IPL 2022: ধোনি আউট হতেই বিরাটের সেলিব্রেশন, দু’ভাগ নেটিজেনরা

২২ গজে ধোনি আর কোহলি বরাবরই খুব ভালো বন্ধু। বিরাট যেমন ধোনির প্রশংসা করেন, তেমন ধোনিও বিরাটের কথা বলেন আলাদা ভাবে। আরসিবির বিরুদ্ধে ম্যাচে ৩ বলে ২ রানে আউট হন সিএসকের অধিনায়ক। শেষ ওভারের আগের ওভারেই ধোনিকে আউট করেন জোস হ্যাজেলউড। আর তারপরই উচ্ছ্বাস করতে দেখা যায় বিরাট কোহলিকে। যে ভিডিও ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়।

IPL 2022: ধোনি আউট হতেই বিরাটের সেলিব্রেশন, দু'ভাগ নেটিজেনরা
বিরাট কোহলি ও মহেন্দ্র সিং ধোনি। ছবি: টুইটার
Follow Us:
| Edited By: | Updated on: May 05, 2022 | 6:03 PM

মুম্বই: বিরাট কোহলির (Virat Kohli) ট্রেডমার্ক সেলিব্রেশন ক্রিকেট দুনিয়ায় বেশ জনপ্রিয়। সেঞ্চুরি হোক কিংবা জয়োচ্ছ্বাস বিরাটের সেলিব্রেশন সবার চেয়েই আলাদা। মাঠে বিরাট কোহলি বরাবরই এক আকর্ষণীয় চরিত্র। এই সেলিব্রেশন নিয়ে অনেকের অনেক মত। বিরাট-ভক্তদের কাছে এই সেলিব্রেশন অনেক আনন্দের। আনার সমালোচকদের কাছে বিরাটের সেলিব্রেশন মোটেই বন্দিত নয়। তবে ২২ গজে নামলে কখনও নিজের আগ্রাসনকে চেপে রাখতে পারেননি ভারতের প্রাক্তন অধিনায়ক। দেশের জার্সিতে হোক, কিংবা আইপিএলে, কোহলির সেলিব্রেশন স্টাইল বাকিদের চেয়ে অনেকটা আলাদা। আর সেই আনন্দে সামিল হন সতীর্থরাও। বুধবারও চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ম্যাচে বিরাটের সেলিব্রেশন রীতিমতো ভাইরাল হয়ে যায়। মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni) আউট হওয়ার পরই উচ্ছ্বাসে ভাসতে দেখা যায় আরসিবির প্রাক্তন অধিনায়ককে।

২২ গজে ধোনি আর কোহলি বরাবরই খুব ভালো বন্ধু। বিরাট যেমন ধোনির প্রশংসা করেন, তেমন ধোনিও বিরাটের কথা বলেন আলাদা ভাবে। আরসিবির বিরুদ্ধে ম্যাচে ৩ বলে ২ রানে আউট হন সিএসকের অধিনায়ক। শেষ ওভারের আগের ওভারেই ধোনিকে আউট করেন জোস হ্যাজেলউড। আর তারপরই উচ্ছ্বাস করতে দেখা যায় বিরাট কোহলিকে। যে ভিডিও ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়।

এরপরই নেটিজেনরা দু’ভাগ হয়ে যায়। ধোনি ভক্তরাও মোটেও ভালো মতো মেনে নিতে পারেননি বিরাটের ওই সেলিব্রেশন। সোশ্যাল মিডিয়ায় সরবও হন কেউ কেউ। আবার বিরাট ভক্তরা পাল্টা টিপ্পনি দিতেও ছাড়লেন না। ধোনি বনাম বিরাট ইস্যুতে বুধবারের রাতে রীতিমতো তোলপাড় হয় সোশ্যাল মিডিয়া।

১৭৪ রান তাড়া করতে গিয়ে ১৩ রান দূরে থেমে যায় চেন্নাই সুপার কিংসের ইনিংস। ধোনিদের হারিয়ে আইপিএলের প্লে অফের আশা বাঁচিয়ে রেখেছে আরসিবি। যদিও ধোনিদের প্লে অফের আশা কার্যত শেষ বললেই চলে।

আরও পড়ুন: Diego Maradona: রেকর্ড অর্থে বিক্রি হল মারাদোনার ‘হ্যান্ড অব গড’ জার্সি