AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

জাড্ডুকে দরাজ সার্টিফিকেট বীরুর

Virendra Sehwag on Ravindra Jadeja: ব্যাটিং-বোলিং অলরাউন্ড পারফরম্যান্সে সেওয়াগকে মুগ্ধ করেছেন জাদেজা।

জাড্ডুকে দরাজ সার্টিফিকেট বীরুর
জাড্ডুকে দরাজ সার্টিফিকেট বীরুর
| Edited By: | Updated on: Aug 13, 2021 | 8:23 AM
Share

নয়াদিল্লি: অলরাউন্ডার রবীন্দ্র জাদেজার (Ravindra Jadeja) ভূয়সী প্রশংসায় বীরেন্দ্র সেওয়াগ (Virendra Sehwag)। জাদেজাকে এই মুহূর্তে ভারতের গুরুত্বপূর্ণ ক্রিকেটারের তকমা দিলেন বীরু। ব্যাটিং-বোলিং অলরাউন্ড পারফরম্যান্সে সেওয়াগকে মুগ্ধ করেছেন জাদেজা।

ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে ভালো ব্যাটিংয়ের পাশাপাশি দুরন্ত বোলিংও করেন রবীন্দ্র জাদেজা। সেওয়াগ বলেন, ‘এই দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্রিকেটার জাদেজা। টেস্ট ম্যাচে এ রকম ক্রিকেটারের কার্যকারিচতা অনেক বেশি। যে ২৫ থেকে ৩০ ওভার বল করতে পারবে। উইকেট নিয়ে দলকে ম্যাচে ফেরাবে। ৭ নম্বরে ব্যাট করতে এসে দলকে ভরসাও দেবে। নটিংহ্যামে ওর গুরুত্বপূর্ণ ৫৬ রানই ম্যাচের ফ্যাক্টর হয়ে দাঁড়ায়।’

জাদেজা যখন প্রথম বার ভারতের হয়ে খেলেছিলেন তখন সেওয়াগ ছিলেন ভাইস ক্যাপ্টেন। বীরু বলেন, জাদেজা বোলার হিসেবেই ভারতীয় দলে এসেছিলেন। তবে এমন একজন বাঁ-হাতি বোলার যে প্রয়োজনে ব্যাটিংও করতে পারেন। ধীরে ধীরে নিজেকে আরও পরিণত করে তোলেন জাড্ডু। আর এখন দলের গুরুত্বপূর্ণ অলরাউন্ডার।

আরও পড়ুন: India vs England 2021: সৌরভের লন্ডন সফরে শাস্ত্রীর কোচিং নিয়ে আলোচনার সম্ভবনা : সূত্র