Watch Video: কোন টিম স্নান করে না, কোন টিম গালিগালাজ করে বেশি… সেওয়াগের আশ্চর্য ইন্টারভিউ

ক্রিকেট খেলিয়ে দেশগুলির মধ্যে জনপ্রিয়তার নিরিখে শীর্ষে বসানো যায় টিম ইন্ডিয়াকে। এ কথা আমরা বলছি না। ক্রিকেট মহলে এই নিয়ে আলোচনা হয়। ক্রিকেট অনুরাগীদের চোখে সবচেয়ে বেশি জনপ্রিয় দলের তালিকায় ভারতের পাশাপাশি রয়েছে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা। জনপ্রিয়তার নিরিখে যে দল যে স্থানেই থাকুক না কেন, তাদের হাঁড়ির খবর ফাঁক করেছেন এ বার ভারতীয় কিংবদন্তি বীরেন্দ্র সেওয়াগ।

Watch Video: কোন টিম স্নান করে না, কোন টিম গালিগালাজ করে বেশি... সেওয়াগের আশ্চর্য ইন্টারভিউ
কোন টিম স্নান করে না, কোন টিম গালিগালাজ করে বেশি... সেওয়াগের আশ্চর্য ইন্টারভিউ
Follow Us:
| Updated on: Feb 09, 2024 | 8:00 AM

কলকাতা: ভাবুন তো আপনার প্রিয় ক্রিকেটাররা স্নান করতে পছন্দ করেন না। এমনটা শুনলে কেমন লাগবে? হয়তো আপনি নাক সিঁটকোবেন। আবার হঠাৎ যদি শোনেন আপনার প্রিয় ক্রিকেট টিম সবচেয়ে বেশি গালিগালাজ করে… তা হলে? হয়তো ফ্যান হিসেবে আপনি অস্বস্তি বোধ করতে পারেন। ক্রিকেট খেলিয়ে দেশগুলির মধ্যে জনপ্রিয়তার নিরিখে শীর্ষে বসানো যায় টিম ইন্ডিয়াকে। এ কথা আমরা বলছি না। ক্রিকেট মহলে এই নিয়ে আলোচনা হয়। ক্রিকেট অনুরাগীদের চোখে সবচেয়ে বেশি জনপ্রিয় দলের তালিকায় ভারতের পাশাপাশি রয়েছে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা। জনপ্রিয়তার নিরিখে যে দল যে স্থানেই থাকুক না কেন, তাদের হাঁড়ির খবর ফাঁক করেছেন এ বার ভারতীয় কিংবদন্তি বীরেন্দ্র সেওয়াগ (Virender Sehwag)। যে আশ্চর্য ইন্টারভিউ শুনলে হাসতে হাসতে পেটে খিল ধরতে পারে।

নেটদুনিয়ায় ঘোরাফেরা করছে ‘কমেডি নাইটস উইথ কপিল’ নামের জনপ্রিয় শো-এর এক পুরনো ভিডিয়ো। যেখানে একবার গিয়েছিলেন ভারতীয় প্রাক্তন তারকা ক্রিকেটার বীরেন্দ্র সেওয়াগ। সেখানেই নভজোৎ সিং সিধুর পাশে বীরু ওই শো-য়ের সঞ্চালক কপিলকে একঝাঁক প্রশ্নের উত্তর দিয়েছিলেন। কিছুটা সিরিয়াস, কিছুটা হয়তো মজার ছলেই উত্তর দিয়েছিলেন সেওয়াগ। ভারতীয় প্রাক্তন তারকার সেই আশ্চর্য সাক্ষাৎকার নিম্নে বিস্তারিত দেওয়া হল…

প্রশ্ন – আপনার মতে কোন ক্রিকেট টিম সবচেয়ে কুল (কোনও কিছু পরোয়া করে না)?

উত্তর – সময় ব্যয় না করে বীরু বলেন, ‘শ্রীলঙ্কা। কারণ অর্ধেকের বেশি ক্রিকেটাররা তো ইংরেজি বলতে পারে না। তাই যেখানেই যায়, নিজেদের কাজ করে আর চুপ চাপ চলে যায়।’

প্রশ্ন – কোন টিম সবচেয়ে বেশি পার্টি করে?

উত্তর – এ বারও বীরুর চটজলদি উত্তর, ‘ওয়েস্ট ইন্ডিজ। ওরা যা পার্টি করে, তা আর কোনও দল করতে পারে না।’

প্রশ্ন – কোন দল সবচেয়ে বেশি গালিগালাজ করে?

উত্তর – পাকিস্তান (মুচকি হেসে বলেন সেওয়াগ)।

প্রশ্ন – কোন দল পরিস্কার থাকে না? যেমন স্নান করা নিয়ে যাঁরা খুব বেশি ভাবেন না…

উত্তর – বীরু এ বার বলেন, ‘ইংল্যান্ড।’

প্রশ্ন – কোন দল সবচেয়ে ধনী?

উত্তর – কোনও সময় ব্যয় না করে সেকেন্ডের মধ্যে সেওয়াগ বলেন, ভারত।

প্রশ্ন – কোন টিমের বেশি নজর থাকে মহিলাদের উপর?

উত্তর – মুচকি হেসে বীরু বলেন অস্ট্রেলিয়া।

উল্লেখ্য, বর্তমানে আইসিসি ব়্যাঙ্কিংয় অনুযায়ী এক নম্বর টেস্ট টিম অস্ট্রেলিয়া, দুইয়ে ভারত, তিনে ইংল্যান্ড আর চারে দক্ষিণ আফ্রিকা। একইরকম ভাবে আইসিসি ওডিআই ক্রমতালিকায় নজর রাখা হলে দেখা যাবে মগডালে রয়েছে টিম ইন্ডিয়া। দুই থেকে চারে যথাক্রমে রয়েছে অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা ও পাকিস্তান। একদিনের ক্রিকেটের পাশাপাশি আইসিসি টি-২০ ব়্যাঙ্কিংয়ের শীর্ষে রয়েছে টিম ইন্ডিয়া। দুই থেকে চারে যথাক্রমে রয়েছে নিউজিল্যান্ড, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া।