Washington Sundar IPL 2025 Auction: দাম পেলেন না অশ্বিনের বিকল্প, মাত্র ৩.২০ কোটিতে গুজরাটে সুন্দর
Washington Sundar Auction Price: ক্রিকেট মহলে অনেকেই মনে করেছিলেন ওয়াশিংটন সুন্দরের দাম নিলামে অনেকটাই উঠবে। কিন্তু প্রত্যাশা মতো দর উঠল না তাঁর।
কলকাতা: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের মেগা নিলামে বেশ কয়েকজন ভারতীয় ক্রিকেটারের দিকে বাড়তি নজর যে থাকবে, তা সকলের জানা ছিল। এই তালিকায় রয়েছেন তামিলনাড়ুর অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দর। ক্রিকেট কেরিয়ারের শুরুটা ওয়াশিংটন সুন্দর করেছিলেন ব্যাটারের ভূমিকায়। পরবর্তীতে অফ-স্পিনার হিসেবে ক্রিকেট মহলে নজর কাড়েন। ২০১৬-১৭ মরসুমে রঞ্জি ট্রফির মঞ্চে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক হয়। রবিচন্দ্রন অশ্বিনের মতোই তিনি ব্যাটার হিসেবে ক্রিকেট দুনিয়ায় পা রাখেন। পরবর্তীতে অফ-স্পিন বোলিংয়ে হাত পাকান তিনি। কিন্তু ব্যাটিংয়ের প্রতি তাঁর টান কমেনি। এ বারের আইপিএলের মেগা নিলামের টেবিলে তামিলনাড়ুর তারকাকে নেওয়ার জন্য লড়াই হল লখনউ সুপার জায়ান্টস ও গুজরাট টাইটান্সের। ২ কোটি বেস প্রাইস ছিল তাঁর। গুজরাট তাঁর জন্য ওপেনিং বিড করে। শেষ অবধি গিলের দলই ৩.২০ কোটিতে কিনে নেয় সুন্দরকে।
২০১৭ সালে তামিলনাড়ুর হয়ে রঞ্জি ট্রফিতে সেঞ্চুরি করেন সুন্দর। সে বছরই তাঁর আইপিএল ডেবিউ হয়। যদিও নিলামে তিনি অবিক্রিত ছিলেন। পরবর্তীতে রাইজিং পুনে সুপারজায়ান্টসে রবিচন্দ্রন অশ্বিনের পরিবর্ত হিসেবে সুযোগ পান তিনি। সেই মরসুমে ১১টি ম্যাচ খেলার সুযোগ পেয়েছিলেন। ডেবিউ আইপিএল মরসুমে ৮টি উইকেট নেন। ব্যাট হাতে সে বার করেন মাত্র ৯ রান।
আইপিএলে সুন্দরের পুনে অধ্যায় শেষ হওয়ার পর ২০১৮ সালের আইপিএল নিলামে আরসিবি কেনে তাঁকে। বেঙ্গালুরুতে ২০২১ সাল অবধি কাটান সুন্দর। এরপর ২০২২ সালের নিলামে সানরাইজার্স হায়দরাবাদ ৮.৭৫ কোটি টাকায় কেনে তাঁকে। সে বছর ৯টি ম্যাচ খেলেন তিনি। তারপর ২০২৩ সালে ৭টি ও গত আইপিএলে তিনি ২টি ম্যাচ খেলার সুযোগ পেয়েছিলেন। এ বারের মেগা নিলামের আগে তাঁকে রিটেন করেনি অরেঞ্জ আর্মি। তার ঠিক পরেই দেশের মাটিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্টে সুযোগ পেয়ে ভালো পারফর্ম করেন। এরপর থেকেই শোনা যাচ্ছিল, মুম্বই ইন্ডিয়ান্স, গুজরাট টাইটান্স ও চেন্নাই সুপার কিংস নিলামে ফোকাস করবে সুন্দরের উপর। নিলামে মুম্বই, চেন্নাই তাঁকে নিয়ে আগ্রহ না দেখালও গুজরাট দেখাল। এবং টিমে নিল।
আইপিএল কেরিয়ারে ৬০টি ম্যাচ খেলে ৩৭৮ রান করেছেন বাঁ-হাতি সুন্দর। আর তিনি আইপিএলে বোলিংয়ের সুবাদে ঝুলিতে ভরেছেন ৩৭টি উইকেট।