Scotland vs Namibia Match Highlights, T20 World Cup 2021: স্কটদের বিরুদ্ধে শেষ ওভারে ছয় মেরে নামিবিয়াকে জেতালেন স্মিট

| Edited By: | Updated on: Oct 27, 2021 | 10:55 PM

Scotland vs Namibia Live Score in Bengali: দেখুন টি-২০ বিশ্বকাপে (T20 World Cup) স্কটল্যান্ড বনাম নামিবিয়া (Scotland vs Namibia) ম্যাচের পুঙ্খানুপুঙ্খ লাইভ আপডেট।

Scotland vs Namibia Match Highlights, T20 World Cup 2021: স্কটদের বিরুদ্ধে শেষ ওভারে ছয় মেরে নামিবিয়াকে জেতালেন স্মিট
৪ উইকেটে জয়ী নামিবিয়া

আবু ধাবি: টি-২০ বিশ্বকাপে (T20 World Cup) সুপার-১২-এর পঞ্চম দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয়েছিল রিচি ব্যারিংটনে স্কটল্যান্ড (Scotland) ও গেরহার্ড এরাসমাসের নামিবিয়া (Namibia)। স্কটল্যান্ডের গত ম্যাচে আঙুলে চোট পাওয়ার কারণে আজকের ম্যাচে নেতৃত্ব দিচ্ছেন না কাইল কোয়ের্টজার। টি-২০ বিশ্বকাপে এই প্রথম বার মুখোমুখি হল দুই দল। টসে জিতে শুরুতে স্কটদের ব্যাট করতে পাঠিয়েছিলেন নামিবিয়ার অধিনায়ক। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটের বিনিময়ে ১০৯ রান তোলে স্কটল্যান্ড। নামিবিয়ার জয়ের জন্য প্রয়োজন ছিল মাত্র ১১০ রান। ৫ বল বাকি থাকতেই কাঙ্খিত জয় তুলে নেয় নামিবিয়া। ৬ উইকেটের বিনিময়ে ১৯.১ ওভারে ১১৫ রান তোলে নামিবিয়া।

স্কটরা বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের তিনটি ম্যাচেই জিতে মূল পর্বে পৌঁছেছিল। কিন্তু গত সোমবার আফগানিস্তানের বিরুদ্ধে ১৩০ রানের ব্যবধানে হেরেছিল রিচি ব্যারিংটনরা। এই ম্যাচেও তাঁদের কপালে জুটল হার।

LIVE Cricket Score & Updates

The liveblog has ended.
  • 27 Oct 2021 10:51 PM (IST)

    স্কটদের হারাল নামিবিয়া

    বিশ্বকাপের মূল পর্বে প্রথম বার খেলে স্কটদের ৪ উইকেটে হারাল নামিবিয়া

  • 27 Oct 2021 10:35 PM (IST)

    খেলা বাকি ৩ ওভারের

    নামিবিয়ার জয়ের জন্য প্রয়োজন ১৮ বলে ১৪ রান

  • 27 Oct 2021 10:27 PM (IST)

    ১৫ ওভারে নামিবিয়া ৮৫/৪

    খেলা বাকি ৫ ওভারের। নামিবিয়ার জয়ের জন্য প্রয়োজন ৩০ বলে ২৫ রান

  • 27 Oct 2021 10:05 PM (IST)

    ১০ ওভারে নামিবিয়া ৫৬/২

    খেলা বাকি ১০ ওভারের। নামিবিয়ার জয়ের জন্য প্রয়োজন ৬০ বলে ৫৪ রান

  • 27 Oct 2021 09:58 PM (IST)

    নামিবিয়ার ৫০ রান

    ৮.৬ ওভারে দলগত ৫০ রান পূর্ণ করল নামিবিয়া

  • 27 Oct 2021 09:44 PM (IST)

    পাওয়ার প্লে শেষ

    প্রথম ৬ ওভারে এক উইকেট হারিয়ে নামিবিয়া তুলেছে ২৯ রান

  • 27 Oct 2021 09:38 PM (IST)

    ৫ ওভারে নামিবিয়া ২৬/০

    নামিবিয়ার জয়ের জন্য প্রয়োজন ৯০ বলে ৮৪ রান

  • 27 Oct 2021 09:25 PM (IST)

    নামিবিয়ার ইনিংস শুরু

    ওপেনিংয়ে নামলেন ক্রেগ উইলিয়ামস ও মাইকেল ভ্যান লিঙ্গেন

  • 27 Oct 2021 09:06 PM (IST)

    ১০৯ রানে স্কটল্যান্ডের ইনিংস শেষ

    নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটের বিনিময়ে ১০৯ রান তোলে স্কটল্যান্ড। নামিবিয়ার জয়ের জন্য প্রয়োজন মাত্র ১১০ রান

  • 27 Oct 2021 08:59 PM (IST)

    শতরান স্কটল্যান্ডের

    ১৮.৩ ওভারে স্কটল্যান্ড দলগত শতরান পূর্ণ করল।

  • 27 Oct 2021 08:42 PM (IST)

    ১৫ ওভারে স্কটল্যান্ড ৮৪/৫

    খেলা বাকি ৫ ওভারের। ১৫ ওভারের খেলা হয়ে গেলেও এখনও ১০০ রানে পৌঁছতে পারেনি স্কটরা। শেষ ৫ ওভারে স্কোরবোর্ডে তারা কত রান যোগ করতে পারবে সেদিকেই এখন নজর।

    মিচেল লিস্ক ৩৮*, ক্রিস গ্রিয়েভাস ১৬*

  • 27 Oct 2021 08:18 PM (IST)

    ১০ ওভারে স্কটল্যান্ড ৪৩/৪

    খেলা বাকি ১০ ওভারের। প্রথম ১০ ওভারে ৪ উইকেটের বিনিময়ে স্কটরা স্কোরবোর্ডে তুলেছে ৪৩ রান।

    ম্যাথু ক্রস ১৯*, মিচেল লিস্ক ১৫*

  • 27 Oct 2021 08:01 PM (IST)

    পাওয়ার প্লে শেষ

    পাওয়ার প্লে-তে সফল নামিবিয়া। ষষ্ঠ ওভারে ক্রেগ ওয়ালেসের উইকেট হারায় স্কটল্যান্ড। ৬ ওভারের মধ্যে ৪ উইকেট হারিয়ে স্কটরা তুলেছে ২২ রান।

  • 27 Oct 2021 07:48 PM (IST)

    ৩ ওভারে স্কটল্যান্ড ৬/৩

    স্কটল্যান্ড নিজেদের ইনিংস শুরুর প্রথম ওভারেই তিন উইকেট হারিয়ে ফেলেছে। ৩ ওভারে স্কটদের স্কোর ৩ উইকেটে ৬।

  • 27 Oct 2021 07:40 PM (IST)

    এক ওভারে নামিবিয়ার রুবেনের তিন উইকেট

    প্রথম ওভারের প্রথম বলে স্কট ওপেনার জর্জ মুনসির পর, তৃতীয় ও চতুর্থ বলে প্রথমে ক্যালাম ম্যাকলয়েড ও রিচি ব্যারিংটনের উইকেট তুলে নিলেন রুবেন ট্রাম্পেলম্যান। বিনিময়ে মাত্র ৩ রান দিয়েছেন রুবেন।

  • 27 Oct 2021 07:29 PM (IST)

    স্কটল্যান্ডের ইনিংস শুরু

    ওপেনিংয়ে নামলেন জর্জ মুনসি ও ম্যাথু ক্রস।

  • 27 Oct 2021 07:17 PM (IST)

    নামিবিয়ার প্রথম একাদশ

    নামিবিয়ার প্রথম একাদশ: ক্রেগ উইলিয়ামস, মাইকেল ভ্যান লিঙ্গেন, জেন গ্রিন, গেরহার্ড এরাসমাস (অধিনায়ক), ডেভিজ উইজ, জেজে স্মিট, জ্যান ফ্রাইলিঙ্ক, পিকি ইয়া ফ্রান্স, নিকোল লফটি-ইটন, রুবেন ট্রাম্পেলম্যান ও বার্নাড স্কোল্টজ।

  • 27 Oct 2021 07:13 PM (IST)

    স্কটদের প্রথম একাদশ

    গত ম্যাচে আঙুলে চোট পাওয়ার কারণে আজকের ম্যাচে নেতৃত্ব দিচ্ছেন না কাইল কোয়ের্টজার।

    স্কটল্যান্ডের প্রথম একাদশ: জর্জ মুনসি, ক্যালাম ম্যাকলয়েড, ম্যাথু ক্রস, রিটি ব্যারিংটন (অধিনায়ক), মিচেল লিস্ক, ক্রেগ ওয়ালেস, ক্রিস গ্রিয়েভাস, মার্ক ওয়াট, জস ডেভি, সেফান শারিফ, ব্র্যাড হোয়েল

  • 27 Oct 2021 07:04 PM (IST)

    টস আপডেট

    টসে জিতল নামিবিয়া।

    টসে জিতে শুরুতে বোলিংয়ের সিদ্ধান্ত নিলেন নামিবিয়ার অধিনায়ক গেরহার্ড এরাসমাস।

  • 27 Oct 2021 06:54 PM (IST)

    প্রথম ম্যাচের জন্য ঈগলসরা তৈরি

  • 27 Oct 2021 06:54 PM (IST)

    দেখুন নামিবিয়ার অলরাউন্ডারদের

  • 27 Oct 2021 06:52 PM (IST)

    স্কটদের মুখে নামার অপেক্ষায় নামিবিয়া

    আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে সুপার-১২ এ স্কটল্যান্ড বনাম নামিবিয়া দ্বৈরথ

Published On - Oct 27,2021 6:50 PM

Follow Us: