
কলকাতা: কয়েকদিন আগে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক হয়েছে বছর একুশের দানিশ মালেবরের (Danish Malewar)। সেই দানিশ এ বারের রঞ্জির নকআউটে নায়ক হয়ে উঠেছেন। এমনি এমনি এ কথা বলা হচ্ছে না। এর নেপথ্যে যথেষ্ট বড় কারণ রয়েছে। কোয়ার্টার ফাইনালে দানিশ হাফসেঞ্চুরি করেছিলেন। এরপর সেমিফাইনালেও হাফসেঞ্চুরি দানিশের। এ বার রঞ্জি ট্রফির ফাইনালেও তাঁর ব্যাট জ্বলে উঠল। ১৭১ বলে তিন অঙ্কের রানে পৌঁছান তিনি। এই ইনিংসের পথে তাঁর ব্যাটে এসেছে ১২টি চার ও ২টি ছয়।
– Fifty in Quarter Final in Ranji.
– Fifty in Semi Final in Ranji.
– Hundred in Final in Ranji.A NEW STAR HAS ARRIVED, ITS 21-YEAR-OLD FROM VIDARBHA – DANISH MALEWAR 🙇 pic.twitter.com/nfMYiNS5N8
— Johns. (@CricCrazyJohns) February 26, 2025
প্রথম শ্রেণির ক্রিকেটে দানিশ মালেবরের অবশ্য এটি প্রথম সেঞ্চুরি নয়। তিনি গুজরাটের বিরুদ্ধে নাগপুরে ১৩ নভেম্বর সেঞ্চুরি করেছিলেন দানিশ। এরপর ফাইনালের মঞ্চে জ্বলে উঠলেন তিনি। মহারাষ্ট্রের বিদর্ভ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে রঞ্জি ট্রফির ফাইনালে মুখোমুখি হয়েছে বিদর্ভ কেরল। সেখানে টস জিতে প্রথমে বিদর্ভকে ব্যাটিংয়ে পাঠান কেরল অধিনায়ক সচিন বেবি। ৬.৩ ওভারের মধ্যে জোড়া উইকেট হারিয়ে ফেলে বিদর্ভ। ওপেনার পার্থকে শূন্যে ফেরান নিধিশ। এরপর দর্শন নালকাণ্ডের উইকেট তুলে নেন ইডেন অ্যাপেল টম। এরপর ব্যাটিংয়ে নামেন দানিশ। জুটি বাঁধেন ধ্রুব শোরের সঙ্গে। এরপর ধ্রুব ফিরলে করুণ নায়ারের সঙ্গে জমাট জুটি বাঁধেন দানিশ।
Stepping up on the big stage 🔥
21-year-old Danish Malewar strode out to the crease at 11/2 in the 7th over of the innings & crafted an excellent 💯 under pressure! 👏👏#RanjiTrophy | @IDFCFIRSTBank | #Final
Scorecard ▶️ https://t.co/up5GVaflpp pic.twitter.com/0UPX1TZx9I
— BCCI Domestic (@BCCIdomestic) February 26, 2025
বিদর্ভ ও কেরলের রঞ্জি ফাইনালের প্রথম দিনের শেষে করুণ নায়ারদের স্কোর ৪ উইকেটে ২৫৪। দিনশেষে দানিশ মালেবর ২৫৯ বলে ১৩৮ রানে অপরাজিত থেকে মাঠ ছেড়েছেন।