মুম্বই: আইপিএল (IPL 2022) শুরুর দুদিন আগে চেন্নাই সুপার কিংসের (CSK) অধিনায়কত্ব ছেড়ে দেন মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni)। প্রশ্ন ওঠে কেন এমন সিদ্ধান্ত নেন মাহি? সুত্র যা বলছে মাহি চাইছিলেন তিনি হলুদ জার্সিতে মাঠ ছাড়ার আগে যেন দল ও তার অধিনায়ককে তৈরি করে দিয়ে যেতে পারেন। অধিনায়ক হয়ে জাদেজাও জানিয়ে দেন, যে কোনও পরিস্থিতিতে ধোনির কাছে চলে যাবেন। আইপিএলে জোড়া ম্যাচ হেরেছে চেন্নাই সুপার কিংস। বৃহস্পতিবার লখনউ-চেন্নাই ম্যাচে কে অধিনায়কত্ব করলেন? যারা টিভির পর্দায় চোখ রেখেছিলেন তাদের কাছে প্রশ্নের উত্তরটা খুব সহজ। রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja) বাউন্ডারি লাইনে ফিল্ডিং করলেন, আর গোটা ম্যাচটা চালালেন ধোনি। এই ছবিটা দেখার পর থেকেই ক্রিকেট মহলের প্রশ্ন, জাদেজা কি শুধু টস করার অধিনায়ক?
লখনউ সুপার জায়েন্টস-চেন্নাই সুপার কিংস ম্যাচের তখন ১৯ তম ওভার। জাদেজা ও মঈন আলির (Moeen Ali) একটি করে ওভার বাকি। কিন্তু স্পিনারকে বোলিং করুক চাননি ধোনি। বল তুলে দিলেন শিভম দুবের হাতে। ৬ বলে ২৫ রাজ হজম করলেন শিভম। ম্যাচটাও দিয়ে এলেন প্রতিপক্ষের জিম্মায়। বাউন্ডারি লাইনে তখন হতাশ মুখে দাঁড়িয়ে ক্যাপ্টেন জাদেজা। ক্রিকেট মহলের মতে নামে ক্যাপ্টেন, কাজে শুধু মাত্র একজন ফিল্ডার। যে ক্যাচের অপেক্ষা করছে। জাদেজা কি ১৯তম ওভারে বোলিং করতে চেয়েছিলেন? হয়তো হ্যাঁ, কারণ তাঁর অভিজ্ঞতা। উল্টো দিকে তখন তরুণ আয়ুষ বাদোনি। জাদেজার চোখ মুখ বলছিল তিনি খুব একটা খুশি হতে পারেননি। এখানেই যেন প্রশ্নটা আরও বড় হয়ে উঠছে, ধোনি কি জাদেজাকে গাইড করছেন, নাকি অধিনায়কত্বটাই করছেন বকলমে।
ধোনির এই ভূমিকা খুব একটা পছন্দ হয়নি, প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ও চেন্নাই সুপার কিংসে ধোনির একসময়ের সতীর্থ পার্থিব প্যাটেল। তাঁর মতে, “ধোনি যদি চান তিনি জাদেজাকে তৈরি করে যাবেন, তাহলে ওকে কঠিন সময়ে অধিনায়কত্বটা করতে দেওয়া উচিত। ও (জাদেজা) তখনই অধিনায়ক হতে পারবে যখন ওকে অধিনায়কত্বটা করতে দেওয়া হবে। ভুল না করলে ও শিখবে না।” পার্থিবের সঙ্গে একমত ক্রিকেট মহলের একটা বড় অংশ। ধোনি যখন বিরাটের ওপর ভারতীয় দলের ভার দিলেন তখন এই ছবি দেখা যায়নি। উইকেটের পেছনে দাঁড়িয়ে ধোনি পরামর্শ দিতেন, কিন্তু অধিনায়কত্বের ভারটা তুলে নিতেন না। যা হচ্ছে জাদেজার সঙ্গে। তাই ক্রিকেট মহলের প্রশ্ন জাদেজা কি শুধু টস করার অধিনায়ক?
আরও পড়ুন : IPL 2022: লখনউয়ের ‘বেবি এবি’-র ছয়ে চোট সিএসকের এক মহিলা সমর্থকের