Virat Kohli Family: পরিবারের সঙ্গে দেখা, ভাবনায় ভেসে গেলেন বিরাট কোহলি

Jul 04, 2024 | 5:08 PM

ICC MEN’S T20 WC 2024: টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বেশি রান বিরাট কোহলির ঝুলিতে। শুধু তাই নয়, সবচেয়ে বেশি হাফসেঞ্চুরি, ম্যাচ ও টুর্নামেন্ট সেরার পুরস্কারও। কিন্তু এতদিন অধরা ছিল টি-টোয়েন্টি বিশ্বকাপ ট্রফিটাই। এ বারের বিশ্বকাপে সেই আক্ষেপ পূরণ হয়েছে। টুর্নামেন্টের শুরু থেকে রান পাচ্ছিলেন না। ফাইনালে বিরাট ইনিংস।

Virat Kohli Family: পরিবারের সঙ্গে দেখা, ভাবনায় ভেসে গেলেন বিরাট কোহলি
Image Credit source: INSTAGRAM

Follow Us

বিশ্বজয় করে দেশে ফিরেছে ভারতীয় ক্রিকেট দল। অনেক আগেই আসার কথা ছিল। যদিও বেরিল ঘূর্ণিঝড়ের কারণে বার্বাডোজে আটকে পড়েছিলেন বিরাট কোহলিরা। পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতেই বিশেষ বিমানের ব্যবস্থা করে ভারতীয় ক্রিকেট বোর্ড। আজ সকালেই দেশে ফিরেছে চ্যাম্পিয়ন টিম। বিমানবন্দর থেকে সোজা হোটেলে। সেখানে কেক কাটা হয় ভারতীয় দলের জয়ের সেলিব্রেশনে। বিরাট কোহলি থাকেন মুম্বইতে। তবে তিনি দিল্লিরই ছেলে। ঘরোয়া ক্রিকেট খেলেছেন দিল্লির হয়ে। পরিবারও এই শহরেই থাকেন। বিশ্বজয়ের পর দিল্লিতেই পৌঁছয় টিম। হোটেলে বিরাটের পরিবার। এর চেয়ে ভালো মুহূর্ত আর কী হতে পারে?

টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বেশি রান বিরাট কোহলির ঝুলিতে। শুধু তাই নয়, সবচেয়ে বেশি হাফসেঞ্চুরি, ম্যাচ ও টুর্নামেন্ট সেরার পুরস্কারও। কিন্তু এতদিন অধরা ছিল টি-টোয়েন্টি বিশ্বকাপ ট্রফিটাই। এ বারের বিশ্বকাপে সেই আক্ষেপ পূরণ হয়েছে। টুর্নামেন্টের শুরু থেকে রান পাচ্ছিলেন না। ফাইনালে বিরাট ইনিংস। এরপর বোলারদের দাপটে রুদ্ধশ্বাস জয়। ফাইনালে সেরার পুরস্কারও জেতেন বিরাট। পুরস্কার হাতেই ঘোষণা করেন টি-টোয়েন্টি ফরম্যাটে দেশের হয়ে বিদায় নিচ্ছেন। দিল্লি ফিরেই টিম হোটেলে পরিবারের সঙ্গে দেখা।

দিল্লির টিম হোটেলে বিরাট কোহলির সঙ্গে সেই আবেগের ছবি প্রকাশ করেছেন বিরাটের বোন ভাবনা কোহলি ঢিংরা। ইনস্টায় তিনি লিখেছেন, ‘জয়ের সেলিব্রেশন করছি। সুপারপ্রাউড’। বোন এবং পরিবারের সঙ্গে বিরাটের সেই ছবিতে একের পর এক রিয়্যাকশন পড়তে থাকে। বিরাট পত্নী অনুষ্কাও তাতে রিয়্যাক্ট দিয়েছেন।

Next Article