Ravi Shastri: টেস্ট ক্রিকেটে উদাহরণ তৈরি করেছে বিরাট, বলছেন শাস্ত্রী

TV9 Bangla Digital | Edited By: Prantik Deb

Dec 07, 2021 | 2:13 PM

নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট চ্যাম্পিয়নশিপে হারলেও এক ম্যাচের ফাইনালকে খুব বেশি গুরুত্ব দিচ্ছেন না। বরং অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তাদের ঘরের মাঠে দুটো টেস্ট সিরিজ জয় অনেক বেশি গুরুত্ব পাচ্ছে।

Ravi Shastri: টেস্ট ক্রিকেটে উদাহরণ তৈরি করেছে বিরাট, বলছেন শাস্ত্রী
বিশ্ব ক্রিকেটে সুপার হিট জুটি। সৌ: টুইটার

Follow Us

নয়াদিল্লি : ভারতের ক্যাপ্টেন হিসেবে তিন ফর্ম্যাটেই ম্যাচ জেতার হাফসেঞ্চুরি করেছেন বিরাট কোহলি (Virat Kohli)। ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সবচেয়ে বেশি রানে জেতার নতুন রেকর্ডও করেছে তাঁর টিম। গত পাঁচ বছর ধরে টেস্ট ক্রিকেটে আইকন হয়ে উঠছেন ভারতীয় অধিনায়ক। আর কেউ নন, এমনই বলছেন ভারতীয় টিমের সদ্য প্রাক্তন কোচ রবি শাস্ত্রী (Ravi Shastri)।

নিউজিল্যান্ডকে (New Zealand) ঘরের মাঠে টেস্ট সিরিজে হারিয়ে আবার র‍্যাঙ্কিংয়ে এক নম্বরে উঠে পড়েছে ভারত (India)। রবির কথায়, ‘গত পাঁচ বছরে যদি কোনও টিমের কেউ টেস্ট ক্রিকেটে (test cricket) অ্যাম্বাসাডর হয়, তা হলে সেটা বিরাট ছাড়া আর কেউ নয়। অন্যান্য টিমের যে কোনও ক্রিকেটারের থেকে অনেক বেশি অবদান ও রেখেছে টেস্ট ক্রিকেটে। ভারত কিন্তু ওয়ান ডে কিংবা আইপিএল অনেক বেশি খেলে। সেখানে বিরাটের এই ব্যাপারটা বেশ অবাক করার মতো।’

পাঁচ বছর ভারতীয় টিমের কোচিং করিয়েছেন রবি। তিনিই টেস্ট ক্রিকেটে দেশকে এক নম্বর করার চ্যালেঞ্জ নিয়েছিলেন। সেই লক্ষ্য পূরণও করেছিলেন। কিন্তু নিউজিল্যান্ডের কাছে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে হেরে গিয়েছিল ভারত। শাস্ত্রী তাও বলছেন, ‘ভারতীয় টিমের যে কোনও প্লেয়ারকে জিজ্ঞেস করে দেখুন, নিরানব্বই শতাংশ ক্রিকেটার বলবে, তারা টেস্ট খেলতেই ভালোবাসে। এই কারণেই কিন্তু গত পাঁচ বছর ধরে ভারত টেস্ট ক্রিকেটে এক নম্বর জায়গাটা ধরে রেখেছিল।’

নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট চ্যাম্পিয়নশিপে হারলেও এক ম্যাচের ফাইনালকে খুব বেশি গুরুত্ব দিচ্ছেন না। বরং অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তাদের ঘরের মাঠে দুটো টেস্ট সিরিজ জয় অনেক বেশি গুরুত্ব পাচ্ছে। রবির যুক্তি, ‘হতে পারে আমরা বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে হেরেছি, কিন্তু এটা ভুললেও চলবে না যে, আমরা গত পাঁচ বছর ধরে কিন্তু টেস্ট ক্রিকেটে দাপিয়ে বেরিয়েছি।’

সেই যুক্তির সমর্থনে ভারতের প্রাক্তন কোচ বলছেন, ‘অস্ট্রেলিয়া বিরুদ্ধে তাদের ঘরের মাঠে পরপর দুটো সিরিজ জয়, ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ জয়, বিশ্বের প্রায় সর্বত্র সাদা ও লাল বলে দাপিয়ে বেড়ানো এবং লাল বলের ক্রিকেটে একটা বেঞ্চমার্ক তৈরি করা। আর সেই সঙ্গে ভারতীয় পেস বোলিংয়ের বিশ্ব ক্রিকেটে ত্রাস হয়ে ওঠা। এত ঘটনাকে কিন্তু ভুলে গেলে চলবে না।’

আরও পড়ুন : India Tour of South Africa: বক্সিং ডে টেস্ট দিয়েই দক্ষিণ আফ্রিকা সফর শুরু বিরাটদের

Next Article