Virat Kohli: ক্যাপ্টেন্সি বিতর্কে বোর্ডকে তোপ বিরাটের ছেলেবেলার কোচের

Rajkumar Sharma: রাজকুমারের কথায়, ‘বিরাটকে যে ভাবে সরানো হল, খুব যন্ত্রণার। ওয়ান ডে ক্রিকেটে ও দারুণ সফল ক্যাপ্টেন। নির্বাচক কমিটি এই সিদ্ধান্ত কেন নিল, তার কোনও ব্যাখ্যা এখনও দেয়নি। টিম ম্যানেজমেন্ট, বিসিসিআই কিংবা নির্বাচকরা কী চাইছেন, তা কিন্তু পরিষ্কার নয়। কোনও ব্যাখ্যা যেমন নেই, কোনও স্বচ্ছতাও তেমন নেই।’

Virat Kohli: ক্যাপ্টেন্সি বিতর্কে বোর্ডকে তোপ বিরাটের ছেলেবেলার কোচের
ফোন করেছিলেন, তবে বিরাটের ফোন নাকি বন্ধ। জানিয়েছেন কোচ। সৌ: টুইটার
Follow Us:
| Edited By: | Updated on: Dec 11, 2021 | 7:59 PM

নয়াদিল্লি‌: ভারতীয় ক্রিকেটের ক্যাপ্টেন্সি বিতর্কে এ বার ঢুকে পড়লেন রাজকুমার শর্মা (Rajkumar Sharma)। যিনি বিরাট কোহলির (Virat Kohli) ছেলেবেলার কোচ। প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly) এবং বোর্ডের (BCCI) স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলে দিলেন তিনি। এতেই শেষ নয়, টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে বিরাটকে ক্যাপ্টেন্সি (captaincy) ছাড়তে বারণ করেছিল, সৌরভের এই তত্ত্বকেও উড়িয়ে দিচ্ছেন রাজকুমার।

রাজকুমার স্পষ্ট বলছেন, ‘আমি বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়ের মন্তব্য পড়েছি কাগজে। সৌরভ বলছেন, বোর্ড নাকি বিরাটকে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ক্যাপ্টেন্সি ছাড়তে বারণ করেছিল। এমন কিছু কিন্তু আমি মনে করতে পারছি না। সৌরভের বিবৃতি পড়ে আমি যে কারণে বেশ চমকে গিয়েছিলাম। অন্য রকম বিবৃতি ছড়ানো হচ্ছে।’

এই বিতর্কের পর বিরাটের সঙ্গে কি কোনও কথা হয়েছে রাজকুমারের? তিনি অবশ্য বলেছেন, ‘ওর সঙ্গে আমার কোনও কথা হয়নি। কোনও কারণে ওর ফোন সুইচড অফ। কিন্তু এই বিতর্ক নিয়ে আমার পরিষ্কার মত হল, বিরাট টি-টোয়েন্টি ক্যাপ্টেন্সি থেকে নিজেকে সরিয়ে নিয়েছে। নির্বাচকরা ওকে ওয়ান ডে ক্যাপ্টেন্সিও ছাড়তে বলতে পারত। কিংবা বলতে পারত, সাদা বলের ক্যাপ্টেন্সি ওর ছাড়া উচিত নয়।’

তিন ধরনের ফর্ম্যাটেই অধিনায়ক হিসেবে বিরাট দারুণ সফল। তিন ধরনের ক্রিকেটেই ৫০টার বেশি ম্যাচ জিতেছেন তিনি। যে রেকর্ড আন্তর্জাতিক ক্ষেত্রেও খুব কম আছে। তাও বিরাটকে সরিয়ে দেওয়া হল ওয়ান ডে টিমের নেতৃত্ব থেকে। যা মানতে পারছেন না তাঁর কোচ।

রাজকুমারের কথায়, ‘বিরাটকে যে ভাবে সরানো হল, খুব যন্ত্রণার। ওয়ান ডে ক্রিকেটে ও দারুণ সফল ক্যাপ্টেন। নির্বাচক কমিটি এই সিদ্ধান্ত কেন নিল, তার কোনও ব্যাখ্যা এখনও দেয়নি। টিম ম্যানেজমেন্ট, বিসিসিআই কিংবা নির্বাচকরা কী চাইছেন, তা কিন্তু পরিষ্কার নয়। কোনও ব্যাখ্যা যেমন নেই, কোনও স্বচ্ছতাও তেমন নেই।’

বিরাট-বিতর্ক যে ভাবে ঘণীভূত হচ্ছে, তাতে এ নিয়ে যে জটিলতা আরও বাড়বে, কোনও সন্দেহ নেই।

আরও পড়ুন: Virat Kohli: বিরাটকে যোগ্য সম্মান দেওয়া হয়নি: কানেরিয়া