AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Sourav Ganguly: আর মাত্র কয়েক মাস! বায়োপিক নিয়ে বড় আপডেট সৌরভ গঙ্গোপাধ্যায়ের

Sourav Ganguly's Biopic: ক্রিকেট থেকে অবসর নিলেও সৌরভ গঙ্গোপাধ্যায়কে নিয়ে আগ্রহ, কৌতুহল, উন্মাদনা এক বিন্দুও কমেনি। বায়োপিকের মাধ্যমে আরও অনেক কিছুই জানার সুযোগ হবে ক্রিকেট প্রেমীদের। কিন্তু কবে আসছে সৌরভের বায়োপিক? জানিয়ে দিলেন নিজেই।

Sourav Ganguly: আর মাত্র কয়েক মাস! বায়োপিক নিয়ে বড় আপডেট সৌরভ গঙ্গোপাধ্যায়ের
Image Credit source: Rupak De Chowdhuri/NurPhoto via Getty Images
Follow Us:
| Updated on: Jun 23, 2025 | 7:01 PM

লর্ডসের ব্যালকনিতে জার্সি খুলে ওড়ানোই হোক বা ইডেন গার্ডেন্সে স্টিভ ওয়াকে ‘অপেক্ষা’ করানো। ক্রিকেট মাঠে সৌরভ গঙ্গোপাধ্যায়ের দাদাগিরির এমন অনেক উদাহরণ রয়েছে। ভারতের সর্বকালের সেরা অধিনায়কদের অন্যতম সৌরভ। ক্রিকেট প্রশাসনেও একইরকম সফল। তাঁর ক্রিকেট কেরিয়ার থেকে অনেক কিছুই শেখার রয়েছে। বিশেষ করে তাঁর কামব্যাক। বিশ্ব ক্রিকেটে অন্যতম সেরা প্রত্যাবর্তন বলা হয় সৌরভের ফিরে আসাকে। এমন অনেক অজানা তথ্যই রয়েছে, যা নিয়ে কৌতুহল কম নয়। ক্রিকেট থেকে অবসর নিলেও সৌরভ গঙ্গোপাধ্যায়কে নিয়ে আগ্রহ, কৌতুহল, উন্মাদনা এক বিন্দুও কমেনি। বায়োপিকের মাধ্যমে আরও অনেক কিছুই জানার সুযোগ হবে ক্রিকেট প্রেমীদের। কিন্তু কবে আসছে সৌরভের বায়োপিক? জানিয়ে দিলেন নিজেই।

দীর্ঘ দিন ধরেই আলোচনায় সৌরভের বায়োপিক। আসবে, আসছে, কে অভিনয় করবেন সৌরভের ভূমিকায়, এই নিয়ে নানা প্রশ্ন-জল্পনা সামনে এসেছে। সংবাদ সংস্থা পিটিআইকে এক সাক্ষাৎকারে দেশের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় নিশ্চিত করেছেন, ডিসেম্বরে মুক্তি পেতে চলেছে তাঁর বহুপ্রতিক্ষীত বায়োপিক। সৌরভের ভূমিকায় দেখা যাবে অভিনেতা রাজকুমার রাওকে।

সাক্ষাৎকারে বায়োপিক সৌরভ বলেন, ‘সবকিছুই ঠিকঠাক চলছে। আগামী ডিসেম্বরেই রিলিজ হতে চলেছে।’ যদিও পরের কথাতেই পরিষ্কার হয় আগামী ডিসেম্বর বলতে ২০২৬-এ। সৌরভ যোগ করেন, ‘জানুয়ারিতে শুটিং শুরু হবে। প্রোডাকশনের অনেক কাজ থাকে। স্ক্রিপ্ট নিয়েও আলোচনার জায়গা রয়েছে।’ সবটাই যে সময়সাপেক্ষ বলাই যায়। তবে সৌরভের মুখ থেকে এই নিশ্চয়তা আসায় এ বার অপেক্ষার পালা শুরু ক্রিকেট প্রেমীদের।