বিতর্ক হয়নি। রাঠৌর কিন্তু বলছেন, ‘পন্থ দারুণ ক্রিকেটার। ও উপরের দিকে ব্যাট করতেই পারে যে কোনও পরিস্থিতিতে। তবে এটা নির্ভর করছে টিমের চাহিদার উপর। ও টিমের নির্ভরযোগ্য ক্রিকেটার। তবে আপাতত ওকে আমরা আপাতত লোয়ার অর্ডারেই ব্যবহার করতে চাই।’
আরও পড়ুন: India vs West Indies: বিরাটকে নিয়ে চিন্তায় সানি, কোহলির পাশে ক্যাপ্টেন রোহিত