AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

CSK vs GT, IPL 2023 : বৃষ্টিতে ম্যাচ ধুয়ে গেলে…আইপিএল চ্যাম্পিয়ন কে হবে?

নরেন্দ্র মোদী স্টেডিয়ামে রবি-সন্ধ্যায় থেকে জোর বৃষ্টি শুরু হয়েছে। দর্শকদের আশঙ্কা, যেভাবে বৃষ্টি পড়ছে তাতে ভেস্তে যেতে পারে ম্যাচ।

CSK vs GT, IPL 2023 : বৃষ্টিতে ম্যাচ ধুয়ে গেলে...আইপিএল চ্যাম্পিয়ন কে হবে?
Image Credit: Twitter
| Updated on: May 28, 2023 | 8:20 PM
Share

আমেদাবাদ: নরেন্দ্র মোদী স্টেডিয়ামের লক্ষাধিক দর্শকাসন বিশিষ্ট স্টেডিয়াম কানায় কানায় পূর্ণ। ক্লোজিং সেরিমনিকে জোনিতা গান্ধি, ব়্যাপার নিউক্লিয়া, ডিভাইনদের গানে তালে তাল মেলানোর জন্য তৈরি। সবে সমাপ্তি অনুষ্ঠান শুরু হয়েছে। কিন্তু বরুণদেবতা সব পরিকল্পনায় যেন জল ঢেলে দিলেন। বেশ কয়েকদিন ধরেই আমেদাবাদে সন্ধ্যার দিকে বৃষ্টি হচ্ছে। দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচের আগেও ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয়। দেরি হলেও শেষ পর্যন্ত ম্যাচ শুরু হয়। কিন্তু ফাইনাল ম্যাচের আগে বৃষ্টির যেন থামার কোনও ইচ্ছে নেই। নরেন্দ্র মোদী স্টেডিয়ামে রবি-সন্ধ্যায় থেকে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি শুরু হয়েছে। দর্শকদের আশঙ্কা, যেভাবে বৃষ্টি পড়ছে তাতে ভেস্তে যেতে পারে ম্যাচ। আশঙ্কা সত্যি করে ম্যাচ যদি ভেস্তে যায়, তাহলে চ্যাম্পিয়ন কে হবে? চেন্নাই সুপার কিংস বা গুজরাট টাইটান্সের মধ্যে কোন দলকে এবং কেন চ্যাম্পিয়ন করা হবে? বিস্তারিত রইল TV9 Bangla Sports-র এই প্রতিবেদনে।

দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচ শুরু হয়েছিল আধঘণ্টা দেরিতে। টস হয় ৪৫ মিনিট পরে। তবে একবার বৃষ্টি থামার পর আর ম্যাচে বরুণদেব ব্যাঘাত ঘটায়নি। রবিবারের ফাইনাল ম্যাচের আগে বৃষ্টির পূর্বভাস ছিল। আবহওয়া অফিস জানায়, আমেদাবাদে সন্ধ্যার পর আকাশ মেঘলা থাকবে। রবি-সন্ধ্যায় ২ ঘণ্টার বৃষ্টি হবে। আশঙ্কা সত্যি করে বৃষ্টি নেমেছে। এমনিতে প্লে অফের ম্যাচে বৃষ্টি হলে ৯.৩৫ পর্যন্ত অপেক্ষা করা হবে। তার মধ্যে খেলা শুরু হলে কোনও ওভার নষ্ট হবে না। ফাইনাল ম্যাচের জন্য সময়সীমা আরও একটু বেশি। রাত ১০.১০ পর্যন্ত অপেক্ষা করা হবে। এমনকী ৫-৫ ওভারের ম্যাচের জন্য রাত ১২.০৬ পর্যন্ত অপেক্ষা করা যেতে পারে। কিন্তু তারপরও খেলা শুরু না হলে…।

তারপরও খেলা শুরু না হলে চিন্তার কারণ নেই। কারণ আইপিএলে ফাইনালের জন্য রিজার্ভ ডে থাকে। সোমবার, ২৯ মে রিজার্ভ ডে রাখা হয়েছে। আজ যদি টস না হয়, তাহলে সোমবার ঠিক একই সময়ে টস হবে। রবিবার টস হওয়ার পরও ম্যাচ শুরু না হলে পরদিন আবার ফ্রেশ টস করা হবে। সেক্ষেত্রে টিম লিস্টে রদবদল হতে পারে। আবার রবিবার যদি ম্যাচ শুরু হওয়ার পর ফের বৃষ্টি নামে তাহলে যেখানে খেলা শেষ হয়েছিল ঠিক সেখান থেকে রিজার্ভ ডে-তে খেলা শুরু হবে।

ধরা যাক, রিজার্ভ ডে-তেও খেলা হল না। দেখা গেল সেদিনও বৃষ্টিতে ভেস্তে গেল ম্যাচ। ৫-৫ ওভারের খেলাও সম্ভব নয়। এমন পরিস্থিতিতে সুপার ওভারের ব্যবস্থা থাকবে। সুপার ওভারের জন্য রাত ১.২০ পর্যন্ত অপেক্ষা করা যেতে পারে। আবহাওয়ার পরিস্থিতি যদি উপরোক্ত এই পরিকল্পনাগুলিকেও ভেস্তে দেয় তাহলে বিজয়ী ঘোষণা করে দেওয়া হবে গুজরাট টাইটান্সকে। কারণে লিগ স্টেজে চেন্নাই সুপার কিংসের থেকে পয়েন্টের হিসেবে এগিয়ে গুজরাট। ২০ পয়েন্ট নিয়ে লিগ পর্ব শেষ করেছিলেন হার্দিক পান্ডিয়ারা। টানা দ্বিতীয় বার চ্যাম্পিয়নের ট্রফি ঢুকবে গুজরাটের ক্যাবিনেটে।