MS Dhoni : খিচুড়ি খেয়েই বিশ্বকাপ জিতিয়েছিলেন ধোনি, ফাঁস করে দিলেন বীরু
Cricket World Cup 2023 : মুম্বইয়ে আজ এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে বিশ্বকাপ সূচি ঘোষণা করা হয়েছে। ২০১১ সালে শেষ বার বিশ্বকাপ জিতেছিল ভারত। তারপর কেটে গিয়েছে এক যুগ। আর বিশ্বকাপ জেতেনি ভারত। ১০ বছর আগে শেষ বার আইসিসি ট্রফি এসেছিল ভারতীয় শিবিরে। এ বার কি রোহিত শর্মার ভারত পারবে দেশকে বিশ্বকাপ এনে দিতে পারবে?
কলকাতা : কাউন্টডাউন শুরু… ক্যালেন্ডারে নজর রাখলে দেখা যাবে, ওডিআই বিশ্বকাপ (Cricket World Cup 2023) শুরু হতে এখনও ১০০ দিন দেরি। আজ, মুম্বইয়ে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে বিশ্বকাপ সূচি ঘোষণা করা হয়েছে। ২০১১ সালে শেষ বার বিশ্বকাপ জিতেছিল ভারত। তারপর কেটে গিয়েছে এক যুগ। আর বিশ্বকাপ জেতেনি ভারত। ১০ বছর আগে শেষ বার আইসিসি ট্রফি এসেছিল ভারতীয় শিবিরে। এ বার কি রোহিত শর্মার ভারত পারবে দেশকে বিশ্বকাপ এনে দিতে পারবে? তা সময়ই বলবে। এরই মাঝে ২০১১ সালের বিশ্বকাপ জয়ের স্মৃতিচারণা করেছেন ভারতের প্রাক্তন তারকা বীরেন্দ্র সেওয়াগ (Virender Sehwag)। বিশ্বজয়ের স্মৃতির পাতা উল্টে বীরু ফাঁস করেছেন মাহির এক সিক্রেট। বীরু জানিয়েছেন, মহেন্দ্র সিং ধোনির বিশ্বকাপ জয়ের পিছনে রহস্য কী? বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।
‘ধোনি ২০১১ সালের বিশ্বকাপ চলাকালীন রোজই খিচুড়ি খেত।’ বক্তা ভারতের প্রাক্তন তারকা ক্রিকেটার। মহেন্দ্র সিং ধোনির বিশ্বকাপ জয়ের রহস্য ফাঁস করেছেন বীরেন্দ্র সেওয়াগ। তাঁর কথায়, ‘২০১১ বিশ্বকাপের সময় দলের সকলেই কিছু না কিছু কুসংস্কার মেনে চলত। মহেন্দ্র সিং ধোনি যেমন প্রত্যেকদিন খিচুড়ি খেত। ওকে প্রশ্ন করেছিলাম রোজ কেন খিচুড়ি খাও? ও তখন বলত আমি রান না করলেও এই কুসংস্কার কাজ করছে, আর আমরা ম্যাচ জিতছি।’
বীরু জানান, ২০১১ সালের বিশ্বকাপের সময় একটা এমন পরিস্থিতি তৈরি হয়েছিল, ভারতীয় ক্রিকেটাররা যেখানেই যেতেন সবাই আবদার করত, টিম ইন্ডিয়া যেন ম্যাচ জেতে। পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচের আগে সেই আবদার আরও বেড়ে যেত। সেওয়াগের কথায়, ‘টিম হোটেল থেকে স্টেডিয়ামের বাইরে, যেখানেই যেতাম সকলেই বলত টিম ইন্ডিয়া যেন ম্যাচ জেতে। কেউ কেউ আবার বিশ্বকাপের ম্যাচের টিকিটের খোঁজ করত।’
২০১১ সালের ২ এপ্রিল ওয়াংখেড়েতে শ্রীলঙ্কাকে হারিয়ে দ্বিতীয় বার বিশ্বকাপ জিতেছিল ভারত। ওয়াংখেড়ে স্টেডিয়াম থেকে শুরু করে সে দিন মুম্বইয়ের রাজপথে নেমে এসেছিলেন হাজার হাজার ক্রিকেট প্রেমীরা। সেওয়াগ জানান, তাঁরা যেদিন বিশ্বকাপ জিতেছিলেন, সেই দিন ওয়াংখেড়ে থেকে টিম হোটেলে তাঁদের ফিরতে গেলে ১ ঘণ্টা ৩০ মিনিট। যেখানে পৌঁছতে সাধারণ দিনে লাগত ১৫ মিনিট। বীরুর কথায়, ‘সেই সময় আমাদের টিম বাসে বসে নিজেদের মনে হচ্ছিল বর। আর রাস্তায় উৎসব করছে বরযাত্রীরা।’ এই ছবির পুনরাবৃত্তি কি এ বার হবে চলতি বছরের ১৯ নভেম্বর? ওই দিনই কেন? কারণ আমেদাবাদে এ বারের বিশ্বকাপের মেগা ফাইনাল হবে ১৯ নভেম্বর। ভারত যদি ফাইনালে ওঠে আর বিশ্বকাপ জেতে, তা হলে নিশ্চিতভাবে এই ছবি দেখা যাবে।