Cricket World Cup 2023: বীরুর মতে বিশ্বকাপে কার ব্যাট সুপারহিট হতে চলেছে?
Virender Sehwag: ওডিআই বিশ্বকাপের আগে ভারতের প্রাক্তন তারকা ক্রিকেটার বীরেন্দ্র সেওয়াগ জানিয়েছেন, তাঁর মতে আইসিসির এই মেগা টুর্নামেন্টে এ বার সব চেয়ে বেশি রান করবেন কোন ক্রিকেটার।
নয়াদিল্লি: ক্রিকেট প্রেমীদের মধ্যে সর্বক্ষণ আলোচনা চলছে ওডিআই বিশ্বকাপ (Cricket World Cup 2023) নিয়ে। অক্টোবরে ভারতে শুরু হবে কাপ যুদ্ধ। ১২ বছর কি বিশ্বকাপের জয়ের স্বাদ পাবে ভারত? আয়োজক হিসেবে ২০১১ সালে বিশ্বকাপ জিতেছিল ভারত। তাই এ বার ভারতের ক্রিকেট প্রেমীরা একটাই প্রার্থনা করে চলেছেন, বিশ্বকাপ উঠুক রোহিত শর্মার (Rohit Sharma) হাতে। এই পরিস্থিতিতে ভারতের প্রাক্তন তারকা ক্রিকেটার বীরেন্দ্র সেওয়াগ (Virender Sehwag) বেছে নিয়েছেন, তাঁর মতে এ বারের বিশ্বকাপে যে ক্রিকেটারের ব্যাট সুপারহিট হতে পারে। কার কথা বলেছেন বীরু? বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।
বীরুর চোখে এ বারের ওডিআই বিশ্বকাপে হিটম্যানের ব্যাট হতে চলেছে সুপারহিট
সম্প্রতি আইসিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে বীরেন্দ্র সেওয়াগ জানিয়েছেন, তিনি মনে করেন ভারতের মাটিতে হতে চলা এ বারের ওডিআই বিশ্বকাপে বেশি রান করতে পারবেন ওপেনাররা। তবে তিনি মনে করেন, টুর্নামেন্টে সব চেয়ে বেশি রান সংগ্রহকারী ব্যাটার হতে পারেন ভারত অধিনায়ক রোহিত শর্মা।
বিশ্বকাপে কোন ক্রিকেটার সব চেয়ে বেশি রান করতে পারেন এই প্রসঙ্গে সেওয়াগ বলেন, ‘ভারতের উইকেট যেহেতু ভীষণ ভালো তাই আমার মনে হয় একাধিক ওপেনার এখানে বেশি রান করবে। তাই ওপেনারদের কাছে বিরাট সুযোগ থাকছে। বিশ্বকাপে সব চেয়ে বেশি রান করবে কে, এ ক্ষেত্রে যেহেতু আমাকে একজনকে বেছে নিতে হবে, আমি তাতে বাছব রোহিত শর্মাকে। অনেকেই এই তালিকায় থাকতে পারত। কিন্তু আমি যেহেতু ভারতীয়, তাই একজন ভারতীয়কেই বেছে নেব। আর সেটা রোহিত শর্মা।’
তিনি আরও বলেন, ‘আমি রোহিত শর্মাকে বেছে নিচ্ছি কারণ, বিশ্বকাপ এলেই ওর এনার্জির মাত্রা বেড়ে যায়। ওর পারফরম্যান্সও তখন হয় নজরকাড়া। আর এ বার তো ও ক্যাপ্টেন। তাই আমার মনে হয় এ বারের বিশ্বকাপে ও কিন্তু যে কোনও দলের বিরুদ্ধে বড় তফাত গড়ে দিতে পারে। এবং আশা করি ও প্রচুর রানও করবে।’
অতীতে ফিরে গেলে দেখা যাবে, ২০১৯ সালের বিশ্বকাপে সর্বাধিক রান করেছিলেন রোহিত শর্মা। সে বার তিনি পুরো টুর্নামেন্টে মোট ৫টি সেঞ্চুরিও করেছিলেন। সে বার তিনি ৯টি ম্যাচ খেলে করেছিলেন ৬৪৮ রান। এবং ভারত বিশ্বকাপের সেমিফাইনালেও পৌঁছেছিল। সেখানে নিউজিল্যান্ডের কাছে হেরে গিয়ে ভারতের বিশ্বকাপ যাত্রা শেষ হয়েছিল। এ বার দেখার আসন্ন ওডিআই বিশ্বকাপে কতদূর যেতে পারে রোহিতের ভারত।