RCB, IPL 2023: কানামাছি ভোঁ ভোঁ! আরসিবির সতীর্থদের সঙ্গে শৈশবের খেলায় মাতলেন বিরাট
Virat Kohli's Blind Fold Challenge : কিছুক্ষণের জন্য ক্রিকেটকে পাশে রেখে আরসিবির সতীর্থ এবং বন্ধু সুনীল ছেত্রীর সঙ্গে শৈশবের খেলায় মাতলেন বিরাট কোহলি।
কলকাতা: ‘কানামাছি ভোঁ ভোঁ, যাকে পাবি তাকে ছোঁ’। শৈশবের এই খেলা এবং ছড়া সকলের মুখস্ত। একজনের চোখ বেঁধে ঘুরিয়ে দেওয়া হতো। বাকি খেলার সঙ্গীদের ওভাবেই ছুঁয়ে ফেলতে হবে। বিরাট কোহলিকে দেখে শৈশবের কানামাছি খেলার কথা মনে পড়ে গিয়েছে। ছেলেবেলার খেলায় মজেছেন জাতীয় দলের প্রাক্তন অধিনায়ক (Virat Kohli)। এই খেলায় সঙ্গী হলেন তাঁর আইপিএল টিম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্য়াঙ্গালোরের সতীর্থরা। বিরাটের সঙ্গে খেলায় যোগ দেন বন্ধু তথা ভারতীয় ফুটবলের আইকন সুনীল ছেত্রীও। চলতি আইপিএলে ব্যাট হাতে দুরন্ত ছন্দে রয়েছেন বিরাট (IPL 2023)। একইসঙ্গে রয়েছেন বিতর্কেও (সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে হ্যান্ডশেক না করা)। মাঠে যাই হোক, বাইশ গজের বাইরে সবসময় ফুরফুরে তিনি। চোখ বেঁধে সতীর্থদের চেনার খেলায় মজলেন। কারও দাড়ি দেখে চিনলেন, কারও ঘড়ি। বিস্তারিত রইল TV9 Bangla Sports–র এই প্রতিবেদনে।
প্রথমেই চোখ বাঁধা অবস্থায় থাকা বিরাটের সামনে দাঁড় করিয়ে দেওয়া হয় দীনেশ কার্তিককে। প্রথমে বুঝতে পারছিলেন না। ডিকের দাড়িতে হাত দিতেই চিনে ফেলেন তৎক্ষণাৎ। এরপর পালা মহম্মদ সিরাজের। তাঁকে চিনলেন হাতের ঘড়ি ছুঁয়ে। অধিনায়ক ফাফ ডুপ্লেসিকে চিনতেও দেরি করেননি। এরপর বিরাটের সামনে এমন একজনকে দাঁড় করিয়ে দেওয়া হয় যাঁর ক্রিকেটের সঙ্গে যাঁর কোনও সম্পর্ক নেই। তবে কোহলির সঙ্গে রয়েছে গভীর বন্ধুত্ব। সুনীল ছেত্রী। বেঙ্গালুরুর বাসিন্দা সুনীল আরসিবির অনুশীলনে গিয়েছিলেন বেশ কিছুদিন আগে। ব্লাইন্ডফোল্ড চ্যালেঞ্জ সেদিনেরই ঘটনা। কোহলি প্রথমে সুনীলের হাত, পা ছুঁয়ে বোঝার চেষ্টা করেন। এরপর সুনীলের চুলে হাত দিতেই বুঝে যান। কিন্তু না চেনার ভান করে বন্ধুর সঙ্গে কিছুক্ষণ খুনসুটি করেন। ভিডিয়োতে বিরাট ও সুনীলের বন্ডিং ছিল দেখার মতো।
View this post on Instagram
এই প্রতিবেদন লেখা পর্যন্ত চলতি আইপিএলে আরসিবি রয়েছে পয়েন্ট তালিকার ৫ নম্বরে। তিনটি ম্যাচে হার ও দুটি ম্যাচে জয়। বিরাট কোহলি ধারাবাহিকভাবে রানের মধ্যে রয়েছেন। চলতি আইপিএলে চার নম্বর অর্ধশতরান হাঁকিয়েছেন চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে। অরেঞ্জ ক্যাপের তালিকায় প্রথম পাঁচের মধ্যেই রয়েছেন তিনি। নিজেরই দলের অধিনায়ক ডুপ্লেসি এবং দিল্লি ক্যাপিটালসের ডেভিড ওয়ার্নারের সঙ্গে কমলা টুপির লড়াই চলছে তাঁর।