DC vs PBKS, IPL 2023 Match Prediction: ভেসে থাকার লড়াইয়ে মুখোমুখি দিল্লি-পঞ্জাব
IPL 2023: টুর্নামেন্টের শুরু থেকেই ছন্দে পাওয়া যায়নি দিল্লিকে। মাঝে কয়েকটা ম্যাচ জিতে ছন্দে ফিরলেও ধারাবাহিকতা দেখাতে পারেনি সৌরভের দল। শনি রাতে ঘরের মাঠে জয়ে ফিরতে মুখিয়ে ওয়ার্নাররা।
নয়াদিল্লি : আইপিএলের (IPL 2023) চলতি মরসুমটা মোটেই ভালো যাচ্ছে না দিল্লি ক্যাপিটালসের (DC)। পয়েন্ট টেবলে সবার শেষে সৌরভ গঙ্গোপাধ্যায়ের দল। ১১ ম্যাচে ঝুলিতে ৮ পয়েন্ট। প্লে অফের দৌড় থেকে কার্যত ছিটকে গিয়েছে দিল্লি। অঙ্কের বিচারে বাকি তিন ম্যাচই ডু অর ডাই। একই সঙ্গে তাকিয়ে থাকতে হবে বাকি দলগুলির দিকেও। চেন্নাই সুপার কিংসের কাছে শেষ ম্যাচ হারতেই প্লে অফের দৌড় থেকে অনেকটা দূরে সরে যায় দিল্লি ক্যাপিটালস। শনিবার রাতে ঘরের মাঠে দিল্লির সামনে পঞ্জাব (PBKS)। এ বারের আইপিএলে প্রীতি জিন্টার দলের অবস্থাও তথৈবচ। টানা ২ ম্যাচ হেরেছে পঞ্জাব। ১১ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের ৮ নম্বরে রয়েছেন শিখর ধাওয়ানরা। দিল্লির বাইশ গজ ধাওয়ানের ঘরের মাঠ। পরিচিত মাঠে বড় রানের লক্ষ্যে পঞ্জাবের অধিনায়কও। দিল্লি বনাম পঞ্জাব ম্যাচ প্রিভিউ রইল TV9Bangla Sports এ।
টুর্নামেন্টের শুরু থেকেই ছন্দে পাওয়া যায়নি দিল্লিকে। মাঝে কয়েকটা ম্যাচ জিতে ছন্দে ফিরলেও ধারাবাহিকতা দেখাতে পারেনি সৌরভের দল। শনি রাতে ঘরের মাঠে জয়ে ফিরতে মুখিয়ে ওয়ার্নাররা। এগারো জনের দলে বদল আনার চিন্তা ভাবনা রয়েছে দিল্লি থিঙ্ক ট্যাঙ্কের। মিচেল মার্শ, অক্ষর প্যাটেলরা নিজেদের সেরাটা উজাড় করে দিতে মরিয়া। দিল্লির উইকেট ব্যাটিং সহায়ক। বেশ কয়েকটি হাইস্কোরিং ম্যাচ দেখা গিয়েছে। রান তাড়া করে অধিকাংশ দলই ম্যাচ জিতেছে। তাই টস অবশ্যই ফ্যাক্টর। দ্বিতীয় ইনিংসে শিশিরের কারণে বোলারদের ক্ষেত্রেও অসুবিধে হচ্ছে।
পঞ্জাবের কাছে বাকি তিন ম্যাচই ডু অর ডাই। দিল্লিকে হারালে ভেসে থাকবেন ধাওয়ানরা। শেষ দুটো ম্যাচই হেরেছে প্রীতি জিন্টার দল। পয়েন্ট টেবলের লাস্ট বয়কে হারাতে অলআউট ঝাঁপাতে তৈরি পঞ্জাব কিংস। ৩০ বারের মুখোমুখি সাক্ষাৎকারে দুই দলই জিতেছে ১৫ বার করে। কেকেআর, মুম্বইয়ের কাছে হেরে পয়েন্ট টেবলের নীচের দিকে নেমে গিয়েছেন ধাওয়ানরা। অধিনায়ক ফর্মে আছেন। মিডল অর্ডারে ভরসা লিভিংস্টোন। বোলারদের ব্যর্থতাই ভোগাচ্ছে পঞ্জাবকে। অর্শদীপ সিং, স্যাম কারান, রাহুল চাহারদের কাছে চ্যালেঞ্জটা বেশ কঠিন। পঞ্জাবের বোলারদের ভুলের সুযোগ নিতে চায় ওয়ার্নাররা। শনিবারের রাতের পর আইপিএলের প্লে অফের ছবি কিছুটা হলেও যে পরিষ্কার হবে, তা আন্দাজ করাই যায়।