IND vs AUS 5th T20 Match Preview: দক্ষিণ আফ্রিকা সফরের আগে সূর্যর নজরে ৪-১
India vs Australia Match 5th T20I Prediction: প্রথম তিন ম্যাচেই ভারতীয় ব্যাটিং অনবদ্য পারফর্ম করেছে। এই সিরিজের অন্যতম সেরা বলা যেতে পারে রিঙ্কু সিংকে। প্রত্যেকটা ম্যাচের সঙ্গে নিজেকে যেন নতুন করে তুলে ধরছেন। রিঙ্কু সম্পর্কে মনে করা হত, টি-টোয়েন্টিতে কয়েকটি ডেলিভারি, ক্যামিও ইনিংসেরই দক্ষতা রয়েছে। সুযোগ পেলে তিনি যে ইনিংস গড়া এবং বড় স্কোরও করতে পারেন, তৃতীয় ম্যাচে সেটা দেখিয়ে দিয়েছেন।

বেঙ্গালুরু: বিশ্বকাপের পর প্রথম সিরিজ। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে তরুণ দল বেছে নিয়েছিল ভারতীয় টিম ম্যানেজমেন্ট। নেতৃত্বে সূর্যকুমার যাদব। প্রথম তিন ম্যাচে তাঁর ডেপুটি ছিলেন ঋতুরাজ গায়কোয়াড়। বাকি দু-ম্যাচ শ্রেয়স আইয়ার। আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপের কথা মাথায় রেখে তরুণ ক্রিকেটারদের আরও বেশি সুযোগ দেওয়া হয়েছে। আগামীতেও যে একই লক্ষ্য থাকবে দক্ষিণ আফ্রিকা সফরের দল ঘোষণাতেই পরিষ্কার। সেখানেও টি-টোয়েন্টিতে নেতৃত্ব দেবেন সূর্যকুমার যাদব। সহ অধিনায়ক করা হয়েছে রবীন্দ্র জাডেজাকে। রেনবো নেশনে যাওয়ার আগে অজিদের বিরুদ্ধে শেষ ম্যাচেও জয়ে নজর সূর্যদের। বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।
প্রথম তিন ম্যাচেই ভারতীয় ব্যাটিং অনবদ্য পারফর্ম করেছে। এই সিরিজের অন্যতম সেরা বলা যেতে পারে রিঙ্কু সিংকে। প্রত্যেকটা ম্যাচের সঙ্গে নিজেকে যেন নতুন করে তুলে ধরছেন। রিঙ্কু সম্পর্কে মনে করা হত, টি-টোয়েন্টিতে কয়েকটি ডেলিভারি, ক্যামিও ইনিংসেরই দক্ষতা রয়েছে। সুযোগ পেলে তিনি যে ইনিংস গড়া এবং বড় স্কোরও করতে পারেন, তৃতীয় ম্যাচে সেটা দেখিয়ে দিয়েছেন। ভারতীয় ইনিংসের নবম ওভারেই নামতে হয় তাঁকে। জীতেশ শর্মাকে নিয়ে অনবদ্য একটা জুটি গড়েন রিঙ্কু।
বোলিংয়ে তেমনই বলতে হবে মুকেশ কুমারের কথা। নতুন বলে হোক কিংবা স্লগ ওভার, স্নায়ুর চাপ সামলে দুর্দান্ত বোলিং করছেন। গত ম্যাচে নজর কেড়েছেন অক্ষর প্যাটেল ও দীপক চাহারও। চোটের কারণে শেষ মুহূর্তে বিশ্বকাপের দল থেকে ছিটকে গিয়েছিলেন অক্ষর প্যাটেল। প্রত্যাবর্তনটা ঠিকঠাক হচ্ছিল না। বিশেষ করে তৃতীয় ম্যাচে ১৯তম ওভারে তাঁর বোলিং ম্যাচ থেকে ছিটকে দিয়েছিল ভারতকে। গত ম্যাচে অক্ষরের অনবদ্য বোলিং ভারতের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে।
দীপক চাহার দীর্ঘ সময় পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছেন। নতুন বলে নিয়ন্ত্রণ পাচ্ছিলেন না। মাঝের এবং স্লগ ওভারে ম্যাচের রং বদলে দেন দীপক চাহার। বেঙ্গালুরুতে সিরিজের শেষ ম্যাচে বোলিংয়ে বাড়তি নজর থাকবে রবি বিষ্ণোইয়ের দিকে। পুরো সিরিজেই ভালো পারফর্ম করেছেন রবি। তবে বেঙ্গালুরুর মাঠ ছোট। সেখানে অস্ট্রেলিয়ার ব্যাটিং আক্রমণের বিরুদ্ধে তিনি কেমন পারফর্ম করেন, সেদিকেই নজর থাকবে। তবে এই ম্যাচে কোনও এক স্পিনারকে বিশ্রাম দিয়ে খেলানো হতে পারে ওয়াশিংটন সুন্দরকেও। প্রথম চার ম্য়াচের একটিতেও সুযোগ পাননি।
