প্রয়াত বিরাটের ছোটবেলার প্রশিক্ষক
পশ্চিম দিল্লি ক্রিকেট অ্যাকাডেমিতে (West Delhi Cricket Academy) রাজকুমার শর্মার সহকারী হিসেবে কাজ করতেন সুরেশ। কোহলির ছোটবেলায় তাঁকে প্রশিক্ষণও দেন।
নয়াদিল্লি: প্রয়াত বিরাট কোহলির (Virat Kohli) ছোটবেলার প্রশিক্ষক সুরেশ বাত্রা (Suresh Batra)। তাঁর বয়স হয়েছিল ৫৩ বছর। বিরাট কোহলির ছোটবেলার প্রধান কোচ রাজকুমার শর্মার (Rajkumar Sharma) সহকারী কোচ ছিলেন সুরেশ বাত্রা। গত বৃহস্পতিবার সকালে মারা যান তিনি।
Suresh Batra (striped t-shirt), who coached @imVkohli when he was a teenager, passed away on Thursday. He had finished his daily morning puja and collapsed. He was 53. "I lost my younger brother. Knew him since 1985," said Rajkumar Sharma. May his soul Rest in Peace…. pic.twitter.com/pW3avt6NpP
— Vijay Lokapally (@vijaylokapally) May 21, 2021
সে দিন সকালে নিয়মমাফিক প্রার্থনার পর আচমকাই অসুস্থ হয়ে পড়েন সুরেশ বাত্রা। তার কিছুক্ষণ পরই মারা যান কোহলির ছোটবেলার কোচ। পশ্চিম দিল্লি ক্রিকেট অ্যাকাডেমিতে (West Delhi Cricket Academy) রাজকুমার শর্মার সহকারী হিসেবে কাজ করতেন সুরেশ। কোহলির ছোটবেলায় তাঁকে প্রশিক্ষণও দেন। বিরাট কোহলির সুদীর্ঘ ক্রিকেট কেরিয়ারের পিছনে রাজকুমার শর্মার পাশাপাশি অবদান রয়েছে সুরেশ বাত্রারও। ভারত অধিনায়ক বিরাট কোহলিও বারবার তাঁর ছোটবেলার কোচেদের অবদানের কথা প্রকাশ্যে এনেছেন। রাজকুমার শর্মা বলেন, ‘আমি আমার ছোট ভাইকে হারালাম। ১৯৮৫ সাল থেকে ওকে চিনি।’
শুধু বিরাট কোহলিই নন, পশ্চিম দিল্লি ক্রিকেট অ্যাকাডেমি থেকে আরও অনেক ক্রিকেটার উঠে এসেছেন। ২০১৮-তে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী ভারতীয় দলের সদস্য মনজ্যোত কালরার উত্থান এখান থেকেই। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ১০১ রানের ইনিংস খেলেছিলেন কালরা। বিরাট কোহলির ভয়ডরহীন ক্রিকেটের পিছনে অবদান সুরেশ বাত্রারই। দিল্লিতে তৃণমূল স্তর থেকে ক্রিকেটার তুলে আনার কাজ করতেন সুরেশ। তাঁর প্রয়াণে স্বভাবতই শোকের ছায়া দিল্লি ক্রিকেটে।
আরও পড়ুন: আজ রাতে লা-লিগার ভাগ্য নির্ধারণ