Washington Sundar: রিয়ান পরাগ, হার্দিককে ছাপিয়ে ইমপ্যাক্ট ফিল্ডার ওয়াশিংটন! নেপথ্যে কোন সমীকরণ?

IND vs BAN: শান্তদের হারানোর পর টিম ইন্ডিয়ার (Team India) ড্রেসিংরুমে দেওয়া হয়েছে, ইমপ্যাক্ট ফিল্ডার অব দ্য সিরিজের পুরস্কার। যা পেয়েছেন ওয়াশিংটন সুন্দর। এই পদক পাওয়ার দৌড়ে ছিলেন হার্দিক পান্ডিয়া (Hardik Pandya), রিয়ান পরাগরা। তাঁদের কী ভাবে ছাপিয়ে গেলেন ওয়াশি?

Washington Sundar: রিয়ান পরাগ, হার্দিককে ছাপিয়ে ইমপ্যাক্ট ফিল্ডার ওয়াশিংটন! নেপথ্যে কোন সমীকরণ?
Washington Sundar: রিয়ান পরাগ, হার্দিককে ছাপিয়ে ইমপ্যাক্ট ফিল্ডার ওয়াশিংটন! নেপথ্যে কোন সমীকরণ?Image Credit source: PTI
Follow Us:
| Updated on: Oct 13, 2024 | 5:34 PM

কলকাতা: টিম ইন্ডিয়ার যে কোনও সিরিজ শেষ হলেই একটা বিশেষ জিনিসের অপেক্ষায় থাকেন ভারতের ক্রিকেট প্রেমীরা। আসলে গত কয়েক মাস ধরে ভারতের ড্রেসিংরুমে চালু হয়েছে এক বিশেষ প্রথা। যেখানে কোনও সিরিজে ফিল্ডিংয়ে সবচেয়ে বেশি নজর কাড়েন যিনি, তাঁকে দেওয়া হয় সিরিজ সেরার মেডেল। সদ্য বাংলাদেশকে ৩-০ ব্যবধানে টি-২০ সিরিজ হারিয়েছে টিম ইন্ডিয়া। এ বার শান্তদের হারানোর পর টিম ইন্ডিয়ার (Team India) ড্রেসিংরুমে দেওয়া হয়েছে, ইমপ্যাক্ট ফিল্ডার অব দ্য সিরিজের পুরস্কার। যা পেয়েছেন ওয়াশিংটন সুন্দর। এই পদক পাওয়ার দৌড়ে ছিলেন হার্দিক পান্ডিয়া (Hardik Pandya), রিয়ান পরাগরা। তাঁদের কী ভাবে ছাপিয়ে গেলেন ওয়াশি?

বিসিসিআইয়ের শেয়ার করা এক ভিডিয়োতে দেখা গিয়েছে টিমের ফিল্ডিং কোচ টি দিলীাপ বলছেন, ‘পুরো সিরিজে যেভাবে ভারতীয় ফিল্ডাররা ফিল্ডিং করেছে, তা এক কথায় অনবদ্য। আমরা একটা ঐক্যবদ্ধ দল হিসেবে এই সিরিজটা খেলেছি। এক শতাংশ সুযোগ পেলেও সেটাকেই কাজে লাগানো চেষ্টা করেছি। আর এটাই আমাদের শক্তি ও গভীরতাকে প্রমাণ করে।’

এই খবরটিও পড়ুন

এরপর ভারতের হেড কোচ গৌতম গম্ভীরকে পাশে নিয়ে দলের ফিল্ডিং কোচ ইমপ্যাক্ট প্লেয়ার মেডেল পাওয়ার দৌড়ে থাকা ক্রিকেটারদের নাম একে একে বলতে থাকেন। তাতে প্রথমেই তিনি হার্দিকের কথা বলেন। এরপর তিনি বলেন, ‘আমি দ্বিতীয় নামটা যার বলব, সে এক শতাংশ সুযোগকেও দারুণভাবে কাজে লাগিয়েছে। ও অসাধারণ ফিল্ডিং করে রান বাঁচিয়েছে। ভালো ক্যাচ নিয়েছে। সে হল রিয়ান পরাগ। আর এই তালিকায় তৃতীয় নাম ওয়াশিংটন সুন্দর। যে দিল্লিতে বাউন্ডারি লাইনে দাঁড়িয়ে ধারবাহিকভাবে রান বাঁচিয়েছিল। বিভিন্ন জায়গায় সঠিক সময়ে পৌঁছেছিল।’

সব শেষে দিলীপ বলেন, ‘এই সিরিজে সকলেই ভালো ফিল্ডিং করেছে। কিন্তু একজন একটু ব্যতিক্রমী। সে যখনই আমাদের টিমে আসে, অনেকটা উন্নতি করার চেষ্টা করে। সে হল ওয়াশিংটন সুন্দর। এই সিরিজে সেরা ফি‌ল্ডার ও।’ ওয়াশিনটনকে সেরা ইমপ্যাক্ট ফিল্ডারের মেডেল তুলে দেন জীতেশ শর্মা। তা পেয়ে ওয়াশিংটন সুন্দর বলেন, ‘আমি যখনই মাঠে থাকি, নিজের ১০০ শতাংশ দেওয়ার চেষ্টা করি। সকলেই মাঠে অবদান রাখে, পরিস্থিতি যাই হোক না কেন। এর জন্য টি দিলীপ স্যার এবং সকল সাপোর্ট স্টাফদের কাছে আমি অত্যন্ত কৃতজ্ঞ।’

ভারতীয় ক্রিকেট মহল মনে করেছিল, হার্দিক নয়াদিল্লিতে যে ভাবে ২৭ মিটারের দূরত্ব কভার করে ক্যাচ নিয়েছিলেন, তাতে এই সিরিজের সেরা ফিল্ডারের পুরস্কার তিনিই পাবেন। কিন্তু এক্ষেত্রে এক একটি আলাদা ক্যাচকে বেশি গুরুত্ব না দিয়ে ধারাবাহিকতাকে গুরুত্ব দেওয়া হয়েছে। যে কারণেই পরাগ, হার্দিকদের ছাপিয়ে গেলেন সুন্দর।