T20 World Cup 2021: নিজের বিতর্কিত মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন ওয়াকার

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Oct 27, 2021 | 8:08 PM

ধর্মীয় মন্তব্য করে তীব্র সমালোচনার মুখে পড়েছিলেন ওয়াকার ইউনিস (Waqar Younis)। এক দিন পর তিনি আবার নিঃশর্ত ক্ষমাও চেয়ে নিলেন।

T20 World Cup 2021: নিজের বিতর্কিত মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন ওয়াকার
T20 World Cup 2021: নিজের বিতর্কিত মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন ওয়াকার

Follow Us

করাচি: ভারত-পাকিস্তান (India vs Pakistan) ম্যাচের রেশ যেন কাটতেই চাইছে না। মাঠে যাঁরা খেললেন, তাঁদের কাজ শেষ হয়ে গিয়েছে ম্যাচের পর। কিন্তু টি-২০ বিশ্বকাপের (T20 World Cup 2021) ওই ম্যাচের পর থেকে প্রাক্তন ক্রিকেটাররা যেন একের পর এক বিতর্ক তৈরি করছেন। এ ক্ষেত্রে অনেকটাই এগিয়ে রয়েছে পাকিস্তানি ক্রিকেটাররা। ধর্মীয় মন্তব্য করে তীব্র সমালোচনার মুখে পড়েছিলেন ওয়াকার ইউনিস (Waqar Younis)। এক দিন পর তিনি আবার নিঃশর্ত ক্ষমাও চেয়ে নিলেন।

ভারতের বিরুদ্ধে ম্য়াচে রান তাড়া করার সময় নামাজ মাঠেই পড়েছিলেন ওপেনার মহম্মদ রিজওয়ান (Mohammad Rizwan)। পরদিন যখন পাকিস্তানের একটি টিভি চ্যানেলে ম্যাচ নিয়ে বিশ্লেষণ করতে বসেছিলেন ওয়াকার, তখন হঠাৎই বলে বসেন, ভারতের হিন্দু সমর্থকদের সামনে রিজওয়ানে নামাজ পড়া তাঁর অত্যন্ত ভালো লেগেছে। যা শুনে পাকিস্তানের হিন্দুদের মতো ভারতের হিন্দুরাও চটেছেন। শুধু তাই নয়, ধর্মনিরপেক্ষ মানুষরাও প্রাক্তন পাক অধিনায়কের মন্তব্যে আহত হয়েছেন।

ওয়াকার টুইটারে লিখেছেন, ‘উত্তেজনার বশে আমি ওই মন্তব্য করে বসেছিলাম। যেটা আমি বলেছি, সেটা আসলে বলতে চাইনি। কোনও ভাবেই কারও ধর্মীয় আবেগে আঘাত করতে চাইনি। আমি যা বলেছি, তার জন্য ক্ষমা চাইছি। আমার কথা অর্থ ওটা ছিল না। নিঃসন্দেহে আমি ভুল করেছি। খেলা যে কোনও লড়াই, রং, ধর্মের উর্ধ্বে উঠে মানুষকে মেলায়।’

ওয়াকারের এই মন্তব্যের পর বিতর্ক ছড়াতে শুরু করে ওয়াঘার এপারে। ভারতের ওয়াসিম জাফর টুইটারে লেখেন, ‘অত্যন্ত জঘন্য একটা মন্তব্য করেছে ওয়াকার ইউনিস।’

ধারাভাষ্যকার হর্ষ ভোগলে লেখেন, ‘ওয়াকার ইউনিসের মতো কোনও ক্রিকেটারের কাছ থেকে যখন শুনি, হিন্দুদের সামনে রিজওয়ানের নামাজ পড়া অত্যন্ত সুখদায়ক দৃশ্য, তখন খুব খারাপ লাগে শুনতে। আমরা অনেকেই চেষ্টা করি যাতে এইরকম ব্যাপার চেপে রাখা যায়। তার পরও যখন শুনি, ধংস্বাত্মক মনে হয়।’

 

আরও পড়ুন: Scotland vs Namibia Live Score, T20 World Cup 2021: পাওয়ার প্লে-র মধ্যে চতুর্থ উইকেট হারিয়ে ফেলল স্কটরা

আরও পড়ুন: T20 World Cup 2021: আত্মবিশ্বাসটাই পাল্টে দিয়েছে পাকিস্তানকে, বলছেন বাবর

আরও পড়ুন: টুইটারে আমিরকে স্পট ফিক্সিং মনে করালেন হরভজন

Next Article