
মুম্বই: একটা দল আইপিএলের (IPL 2022) প্লে অফে পৌঁছে গিয়েছে। অপর দল প্লে অফের দৌড় থেকেই ছিটকে গিয়েছে। আজ রাতে আইপিএলের ফার্স্ট বয় বনাম লাস্ট বয়ের দ্বৈরথ। মুখোমুখি গুজরাত টাইটান্স (Gujarat Titans) বনাম মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians)। প্লে অফ নিশ্চিত হয়ে যাওয়ায় পরীক্ষা নিরীক্ষার রাস্তায় হাঁটছে গুজরাত। গত ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাটিং করে দলকে পরখ করে নিয়েছিলেন হার্দিক পান্ডিয়া। সব রকম পরিস্থিতির সঙ্গে দলকে মানিয়ে নিতেই পরীক্ষা নিরীক্ষার রাস্তায় হাঁটছে গুজরাত টাইটান্স। গত ম্যাচে গুজরাতের হয়ে বেশ ভালো ব্যাটিং করেন সাই সুদর্শন। এ বার আইপিএলের ফাইনাল হবে আমদাবাদে। তাই ঘরের মাঠে ফাইনালে উঠে দলকে খেতাব জেতানো, এর চেয়ে ভালো মুহূর্ত আর কিই বা হতে পারে! আইপিএলে প্রথম বার খেলতে নেমেই সবাইকে চমকে দিয়েছে গুজরাত টাইটান্স। গত ম্যাচে হারলেও আত্মবিশ্বাসে ভরপুর হার্দিকরা। একই সঙ্গে পয়েন্ট টেবিলের প্রথম দুইয়ে থাকাও লক্ষ্য গুজরাতের।
পাঁচ বারের চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্সের এ বারের আইপিএল অভিযানটা একেবারেই ভালো হয়নি। প্রথম ৮ ম্যাচে টানা হারের পর আইপিএলে প্রথম জয়ের দেখা পেয়েছেন রোহিত শর্মারা। হারিয়েছে রাজস্থান রয়্যালসকে। বাকি ৫ ম্যাচেও জয়ের ধারা বজায় রাখতে তৎপর মুম্বই ইন্ডিয়ান্স। রোহিত শর্মা রানের মধ্যে নেই। এ বারের আইপিএলে এখনও হাফসেঞ্চুরির দেখা পাননি হিটম্যান। গুজরাতের বিরুদ্ধে রানে ফিরতে মরিয়া মুম্বই অধিনায়ক।
সচিনপুত্র অর্জুন তেন্ডুলকরের আইপিএল অভিষেক এখনও হয়নি। অনেক বিশেষজ্ঞই মনে করছেন, আইপিএলে এ বার অর্জুনকে খেলানো উচিত। গত আইপিএলের প্রথম পর্বে থাকলেও, দ্বিতীয় পর্বে চোটের কারণে ছিটকে গিয়েছিলেন অর্জুন। এ বার ৩০ লাখ টাকা দিয়ে তাঁকে দলে নিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। কিন্তু অপেক্ষা ক্রমেই বাড়ছে। এখনও আইপিএল অভিষেক হয়নি অর্জুনের। মুম্বইয়ের আর নতুন করে কিছু পাওয়ার নেই। বাকি ম্যাচগুলোয় পরীক্ষা নিরীক্ষার রাস্তায় হাঁটার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরাও।
আক্ষরিক অর্থেই আজ রাতের ম্যাচে জৌলুস অনেকটাই কম। প্লে অফের প্রস্তুতি বাকি ৪টে ম্যাচ থেকেই করে নিতে চায় গুজরাত টাইটান্স। দলেও পরিবর্তন আনতে পারে গুজরাত শিবির। প্রত্যেক ক্রিকেটারকেই ঘুরিয়ে ফিরিয়ে খেলানোর ভাবনা রয়েছে টিম ম্যানেজমেন্টের।
ব্র্যাবোর্নের উইকেট ব্যাটার সহায়ক। এই পিচে ১৭০ রান তাড়া করেও জিতছে অনেক দল। তাই হাইস্কোরিং ম্যাচ দেখার প্রত্যাশা রয়েছে ক্রিকেটপ্রেমীদের। দুই দলেই হার্ড হিটারদের আধিক্য আছে।
মুম্বই ইন্ডিয়ান্সের স্কোয়াড: রোহিত শর্মা, সূর্যকুমার যাদব, কায়রন পোলার্ড, জশপ্রীত বুমরা, ঈশান কিষাণ, ডিওয়াল্ড ব্রেভিস, বাসিল থাম্পি, মুরুগান অশ্বিন, জয়দেব উনাদকট, মায়াঙ্ক মার্কান্ডেয়, এন তিলক ভর্মা, সঞ্জয় যাদব, জোফ্রা আর্চার, ড্যানিয়েল স্যামস, টাইমাল মিলস, টিম ডেভিড, আর্শাদ খান, আনমোলপ্রীত সিং, রমনদীপ সিং, রাহুল বুদ্ধি, হৃতিক শোকিন, অর্জুন তেন্ডুলকর, ফ্যাবিয়ান অ্যালেন, আরিয়ান জুয়াল, রাইলি মেরেডিথ।
গুজরাত টাইটান্স স্কোয়াড: হার্দিক পান্ডিয়া, রশিদ খান, শুভমন গিল, লকি ফার্গুসন, রাহুল তেওয়াটিয়া, মহম্মদ সামি, যশ দয়াল, ডেভিড মিলার, সাই কিশোর, অভিনব সদারঙ্গানি, আলজারি যোশেফ, ম্যাথু ওয়েড, রহমানুল্লাহ গুরবাজ, ঋদ্ধিমান সাহা, জয়ন্ত যাদব, বিজয় শঙ্কর, ডমিনিক ড্রেকস, গুরকিরাত সিং, বরুণ অ্যারন, নুর আহমেদ, দর্শন নালকান্ডে, প্রদীপ সাঙ্গওয়ান।
আরও পড়ুন: IPL 2022: ধোনি আউট হতেই বিরাটের সেলিব্রেশন, দু’ভাগ নেটিজেনরা