Virat Kohli: বিরাট মাতলেন নাট্টু নাট্টুতে, অস্কার জেতা গানে জমিয়ে নাচ কোহলির

TV9 Bangla Digital

TV9 Bangla Digital | Edited By: Sanghamitra Chakraborty

Updated on: Mar 18, 2023 | 11:24 AM

Naatu Naatu: ‘বেস্ট অরিজিনাল সং’ হিসেবে ২০২৩ সালে অস্কার জিতেছে নাট্টু নাট্টু গানটি।

Virat Kohli: বিরাট মাতলেন নাট্টু নাট্টুতে, অস্কার জেতা গানে জমিয়ে নাচ কোহলির
Virat Kohli: বিরাট মাতলেন নাট্টু নাট্টুতে, অস্কার জেতা গানে জমিয়ে নাচ কোহলির
Image Credit source: PTI

মুম্বই: দিন কয়েক আগেই অস্কারের মঞ্চে সেরার খেতাব ছিনিয়ে নিয়েছে এস এস রাজামৌলির RRR সিনেমার ‘নাট্টু নাট্টু’ (Naatu Naatu) গানটি। সারা বিশ্ব যেন মেতে উঠেছে নাট্টু নাট্টু ঝড়ে। ভারতের একাধিক ক্রিকেটার এই গানের তালে পা মিলিয়েছেন। শুক্রবার, ১৭ মার্চ মুম্বইতে ছিল ভারত ও অস্ট্রেলিয়ার (India vs Australia) প্রথম ওডিআই ম্যাচ। সেই ম্যাচচলাকালীন মাঠের মধ্যেই নাট্টু নাট্টুর তালে নাচতে দেখা গিয়েছে ভারতের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলিকে (Virat Kohli)। সেই ভিডিয়ো এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। বিস্তারিত জেনে নিন TV9Bangla-র এই প্রতিবেদনে।

অজিদের বিরুদ্ধে টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন ভারত অধিনায়ক হার্দিক পান্ডিয়া। মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার ইনিংস চলাকালীন স্লিপে দাঁড়িয়ে ফিল্ডিং করছিলেন কোহলি। তখনই তাঁকে দেখা যায় অস্কার জে নাট্টু নাট্টু গানের হুক স্টেপ করছেন। ভারতের উইকেটকিপার-ব্যাটার লোকেশ রাহুলের পেছনে, স্লিপে দাঁড়িয়ে নাট্টু নাট্টু-র তালে নাচতে দেখা যায় বিরাটকে।

উল্লেখ্য, এই প্রথম বার কোহলি নাট্টু নাট্টুর তালে পা মেলালেন না। এর আগে চলতি বছরের ১২ জানুয়ারি শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় ওডিআই ম্যাচের পর ইডেন গার্ডেন্সে ঈশান কিষাণের সঙ্গে নাট্টু নাট্টুর তালে মাততে দেখা গিয়েছিল বিরাটকে। মাঠের মধ্যে এই প্রথম বার কোহলিকে নাচতে দেখা গেল না। এর আগেও তিনি বহু বার ম্যাচ চলাকালীন মাঠের মধ্যে নাচ করেছেন। কখনও কখনও কোহলিকে ভাঙড়া নাচতেও দেখা গিয়েছে।

নাট্টু নাট্টু গানটির অস্কার জয়ের দিন আমেদাবাদে চলছিল ভারত-অস্ট্রেলিয়ার চতুর্থ টেস্টে। ভারতে অস্কার আসার খুশিতে কিংবদন্তি সুনীল গাভাসকর এবং প্রাক্তন অজি তারকা ম্যাথু হেডেন নাট্টু নাট্টু গানের তালে পা মিলিয়েছিলেন।

প্রসঙ্গত, স্টিভ স্মিথের অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে প্রথম ওডিআই ম্যাচে বিরাট কোহলি ব্যাট হাতে ভালো পারফর্ম করতে পারেননি। ৯ বলে ৪ রান করে মিচেল স্টার্কের বলে এলবিডব্লিউ হয়ে মাঠ ছাড়েন কোহলি।

Latest News Updates

Follow us on

Related Stories

Most Read Stories

Click on your DTH Provider to Add TV9 Bangla