Virat Kohli: ‘বিরাট রাজনীতির শিকার’, বিস্ফোরক শোয়েব আখতার

TV9 Bangla Digital | Edited By: কৌস্তভ গঙ্গোপাধ্যায়

Jan 23, 2022 | 4:38 PM

এখানেই থেমে থাকেননি শোয়েব আখতার। তিনি আরও যোগ করে বলেন, 'ওর বিরুদ্ধে একটা গোষ্ঠী তৈরি হয়ে গিয়েছে। কয়েকজন মানুষ ওর বিরুদ্ধে কিছু না কিছু কাজ করেই চলেছে। সেই জন্যই নেতৃত্ব ছাড়তে বাধ্য হয়েছে বিরাট। যারাই তারকা হয়ে যায়, তাদেরই এই সমস্যার মুখে পড়তে হয়। তবে এখানে ভয় পাওয়ার কিছু নেই।'

Virat Kohli: বিরাট রাজনীতির শিকার, বিস্ফোরক শোয়েব আখতার
বিরাটের পাশে শোয়েব আখতার। ছবি: টুইটার

Follow Us

মাসকাট: ভারতীয় ক্রিকেটে বোর্ড (BCCI) বনাম বিরাট কোহলি (Virat Kohli) ইস্যু এখনও থিতু হয়নি। এর মধ্যেই বোমা ফাটালেন শোয়েব আখতার (Shoaib Akhtar)। ওমানে লেজেন্ডস ক্রিকেট লিগ খেলতে গিয়ে বিস্কোরক পাকিস্তানের প্রাক্তন পেসার। ‘বিরাট কোহলি বোর্ড রাজনীতির শিকার’- বিস্ফোরক মন্তব্য রাওয়ালপিণ্ডি এক্সপ্রেসের। শোয়েব বলেন, ‘বিরাট ক্যাপ্টেন্সি ছাড়তে চায়নি। ওকে বাধ্য করা হয়েছে। এখন ওর সময়টা ভালো যাচ্ছে না। তবে ওকে আবারও প্রমাণ করতেই হবে। বিরাট খুব ভালো ক্রিকেটার। একজন মহান ব্যাটার। বিশ্ব ক্রিকেটে অনেক রেকর্ড তৈরি করেছে। ওর এখন উচিত মাঠে গিয়ে নিজের স্বভাবসিদ্ধ ভঙ্গিতে ক্রিকেট খেলা।’

 

এখানেই থেমে থাকেননি শোয়েব আখতার। তিনি আরও যোগ করে বলেন, ‘ওর বিরুদ্ধে একটা গোষ্ঠী তৈরি হয়ে গিয়েছে। কয়েকজন মানুষ ওর বিরুদ্ধে কিছু না কিছু কাজ করেই চলেছে। সেই জন্যই নেতৃত্ব ছাড়তে বাধ্য হয়েছে বিরাট। যারাই তারকা হয়ে যায়, তাদেরই এই সমস্যার মুখে পড়তে হয়। তবে এখানে ভয় পাওয়ার কিছু নেই।’

 

এই মুহূর্তে খারাপ ফর্মে আছেন বিরাট কোহলি। সে প্রসঙ্গে প্রাক্তন পাক পেসার বলেন, ‘বটম হ্যান্ড ব্যবহার করে ও অনেক রান করেছে। বটম হ্যান্ড ক্রিকেটাররা অফ ফর্মে থাকলে রানে ফিরতে অনেকটা সময় লাগে। আমি নিশ্চিত, ও আবার রানে ফিরবে। ওর উচিত সব গ্লানি ভুলে এগিয়ে যাওয়া। সবাইকে ক্ষমা করে দিয়ে নিজের লক্ষ্যে এগিয়ে যাক বিরাট। ক্রিকেটকে উপভোগ করুক।’

 

ভারতের টেস্ট অধিনায়ক কে হবেন তা নিয়ে চর্চা চলছেই। শোয়েব মনে করেন ভারতীয় ক্রিকেট বোর্ড যথাযথ সিদ্ধান্ত নেবে। একই সঙ্গে রাওয়ালপিণ্ডি এক্সপ্রেস বলেন, ‘মেলবোর্নে আমরা আবার ভারতকে হারাব। টি-টোয়েন্টিতে ভারতের চেয়ে অনেক ভালো দল পাকিস্তান।’ অক্টোবরের ১৬ তারিখ থেকে শুরু টি-টোয়েন্টি বিশ্বকাপ। ২২ থেকে শুরু সুপার টুয়েলভ। ২৩ অক্টোবরই ভারত-পাক মহারণ।

 

 

আরও পড়ুন: কোহলিকে শো-কজ নোটিস পাঠানোর কথা না ভেবে সৌরভকে পরিণতবোধ দেখাতে হবে

Next Article