AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

শ্রেয়সের বিকল্পের খোঁজে দিল্লি

দিল্লি ক্যাপিটালসের (Delhi Capitals) ব্যাটিং লাইনআপে এমন অনেক নাম আছে যারা শ্রেয়সের বদলে দিল্লির ব্যাটিংকে ভরসা দিতে পারেন। কিন্তু নেতা কে হবেন?

শ্রেয়সের বিকল্পের খোঁজে দিল্লি
শ্রেয়সের বিকল্পের খোঁজে দিল্লি
| Updated on: Mar 27, 2021 | 3:54 PM
Share

প্রান্তিক দেব

জার্সির রং থেকে দলের নাম। গত দু’বছরে অনেক বদল দেখেছে দিল্লি (Delhi Capitals)। পারফরম্যাসেও বদল এসেছে। যে দল লিগে তালিকার শেষ দিকে থাকা অভ্যাস করে ফেলেছিল, তারাই শেষ দুটি আইপিএলে ( IPL) প্রথম চারে শেষ করেছে। গতবার ফাইনাল খেলেছে রাজধানীর দল। এবারও দল গুছিয়ে মাঠে নামার প্রস্তুতি করছিল তারা। কিন্তু ভারত-ইংল্যান্ড একদিনের সিরিজ বড় ধাক্কা দিয়ে গেল দিল্লি ক্যাপিটালসকে। দলের নেতা শ্রেয়স আয়ারের চোট, গোটা আইপিএলেই তাঁকে আর পাওয়া যাবে না। এই খবর পাওয়ার পর থেকেই আইপিএলে আগ্রহী সবাই একটা প্রশ্নের উত্তর খুঁজে চলেছেন। শ্রেয়স নেই, তার বদলে কে? এমন নয় যে ব্যাটসম্যান শ্রেয়সকে খুব মিস করছে দল, প্রশ্ন অধিনায়কত্ব নিয়ে। দিল্লি ক্যাপিটালসের ব্যাটিং লাইনআপে এমন অনেক নাম আছে যারা শ্রেয়সের বদলে দিল্লির ব্যাটিংকে ভরসা দিতে পারেন। কিন্তু নেতা কে হবেন? তালিকায় অন্তত ছয় নাম। যাঁদের অনেকেই আইপিএলে অধিনায়কত্ব করেছেন।

শিখর ধাওয়ান: সানরাইজার্স হায়দরাবাদের হয়ে অধিনায়কত্ব করেছেন শিখর। অরেঞ্জ আর্মির নেতা হিসেবে খুব সফল না হলেও দিল্লির তালিকা থেকে বাদ দিয়ে দেওয়ার মতো নয়। তাই গব্বর থাকছেন ভাবনায়।

রবিচন্দ্রন অশ্বিন: টানা দুটি মরসুম কিংস ইলেভেন পাঞ্জাবের অধিনায়কত্ব করেছেন ভারতীয় দলের অফস্পিনার। নতুন কিছু তাঁর ক্যাপ্টেন্সিতে পাওয়া যায়নি। তবে অধিনায়ক অশ্বিনের ব্যর্থতার পিছনে পাঞ্জাবের খারাপ দলের দিকেও আঙুল তোলা যায়।

জিঙ্কে রাহানে: রাজস্থান রয়্যালসের নেতৃত্ব দিয়েছেন। ভারতীয় টেস্ট দলের নেতা হিসেবে অস্ট্রেলিয়া সফর জিতে ফিরেছেন। কিন্তু টি-২০ ক্রিকেটে তাঁর পারফরম্যান্স নিয়ে প্রশ্ন ওঠে। প্রথম দলে তিনি সুযোগ পাবেন কিনা, সেটা নিয়ে প্রশ্ন থেকেই যায়। সেটাই রাহানের অধিনায়ক হওয়ার ক্ষেত্রে সব থেকে বড় বাধা।

আরও পড়ুন: কুল-চা জুটির শেষের শুরু?

ঋষভ পন্থ বা পৃথ্বী শ: গৌতম গম্ভীরের থেকে শ্রেয়সের হাতে দলের নেতৃত্ব তুলে দিয়ে দিল্লি ম্যানেজমেন্ট বুঝিয়ে দিয়েছিল, তারুণ্যের উপর ভারসা রাখতে পছন্দ করেন তাঁরা। সেই হিসেবে সব থেকে এগিয়ে ঋষভ ও পৃথ্বী। কিছুদিন আগে পৃথ্বীর নেতৃত্বে মুম্বই মুস্তাক আলি ট্রফি চ্যাম্পিয়ন হয়েছে। সেটা তাঁর পক্ষে যাচ্ছে।

স্টিভ স্মিথ: দিল্লির অধিনায়ক হওয়ার সব থেকে বড় দাবিদার। অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ককে দলেও নেওয়ার পর থেকেই প্রশ্ন উঠেছিল, স্টিভের হাতে কি অধিনায়কত্ব তুলে দেবে দিল্লি ম্যানেজমেন্ট। কিন্তু দল জানিয়ে দেয়, নেতা থাকবেন শ্রেয়স। তবে, বর্তমান পরিস্থিতিতে শ্রেয়স নেই। তাই স্টিভ অধিনায়ক হওয়ার দৌড়ে সবচেয়ে এগিয়ে। আইপিএলে রাজস্থান রয়্যালসে অধিনায়কত্ব করা বা অন্তর্জাতিক ক্রিকেটে দীর্ঘ সময় সফল নেতৃত্ব দেওয়ার রেকর্ড স্টিভের পক্ষে। তবে এখনও স্যান্ডপেপার গেট বিতর্ক তাড়া করে অজি ক্রিকেটারকে। সেটাও মাথায় রাখতে হচ্ছে দিল্লিকে। পাশাপাশি স্টিভ অধিনায়ক হওয়া মানেই দলে তাঁর জায়গা পাকা। দলের বাকিদের মধ্যে থেকে তিনজন বিদেশি ক্রিকেটারকে বেছে নিতে হবে।

অধিনায়ক নির্বাচন করতে গিয়ে দিল্লিকে সব থেকে বেশি মাথায় রাখতে হবে দলের কম্বিনেশন। তাই শ্রেয়সের অনুপস্থিতিতে অধিনায়ক বেছে নেওয়ার কাজটা মটেই সহজ হবে না।