VVS Laxman: NCA ছাড়ছেন ভিভিএস লক্ষ্মণ? IPL এ কামব্যাক হতে পারে যে টিমে…
রাহুল দ্রাবিড় এর আগে ছিলেন এনসিএ প্রধান। তাঁকে টিম ইন্ডিয়ার হেড কোচ করার পর লক্ষ্মণকে এনসিএ প্রধান করা হয়। দ্রাবিড়ের অনুপস্থিতিতে লক্ষ্মণকে ভারতের বি টিমের একাধিক বিদেশ সফরেও কোচ হিসেবে পাঠানো হয়েছে। এই তো এ মাসেই হওয়া জিম্বাবোয়ে সফরেও শুভমন গিলদের সঙ্গে লক্ষ্মণই হেড কোচ হিসেবে সফর করেছেন।
কলকাতা: ভারতীয় ক্রিকেটে যেন বদলের পালা শেষ হচ্ছেই না। ভারতীয় ক্রিকেট টিমে সদ্য নতুন কোচ, সাপোর্ট স্টাফ, নতুন ক্যাপ্টেন এসেছেন। এ বার জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতেও বদলের পালা। সম্প্রতি শোনা গিয়েছে, আর এনসিএতে থাকবেন না ভিভিএস লক্ষ্মণ (VVS Laxman)। তিনি জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির প্রধান। কিন্তু এ বার তাঁর আর এই দায়িত্বের চুক্তি বাড়ানোর ইচ্ছে নেই। এ বছরের সেপ্টেম্বর অবধি এনসিএ (NCA) প্রধান হিসেবে তাঁর চুক্তি রয়েছে। এই পরিস্থিতিতে বিভিন্ন রিপোর্ট মারফত জানা গিয়েছে, আইপিএলে ফিরতে চলেছেন তিনি। কোন টিমে যোগ দেবেন?
রাহুল দ্রাবিড় এর আগে ছিলেন এনসিএ প্রধান। তাঁকে টিম ইন্ডিয়ার হেড কোচ করার পর লক্ষ্মণকে এনসিএ প্রধান করা হয়। দ্রাবিড়ের অনুপস্থিতিতে লক্ষ্মণকে ভারতের বি টিমের একাধিক বিদেশ সফরেও কোচ হিসেবে পাঠানো হয়েছে। এই তো এ মাসেই হওয়া জিম্বাবোয়ে সফরেও শুভমন গিলদের সঙ্গে লক্ষ্মণই হেড কোচ হিসেবে সফর করেছেন। টাইমস অব ইন্ডিয়ার রিপোর্ট অনুযায়ী গৌতম গম্ভীরকে ভারতের নতুন কোচ করার আগে বোর্ড লক্ষ্মণকে সেই দায়িত্ব নিতে বলেন। কিন্তু দলের সঙ্গে এত ভ্রমণ করতে হবে, সে কথা ভেবে তিনি এই প্রস্তাব প্রত্যাখান করেন।
এ বার প্রশ্ন দুটি? প্রথম, এনসিতে লক্ষ্মণের জায়গায় আসবেন কে? দুই, লক্ষ্মণ যদি আইপিএলে ফেরেন, কোন দলে যোগ দেবেন? প্রথম প্রশ্নের উত্তর হিসেবে উঠে আসছে, ভারতের প্রাক্তন ব্যাটিং কোচ বিক্রম রাঠৌরকে এনসিএ প্রধান হিসেবে দেখা যেতে পারে। আর দ্বিতীয় প্রশ্নের উত্তর, লক্ষ্মণকে নিতে আগ্রহী লখনউ সুপার জায়ান্টস। সূত্রের খবর, লক্ষ্মণের সঙ্গে লখনউ ম্যানেজমেন্টের প্রাথমিক কথাও নাকি হয়েছে। লক্ষ্মণ এর আগে ২০১৩ থেকে ২০২১ সাল অবধি সানরাইজার্স হায়দরাবাদের মেন্টর হিসেবে কাজ করেছেন। ফলে আইপিএলেও তাঁর অভিজ্ঞতা রয়েছে। এ বার দেখার শেষ অবধি কোথায় যোগ দেন তিনি।